বিভিন্ন রাজ শক্তির উথান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | About the Rise of Various Royal Powers Important Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি Questions and Answers about the Rise of Various Royal Powers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রাজ শক্তির উথান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions and Answers about the Rise of Various Royal Powers ||. এই বিভিন্ন রাজ শক্তির উথান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions and Answers about the Rise of Various Royal Powers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিভিন্ন রাজ শক্তির উথান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions and Answers about the Rise of Various Royal Powers

১. “মহাজন” শব্দের অর্থ কি ?

উত্তরঃ- বৃহৎ রাজ্য।

২. “ষোড়শ মহাজনপদ” কাকে বলা হত ?

উত্তরঃ- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সমগ্র ভারতে যে ১৬ টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয় তাদের ষোড়শ মহাজনপদ বলা হতো।

৩. দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি ?

উত্তরঃ- অস্মক।

৪. ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখ ?

উত্তরঃ- বৃজি ও মল্ল।

৫. কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিণত হয় ?

উত্তরঃ- মগধ।

৬. মগধের রাজা কে ছিলেন ?



উত্তরঃ- বিম্বিসার।

৭. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

উত্তরঃ- হর্যঙ্ক বংশের রাজা।

৮. অশোক কবে সিংহাসনে বসেন ?

উত্তরঃ- খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে।

৯. আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ?

উত্তরঃ- ইউরোপ মহাদেশের গ্রিসের মেসিডোনিয়ার।

১০. কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করেন ?

উত্তরঃ- পারসিক জাতি।

১১. আলেকজান্ডার নন্দ বংশের শেষ রাজা

উত্তরঃ- ধননন্দ।

১২. অজাতশত্রু কে ছিলেন ?

উত্তরঃ- বিম্বিসারের পুত্র।

১৩. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ- চন্দ্ৰগুপ্ত মৌর্য।

১৪. মেগাস্থিনিস কে ছিলেন ?

উত্তরঃ- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক রাজদূত।

১৫. বিন্দুসার কে ছিলেন ?

উত্তরঃ- চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র।

১৬. বিন্দুসার কি উপাধি ধারণ করেছিলেন ?

উত্তরঃ- অমিত্রাঘাত।

১৭. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ- মহাপদ্ম নন্দ।

১৮. নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

উত্তরঃ- ধননন্দ।

১৯. “দেবানাং প্রিয়” উপাধি কে ধারণ করেন ?

উত্তরঃ- সম্রাট অশোক।

২০. অশোকের পুত্রের নাম কি ?

উত্তরঃ- মহেন্দ্ৰ।

২১. অশোকের কন্যার নাম কি ?

উত্তরঃ- সংঘমিত্রা।

২২. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?

উত্তরঃ- বৃহদ্রথ।

২৩. মৌর্য সাম্রাজ্যের পতন কে ঘটান ?

উত্তরঃ- পুষ্যমিত্র শুঙ্গ।

২৪. সারনাথ স্তম্ভের শীর্ষে কি মূর্তি ও চক্র আছে ?

উত্তরঃ- সিংহ মূর্তি ও অশোক চক্র।

২৫. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ- সিমুক।

২৬. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?

উত্তরঃ- গৌতমীপুত্র সাতকর্ণী।

২৭. গৌতমীপুত্র সাতকর্ণীর রাজধানী কোথায় ছিল ?

উত্তরঃ- পৈঠান।

২৮. কে ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- কুজুল কদফিসেস।

২৯. “শকাব্দ” কে প্রচলন করেন ?

উত্তরঃ- কনিষ্ক।

৩০. “শকাব্দ” কবে প্রচলিত হয় ?

উত্তরঃ- ৭৮ খ্রিস্টাব্দ থেকে।

৩১. কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?

উত্তরঃ- পুরুষপুর।

৩২. কুষাণ যুগে কোন শিল্প রীতির প্রসার হয় ?

উত্তরঃ- গান্ধার শিল্পরীতি।

৩৩. গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেন ?

উত্তরঃ- ক্ষত্ৰপ নহপান।

৩৪. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ- শ্রীগুপ্ত, মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত।

৩৫. কোন গুপ্ত সম্রাট “পরাক্রমাঙ্ক” উপাধি গ্রহণ করেন ?

উত্তরঃ- সমুদ্র গুপ্ত।

৩৬. কাকে “ভারতের নেপোলিয়ন” বলা হত ?

উত্তরঃ- সমুদ্রগুপ্তকে।

৩৭. “এলাহাবাদ প্রশস্তি” কে রচনা করেন ?

উত্তরঃ- সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন।

৩৮. কোন গুপ্ত সম্রাট “কবিরাজ” নামে খ্যাত ?

উত্তরঃ- সমুদ্রগুপ্ত।

৩৯. কোন সম্রাট “শকারি” উপাধি গ্রহণ করেন ?

উত্তরঃ- দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত৷

৪০. কোন সম্রাট কে “বিক্রমাদিত্য” হিসেবে মনে করা হয় ?

উত্তরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে।

৪১. প্রথম গুপ্ত সম্রাট এর নাম কি ?

উত্তরঃ- শ্রীগুপ্ত।

৪২. শেষ গুপ্ত সম্রাট এর নাম কি ?

উত্তরঃ- দ্বিতীয় জীবিত গুপ্ত।

৪৩. গুপ্তযুগে কোন চীনা পর্যটক ভারতে আসেন ?

উত্তরঃ- ফা হিয়েন।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।