Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি The First World War Questions Answers in Bengali || প্রথম বিশ্বযুদ্ধোওর কালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রথম বিশ্বযুদ্ধোওর কালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | The First World War Questions Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই প্রথম বিশ্বযুদ্ধোওর কালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | The First World War Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
প্রথম বিশ্বযুদ্ধোওর কালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | The First World War Questions Answers in Bengali
- প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল ?
উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ ই নভেম্বর শেষ হয়েছিল।
- প্যারিসের শান্তি সম্মেলন কবে আহূত হয় ?
উত্তরঃ- প্যারিসের শাস্তি সম্মেলন ১৯১৯ খ্রিস্টাব্দে আহুত হয়।
- প্যারিসের শান্তি সম্মেলনে কয়টি দেশ অংশ নিয়েছিল ?
উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে ৩২ টি দেশ অংশ নিয়েছিল।
- প্যারিসের শান্তি সম্মেলনে সভাপতিত্ব কে করেছিলেন ?
উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমেসোঁ।
- প্যারিসের শান্তি সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয় ?
উত্তরঃ- প্যারিসের শান্তি সম্মেলনে পাঁচটি সন্ধি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।
- ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ- ভার্সাই সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ শে জুন স্বাক্ষরিত হয়।
- ভার্সাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- ভার্সাই সন্ধি মিত্রপক্ষের সঙ্গে জার্মানির স্বাক্ষরিত হয়েছিল।
- সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ- সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত হয়।
- সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ- সেন্ট জার্মেইন এন লাইয়ের সন্ধি মিত্রপক্ষ ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
- নিউলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- নিউলির সন্ধি ১৯১৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে স্বাক্ষরিত হয়েছিল।
- ট্রিয়াননের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- ট্রিয়াননের সন্ধি ১৯২০ খ্রিস্টাব্দের জুন মাসে স্বাক্ষরিত হয়েছিল।
- সেভরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- সেভরের সন্ধি ১৯২০ খ্রিস্টাব্দের ১০ ই আগস্ট স্বাক্ষরিত হয়েছিল।
- সেভরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- সেভরের সন্ধি তুরস্ক ও মিত্রপক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
- লুসানের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- লুসানের সন্ধি ১৯২৩ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।
- জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ- জাতিসংঘ ১৯১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি রাষ্ট্র যোগ দিয়েছিল ?
উত্তরঃ- জাতিসংঘের প্রথম অধিবেশনে ৪২ টি রাষ্ট্র যোগ দিয়েছিল।
- জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ- জাতিসংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থাপিত হয়।
- কামাল পাশা কে ছিলেন ?
উত্তরঃ- কামাল পাশা ছিলেন তুরস্কের প্রখ্যাত জননেতা।
- কবে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে ঐক্য স্থাপিত হয় ?
উত্তরঃ- ১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে ঐক্য স্থাপিত হয়।
- ‘লখনউ চুক্তি’ কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ- ‘লখনউ চুক্তি’ ১৯১৬ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
- ‘লখনউ চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ- ‘লখনউ চুক্তি’ জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
- ‘হোমরুল ফর ইন্ডিয়া লিগ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- ‘হোমরুল ফর ইন্ডিয়া লিগ’ বালগঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেন।
- ‘অল ইন্ডিয়া হোমরুল লিগ’ কে স্থাপন করেন ?
উত্তরঃ- ‘অল ইন্ডিয়া হোমরুল লিগ’ অ্যানি বেসান্ত স্থাপন করেন।
- ‘লোকমান্য’ উপাধিতে কে ভূষিত হয়েছিলেন ?
উত্তরঃ- ‘লোকমান্য’ উপাধিতে বালগঙ্গাধর তিলক ভূষিত হয়েছিলেন।
- অ্যানি বেসান্ত প্রকাশিত পত্রিকার নাম কী ?
উত্তরঃ- অ্যানি বেসান্ত প্রকাশিত পত্রিকার নাম ‘নিউ ইন্ডিয়া’।
- মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ- মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট ১৯১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রকাশিত হয়।
- মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয় ?
উত্তরঃ- মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন ১৯১৯ খ্রিস্টাব্দে পাশ হয়।
- মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের অপর নাম কী ?
উত্তরঃ- মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের অপর নাম ১৯১৯ খ্রিস্টাব্দের ভারতশাসন আইন।
- জার্মানি মধ্যপ্রাচ্যে উপনিবেশ ও বাণিজ্য বিস্তারের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছিল ?
উত্তরঃ- জার্মানি মধ্যপ্রাচ্যে উপনিবেশ ও বাণিজ্য বিস্তারের জন্য বার্লিন থেকে বাগদাদ রেল প্রকল্প গ্রহণ করেছিল।
- জাতিসংঘের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ- জাতিসংঘের প্রথম অধিবেশন ১৯২০ খ্রিস্টাব্দের ১০ ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।
- জাতিসংঘের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন ?
উত্তরঃ- জাতিসংঘের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন।
- ভার্সাই সন্ধিকে আর কী নামে অভিহিত করা হয় ?
উত্তরঃ- ভার্সাই সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ নামে অভিহিত করা হয়।
- ‘হোমরুল’ কথার অর্থ কী ?
উত্তরঃ- ‘হোমরুল’ কথার অর্থ স্বায়ত্তশাসন।
- বলকান অঞ্চল বলতে কী বোঝো ?
উত্তরঃ- বলকান অঞ্চল বলতে বোঝায় দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশগুলিকে।
- ‘বিশ্ব রাজনীতির তত্ত্ব’ (Weltpolitik) কে প্রচার করেন ?
উত্তরঃ- ‘বিশ্ব রাজনীতির তত্ত্ব’ প্রচার করেন জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।