Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The largest in the world. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম || The largest in the world pdf. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিশ্বের বৃহত্তম || The largest in the world pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
বিশ্বের বৃহত্তম || The largest in the world pdf
1 ) বিশ্বের বৃহত্তম – অভ্যন্তরীণ সাগর – – ভূমধ্যসাগর
2 ) বিশ্বের বৃহত্তম মহাদেশ – এশিয়া
3 ) বিশ্বের বৃহত্তম মহাসাগর – প্রশান্ত মহাসাগর
4 ) বিশ্বের বৃহত্তম দেশ ( আয়তনে ) → রাশিয়া
5 ) বিশ্বের বৃহত্তম দেশ ( জনসংখ্যায় ) চীন
6 ) বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ( জনসংখ্যায় ) → ইন্দোনেশিয়া
7 ) বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ( আয়তনে ) – কাজাখস্তান
8 ) বিশ্বের বৃহত্তম- ঘণ্টা – মস্কোর ঘণ্টা
9 ) বিশ্বের বৃহত্তম পাখি ( ওজনে ) – উটপাখি ( ১৫৫ কেজি )
10 ) বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ – বাংলাদেশ
11 ) বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ – – রক্সি ( নিউইয়র্ক )
12 ) বিশ্বের বৃহত্তম সাগর — দক্ষিণ চীন সাগর –
13 ) বিশ্বের বৃহত্তম দিন −২১ জুন ( উত্তর গোলার্ধে )
14 ) বিশ্বের বৃহত্তম – রাত — ২২ ডিসেম্বর ( উত্তর গোলার্ধে )
15 ) বিশ্বের বৃহত্তম মরুভূমি — সাহারা
16 ) বিশ্বের বৃহত্তম শহর ( আয়তনে ) – – লন্ডন
17 ) বিশ্বের বৃহত্তম শহর ( লোকসংখ্যায় )
— টোকিও
18 ) বিশ্বের বৃহত্তম বাঁধ ( আয়তনে ) — তারবেলা ( পাকিস্তান )
19 ) বিশ্বের বৃহত্তম বাঁধ ( উচ্চতায় ) – রগুন ( তাজিকিস্তান )
20 ) বিশ্বের বৃহত্তম দ্বীপ — গ্রিনল্যান্ড
21 ) বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেষ্ট — সুন্দরবন
22 ) বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ —- সুপিরিয়র হ্রদ
23 ) বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার —- লাইব্রেরি অব দি কংগ্রেস ( ওযাশিংটন )
24 ) বিশ্বের বৃহত্তম জাদুঘর – – ব্রিটিশ মিউজিয়াম
25 ) বিশ্বের বৃহত্তম মসজিদ – আল হারাম । সৌদি আরব / শাহ ফয়সাল মসজিদ ( পাকিস্তান )
26 ) বিশ্বের বৃহত্তম পর্বতমালা ( উচ্চতায় ) – – হিমালয়
27 ) বিশ্বের বৃহত্তম পর্বতমালা ( দৈর্ঘ্যে ) → আন্দিজ
28 ) বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি – – এলবার্ট্রস
29 ) বিশ্বের বৃহত্তম – দ্বীপপুঞ্জ – — ইন্দোনেশিয়া
30 ) বিশ্বের বৃহত্তম প্রাণী — নীল তিমি
31 ) বিশ্বের বৃহত্তম – স্তন্যপায়ী প্রাণী – নীল তিমি
32 ) বিশ্বের বৃহত্তম – স্থলজ প্রাণী – — হাতি
33 ) বিশ্বের বৃহত্তম – প্রাসাদ —- ইস্পেরিয়াল প্যালেস ( চীন )
34 ) বিশ্বের বৃহত্তম – উপদ্বীপ — ভারত
35 ) বিশ্বের বৃহত্তম – জল বিদ্যুৎ কেন্দ্র — তুরখানাস্ক ( রাশিয়া )
36 ) বিশ্বের বৃহত্তম – Disco —- Buffalo Convention Center Buffalo, NY.
37 ) বিশ্বের বৃহত্তম – পার্ক – – ইয়েলো ষ্টোন ন্যাশনাল পার্ক ( যুক্তরাষ্ট্র )
38 ) বিশ্বের বৃহত্তম – গির্জা —- সেন্ট পিটারের প্রাসাদ ( ভ্যাটিকান )
39 ) বিশ্বের বৃহত্তম – গিরিখাত — – গ্র্যান্ড ক্যানিয়ন
40 ) বিশ্বের বৃহত্তম – হীরক খনি —- কিম্বার্লি ( দক্ষিণ আফ্রিকা )
41 ) বিশ্বের বৃহত্তম – যাত্রীবাহী বিমান —- এয়ারবাস এ -৩৮০
42 ) বিশ্বের বৃহত্তম – ব্যাংক – – সিটি ব্যাংক ( যুক্তরাষ্ট্র )
43 ) বিশ্বের বৃহত্তম জেলখানা – – খারকভ জেলখানা ( রাশিয়া )
44 ) বিশ্বের বৃহত্তম – পার্লামেন্ট —- চায়না ন্যাশনাল কংগ্রেস
45 ) বিশ্বের বৃহত্তম – মরুভূমি ( এশিয়ায় ) —- গোবি ( মঙ্গোলিয়া )
46 ) বিশ্বের বৃহত্তম – সামুদ্রিক বন্দর – সাংহাই ( চীন )
47 ) বিশ্বের বৃহত্তম অরণ্য —– তৈগা ( রাশিয়া )
48 ) বিশ্বের বৃহত্তম তৃণাঞ্চল —– প্রেইরি
49 ) বিশ্বের বৃহত্তম – Indoor Theme Park —– Ferrari World, Abu Dhabi
50 ) বিশ্বের বৃহত্তম লৌহ খনি – – বুরুকুটুর ( ব্রাজিল )
51 ) বিশ্বের বৃহত্তম গাছ —- রেড উট
52 ) বিশ্বের বৃহত্তম – চিত্রকর্ম —- প্যানোরমা মিসিসিপি ( John Banvard ).
