কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের কার্যকারিতা || The Functionality of Some Important Instruments || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The functionality of some important instruments pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের কার্যকারিতা || The functionality of some important instruments || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের কার্যকারিতা || The functionality of some important instruments || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের কার্যকারিতা || The functionality of some important instruments || pdf

  1. Altimeter (অল্টিমিটার):  উচ্চতা মাপা হয়।
  2. Ammeter (অ্যামমিটার):  বৈদ্যুতিক প্রবাহমাত্রা মাপা হয়।
  3. Amplifier (এমপ্লিফায়ার):  ধ্বনি বিবর্ধক যন্ত্র।
  4. Anemometer (অ্যানিমােমিটার):  বাতাসের গতিবেগ মাপার যন্ত্র।
  5. Barometer (ব্যারােমিটার): বায়ুর চাপমাপক যন্ত্র।
  6. Calorimeter (ক্যালােরিমিটার):  উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র।
  7. Chronometer (ক্রোনােমিটার):  গ্রীনিচের সময় মাপক যন্ত্র।
  8. Colorimeter (কোলােরিমিটার): আলােকের তীব্রতা মাপক যন্ত্র।
  9. Commutator (কম্যিউটেটর):  বিদ্যুতের দিক পরিবর্তনকারী যন্ত্র।
  10. Crescograph (ক্রেসকোগ্রাফ): উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র।
  11. Dictaphone (ডিকটাফোন):  প্রথমে কথা শুনে রেকর্ড করে, পরে টাইপ করে।
  12. Dynamometer (ডায়নামােমিটার): বৈদ্যুতিক শক্তিমাপক যন্ত্র।
  13. Electrocardiograph (ইলেকট্রোকার্ডিওগ্রাফ/ইসিজি):  হৃদ্যন্ত্রের কম্পনের গ্রাফ অংকনকারী যন্ত্র।
  14. Electroscope (ইলেকট্রোস্কোপ):  বৈদ্যুতিক কাজের উপস্থিতি নির্ণায়ক যন্ত্র।
  15. Galvanometer (গ্যালভানােমিটার): বৈদ্যুতিক কারেন্ট পরিমাপক যন্ত্র।
  16. Hydrometer (হাইড্রোমিটার): তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র।
  17. Hydrophone (হাইড্রোফোন): জলের তলার শব্দ পরিমাপক যন্ত্র।
  18. Hygrometer (হাইগ্রোমিটার): বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র।
  19. Hygroscope (হাইগ্রোস্কোপ): বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিবর্তন নির্ণায়ক যন্ত্র।
  20. Hypsometer (হিপসােমিটার):  সমুদ্রতল থেকে উচ্চতা নির্ণায়ক যন্ত্র।
  21. Inclinometer (ইনক্লাইনােমিটার): আকাশযান অনুভূমিক অবস্থা থেকে কতটা হেলে আছে তা মাপার যন্ত্র।
  22. Incubator (ইনকিউবেটার): কৃত্রিম ডিম ফোটানাের যন্ত্র।
  23. Lactometer (ল্যাকটোমিটার):  দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র।
  24. Micrometer (মাইক্রোমিটার):  ক্ষুদ্র দূরত্ব বা কোণ নিখুঁতভাবে মাপার যন্ত্র।
  25. Manometer (ম্যানােমিটার):  গ্যাসের চাপ মাপার যন্ত্র।
  26. Megaphone (মেগাফোন):  শব্দ বেশী দূরত্বে বহন করার যন্ত্র।
  27. Microscope (মাইক্রোস্কোপ): ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার যন্ত্র।
  28. Microphone (মাইক্রোফোন): শব্দতরঙ্গকে বিদ্যুৎশক্তিতে পরিণত করে তারের সাহায্যে পরিবহণ করে এবং পরে শব্দকে বেশী তীব্রতায় পরিবর্তন করে।
  29. Periscope (পেরিস্কোপ): চোখের উচ্চতার থেকে উচ্চ আড়ালের বাধার মধ্য দিয়ে দেখার যন্ত্র।
  30. Planimeter (প্ল্যানিমিটার):  সমতলভূমিতে আয়তন মাপার যন্ত্র।
  31. Pyrheliometer (পাইরােলিওমিটার): সূর্যের বিকিরণ মাপার যন্ত্র।
  32. Pyrometer (পাইরােমিটার):  উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র।
  33. Radar (রাডার): তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দ্বারা দিক নির্ণয়কারী যন্ত্র।
  34. Rain gauge (রেইন গজ):  বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র।
  35. Rectifier (রেকটিফায়ার): তড়িৎপ্রবাহকে একমুখ প্রবাহী করার যন্ত্র।
  36. Resistance Thermometer  (রেজিস্ট্যান্স থার্মোমিটার): কনডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মাপক যন্ত্র।
  37. Salinometer (স্যালিনােমিটার):  লবণতার ঘনত্বমাপক যন্ত্র।
  38. Seismograph (সিসমোগ্রাফ):  ভূমিকম্পের তীব্রতা মাপা ও লেখচিত্র মাপক যন্ত্র।
  39. Sextant (সেক্সট্যান্ট):  দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্র।
  40. Spherometer (স্পেরােমিটার):  কোনাে গােলাকার বস্তুর curveture মাপক যন্ত্র।
  41. Sphygmomanometer (স্ফিগমােম্যানােমিটার):  রক্তচাপ মাপক যন্ত্র।
  42. Stereoscope (স্টিরিওস্কোপ):  দ্বিমাত্রিক ছবি যার depth ও solidity দেখার optical device 
  43. Stethoscope (স্টেথােস্কোপ):  হার্ট ও ফুসফুসের শব্দ শােনার চিকিৎসাবিদ্যার যন্ত্র।
  44. Tagent galvameter  (ট্যাঞ্জেন্ট গ্যালভানােমিটার):  Direct current- এর শক্তি মাপক যন্ত্র।
  45. Telepeter (টেলিপিটার): একটি নির্দিষ্ট দূরত্বে ঘটা প্রাকৃতিক ঘটনামাপক যন্ত্র।
  46. Telephone (টেলিফোন):  শব্দ Transmission- এর যন্ত্র।
  47. Telstar (টেলস্টার): মহাকাশ মাধ্যমে Wireless এবং দূরদর্শন সম্প্রচার করার যন্ত্র।

