উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য || The first state in India of production

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The first state in India of production || উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে The first state in India of production || উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এইThe first state in India of production || উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

The first state in India of production || উৎপাদনের বিচারে ভারতে প্রথম রাজ্য

  1. ধান — পশ্চিমবঙ্গ।
  2. গম — উত্তরপ্রদেশ।
  3. ভুট্টা — মধ্যপ্রদেশ।
  4. মিলেট — মহারাষ্ট্র।
  5. মোট খাদ্যশস্য — উত্তরপ্রদেশ।
  6. সরিষা — রাজস্থান।
  7. মোট তৈলবীজ — মধ্যপ্রদেশ।
  8. ডাল — মধ্যপ্রদেশ।
  9. আখ — উত্তরপ্রদেশ।
  10. পাট — বাংলা।
  11. তুলা — গুজরাট।
  12. নারকেল — তামিলনাড়ু।
  13. আপেল — জম্মু ও কাশ্মীর।
  14. তামাক — অন্ধ্রপ্রদেশ।
  15. রবার — কেরালা।
  16. দুধ — উত্তরপ্রদেশ।
  17. ছাগল, ভেড়া — রাজস্থান।
  18. মহিষ — উত্তরপ্রদেশ।
  19. সামুদ্রিক মাছ — গুজরাট।
  20. কয়লা — ছড়িশগড়।
  21. লোহা — গোয়া।
  22. ম্যাঙ্গানিজ — কর্ণাটক।
  23. তামা — ঝাড়খণ্ড।
  24. চুনাপাথর — কর্ণাটক।
  25. ইউরেনিয়াম — ঝাড়খণ্ড।
  26. সোনা — কর্ণাটক।
  27. জিপসাম — রাজস্থান।
  28. বক্সাইট — ওড়িশা।
  29. অভ্র — বিহার।



🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. ভারতীয় অরণ্যে কত সংখ্যক প্রজাতির কাঠ পাওয়া যায় ?

উওরঃ- 5000 প্রজাতির।

  1. স্টেস, পম্পাস ও সাভানা তৃণভূমির কোনটি ভারতে উপস্থিত ?

উওরঃ- কোনটিই নয়।

  1. স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয় ?

উওরঃ- 1952 সালে।

  1. The Forest Survey of India কবে স্থাপিত হয় ?

উওরঃ- 1981 সালে।

  1. ICFRE এর সম্পূর্ণ নাম কি ?

উওরঃ- Indian Council of Forestry Res and Education.

  1. Center of Social Forestry অবস্থিত ?

উওরঃ- এলাহাবাদে।

  1. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?

উওরঃ- 13টি

  1. ভারতের গভীরতম বন্দর কোনটি ?

উওরঃ- পারাদ্বীপ বন্দর

  1. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ?

উওরঃ- মহারাষ্ট্রে (48 টি)।

  1. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ?

উওরঃ- জওহরলাল নেহেরু বন্দর।

  1. নিউম্যাঙ্গালাের বন্দর কোন উপকূলে অবস্থিত ?

উওরঃ- পশ্চিম উপকূলে।

  1. ‘ডলফিন নােজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ?

উওরঃ- বিশাখাপত্তনম বন্দর।

  1. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ?

উওরঃ- পেট্রোলিয়াম।

  1. National Shipping Board কবে গঠিত হয়

উওরঃ- 1958 সালে।

  1. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ?

উওরঃ- কোচিন।

  1. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ?

উওরঃ- পাের্টব্লেয়ার।

  1. ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ?

উওরঃ- 200 এর অধিক

  1. ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ?

উওরঃ- ইন্দিরা গাঁধী খাল প্রকল্প।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।