53 ) বিশ্বের বৃহত্তম – চিড়িয়াখানা —– San Diego Zoo, USA
54 ) বিশ্বের বৃহত্তম – দেয়াল ঘড়ি Abraj Al Bait Towers clock in Mecca
55 ) বিশ্বের বৃহত্তম – নদী অববাহিকা —- আমাজান
56 ) বিশ্বের বৃহত্তম জাহাজ ( কনটেইনারবাহী ) —- Maersk Triple – E ( 400 metres in length )
57 ) বিশ্বের বৃহত্তম জাহাজ ( ক্রুস ) Oasis of the Seas , Allure of the Seas Y
58 ) বিশ্বের বৃহত্তম – পর্বত শৃঙ্গ —– এভারেস্ট I
59 ) বিশ্বের বৃহত্তম – পর্বতমালা ( উচ্চতায় ) —- হিমালয়
60 ) বিশ্বের বৃহত্তম – পর্বতমালা ( দৈর্ঘ্যে ) – – আন্দিজ
61 ) বিশ্বের বৃহত্তম – সামুদ্রিক পাখি – – অ্যালবাট্রস
62 ) বিশ্বের বৃহত্তম – লবনাক্ত জলের হ্রদ —- কাস্পিয়ান সাগর
63 ) বিশ্বের বৃহত্তম – ফুটবল স্টেডিয়াম —– Rungnado May Day Stadium , North Korea , capacity 150,000
64 ) বিশ্বের বৃহত্তম – বিশ্ববিদ্যালয় ( তালিকাভুক্তকরণে ) —– ইন্ধিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
65 ) বিশ্বের বৃহত্তম – হোটেল – The Venetian and The Palazzo ( 7,117 কক্ষ )
66 ) বিশ্বের বৃহত্তম – হীরা – —- ” Sergio ” 3167 carats , ব্রাজিল
67 ) বিশ্বের বৃহত্তম – মঠ – — ডুরাং বৈদ্ধ মঠ , তিব্বত
68 ) বিশ্বের বৃহত্তম – মন্দির —- আন্কারভাট , কম্বোডিয়া
69 ) বিশ্বের বৃহত্তম – বিমানবন্দর —– King Abdul Khalid International Airport, Riyadh.
70 ) বিশ্বের বৃহত্তম – উপসাগর —- Hudson bay Biru
- এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ ?
উওরঃ- ১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত ।
- এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা ?
উওরঃ- ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা ।
- এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত ?
উওরঃ- উত্তর গোলার্ধে ।
- এশিয়ার আয়তন কত ?
উওরঃ- ৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
- এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
উওরঃ- ২১.৪ % ।
- এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত ?
উওরঃ- প্রায় এক তৃতীয়াংশ ।
- এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ?
উওরঃ- বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
- আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.)।
- আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উওরঃ- মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) ।
- লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- গণচীন।
- এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ?
উওরঃ- ৫৭,৯৫০ কি.মি. ।
- জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান ?
উওরঃ- কোরিয়া উপদ্বীপ ।
- পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ?
উওরঃ- বাহরাইন দ্বীপ ।
- পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ?
উওরঃ- ৬০.৬ ভাগ ।
- এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
উওরঃ- ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.) ।
- এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
উওরঃ- সালউইন ।
- এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ?
উওরঃ- ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)।
- ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
উওরঃ- সানপো ।
- এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
উওরঃ- কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) ।
- এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উওরঃ- বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার ) ।
- দক্ষিণ এশিয়ার আয়তন কত ?
উওরঃ- ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. ।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- ভারত ।
- কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ?
উওরঃ- হোয়াং হো নদীকে ।
- এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি ?
উওরঃ- এভারেস্ট ।
- এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
উওরঃ- লোহিত সাগর ।
- এভারেস্টের উচ্চতা কত ?
উওরঃ- ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায় ।
- এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
উওরঃ- গডউইন অষ্টিন ।
- গডউইন অষ্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে ?
উওরঃ- কারাকোরাম ।
- কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
উওরঃ- ভারত ও পাকিস্তান ।
- সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
উওরঃ- আরব সাগরে ।
- গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
উওরঃ- বঙ্গপসাগরে ।
- ব্রম্মপুত্র নদ কথা থেকে উৎপন্ন হয়েছে ?
উওরঃ- তিব্বতে ।
- ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
উওরঃ- চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ ।
- এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি ?
উওরঃ- তৈগা ।
- লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ?
উওরঃ- আফ্রিকা ।
- এশিয়া মাইনর কাকে বলে ?
উওরঃ- ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে ।
- এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে ?
উওরঃ- লেভান্ট ।
- এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
উওরঃ- ক্লুকেভকাজা সোপক ।
- এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
উওরঃ- ২৫০ সেন্টিমিটার ।
- এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
উওরঃ- গোবি মরুভূমি, মঙ্গলিয়া ।
“The largest in the world pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- The largest in the world pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here