The functionality of some important instruments Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- The functionality of some important instruments pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. তাপ কী ?

উত্তর: তাপ হলো একপ্রকার শক্তি।

২. CGS পদ্ধতিতে তাপের একক কী ?

উত্তর: ক্যালোরি।

৩. SI পদ্ধতিতে তাপের একক কী ?

উত্তর: জুল।

৪. ১ ক্যালোরি = কত জুল ?

উত্তর: ১ ক্যালোরি = ৪.২ জুল।

৫. কোন পদ্ধতিতে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা যায় ?

উত্তর: ক্যালোরিমিতি।

৬. তাপের গতীয় মতবাদটির সত্যতা প্রমান করেন কে ?

উত্তর: জুল।

৭. CGS পদ্ধতিতে লীন তাপের একক কী ?

উত্তর: ক্যালোরি/গ্রাম।

৮. SI পদ্ধতিতে লীন তাপের একক কী ?

উত্তর: জুল/কিলোগ্রাম।

৯. CGS পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?

উত্তর: ৮০ ক্যালোরি/গ্রাম।

১০. SI পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?

উত্তর: ৩.৩৬×১০৫ জুল/কেজি।

১১. লীন তাপের ক্ষেত্রে কি কি অবস্থা লক্ষ্য করা যায় ?

উত্তর: কঠিন, তরল ও গ্যাসীয়।

১২. CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?

উত্তর: ৫৩৭ ক্যালোরি/গ্রাম।

১৩. SI পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?

উত্তর: ২২.৬৮ ×১০৫ জুল/কেজি।

১৪. আপেক্ষিক তাপের মাত্রা কী ?

উত্তর: [L2T-2K-1 ] 

১৫. CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?

উত্তর: ক্যালোরি/গ্রাম- ডিগ্রি সেলসিয়াস।

১৬. SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?

উত্তর: জুল/কেজি-কেলভিন।

১৭. কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ?

উত্তর: ৪ ডিগ্রি সেলসিয়াস।

১৮. SI পদ্ধতিতে জুলের মান কত ?

উত্তর: ৪.২ জুল/ক্যালোরি।

১৯. অসম্পৃক্ত বাষ্প কার সূত্র মেনে চলে ?

উত্তর: বয়েলের ও চার্লসের।

২০. এ.পি.এস. পদ্ধতিতে তাপের একক কী ?

উত্তর: ব্রিটিশ থার্মাল ইউনিট।

২১. ১ ব্রিটিশ থার্মাল ইউনিট = কত ক্যালোরি ?

উত্তর: ২৫২ ক্যালোরি।

২২. তাপ পরিমাপের বড়ো এককের নাম কী?

উত্তর: থার্ম।

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here