Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The first state in India of production || উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে The first state in India of production || উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এইThe first state in India of production || উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
The first state in India of production || উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য
- ধান — পশ্চিমবঙ্গ।
- গম — উত্তরপ্রদেশ।
- ভুট্টা — মধ্যপ্রদেশ।
- মিলেট — মহারাষ্ট্র।
- মোট খাদ্যশস্য — উত্তরপ্রদেশ।
- সরিষা — রাজস্থান।
- মোট তৈলবীজ — মধ্যপ্রদেশ।
- ডাল — মধ্যপ্রদেশ।
- আখ — উত্তরপ্রদেশ।
- পাট — বাংলা।
- তুলা — গুজরাট।
- নারকেল — তামিলনাড়ু।
- আপেল — জম্মু ও কাশ্মীর।
- তামাক — অন্ধ্রপ্রদেশ।
- রবার — কেরালা।
- দুধ — উত্তরপ্রদেশ।
- ছাগল, ভেড়া — রাজস্থান।
- মহিষ — উত্তরপ্রদেশ।
- সামুদ্রিক মাছ — গুজরাট।
- কয়লা — ছড়িশগড়।
- লোহা — গোয়া।
- ম্যাঙ্গানিজ — কর্ণাটক।
- তামা — ঝাড়খণ্ড।
- চুনাপাথর — কর্ণাটক।
- ইউরেনিয়াম — ঝাড়খণ্ড।
- সোনা — কর্ণাটক।
- জিপসাম — রাজস্থান।
- বক্সাইট — ওড়িশা।
- অভ্র — বিহার।
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- ভারতীয় অরণ্যে কত সংখ্যক প্রজাতির কাঠ পাওয়া যায় ?
উওরঃ- 5000 প্রজাতির।
- স্টেস, পম্পাস ও সাভানা তৃণভূমির কোনটি ভারতে উপস্থিত ?
উওরঃ- কোনটিই নয়।
- স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয় ?
উওরঃ- 1952 সালে।
- The Forest Survey of India কবে স্থাপিত হয় ?
উওরঃ- 1981 সালে।
- ICFRE এর সম্পূর্ণ নাম কি ?
উওরঃ- Indian Council of Forestry Res and Education.
- Center of Social Forestry অবস্থিত ?
উওরঃ- এলাহাবাদে।
- বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?
উওরঃ- 13টি
- ভারতের গভীরতম বন্দর কোনটি ?
উওরঃ- পারাদ্বীপ বন্দর
- কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ?
উওরঃ- মহারাষ্ট্রে (48 টি)।
- উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ?
উওরঃ- জওহরলাল নেহেরু বন্দর।
- নিউম্যাঙ্গালাের বন্দর কোন উপকূলে অবস্থিত ?
উওরঃ- পশ্চিম উপকূলে।
- ‘ডলফিন নােজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ?
উওরঃ- বিশাখাপত্তনম বন্দর।
- কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ?
উওরঃ- পেট্রোলিয়াম।
- National Shipping Board কবে গঠিত হয়
উওরঃ- 1958 সালে।
- ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ?
উওরঃ- কোচিন।
- ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ?
উওরঃ- পাের্টব্লেয়ার।
- ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ?
উওরঃ- 200 এর অধিক
- ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ?
উওরঃ- ইন্দিরা গাঁধী খাল প্রকল্প।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।