Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The first published book of Bengali literature. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার বাংলা সাহিত্যের প্রথম প্রকাশিত গ্রন্থ (The first published book of Bengali literature) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের প্রথম প্রকাশিত গ্রন্থ (The first published book of Bengali literature) set. নিচে Bengali literature questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা সাহিত্যের প্রথম প্রকাশিত গ্রন্থ set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
বাংলা সাহিত্যের প্রথম প্রকাশিত গ্রন্থ (The first published book of Bengali literature):
- আদি বাংলা ছন্দ কোনটি?
উওরঃ- পয়ার
- আধুনিক বাংলা সাহিত্তের প্রথম কাব্য ও লেখক ?
উওরঃ- পদ্মিনী উপাখ্যান, রঙ্গলাল মুখোপাধ্যায়
- কল্লোল প্রকাশিত হয়-
উওরঃ- 1923
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উওরঃ- বাউণ্ডুলের আত্মকাহিনী
- কামান কোন দেশি শব্দ?
উওরঃ- ফরাসী
- কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
উওরঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- কোন গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
উওরঃ- নীলদর্পণ
- কোন বিদেশীর নাট্যচর্চায় বাংলা নাটকের সুত্রপাত হয়?
উওরঃ- হেরাসিম লেবেকেফ
- চর্যাপদে পদসংখ্যা কতটি?
উওরঃ- ৫১টি
- চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
উওরঃ- বৃন্দাবন দাস
- পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?
উওরঃ- ফকির গরীবুল্লাহ
- বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
উওরঃ- হরপ্রসাদ শাস্রী
- বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম_
উওরঃ- আলালের ঘরের দুলাল
- বাংলা ভাষায় রচিত প্রথম প্রনোয়পখ্যান ও লেখক ?
উওরঃ- ইউসুফ জুলেখা, শাহ মুহাম্মদ সগীর
- বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?
উওরঃ- দশম থেকে চতুর্দশ শতাব্দী
- বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে-
উওরঃ- প্রাকৃত
- বাংলা সাহিতের প্রথম আদিকবি কে?
উওরঃ- লুইপা
- বাংলা সাহিত্তের প্রথম মুদ্রিত গ্রন্থ ও লেখক?
উওরঃ- কথোপকথন, উইলিয়াম কেরি
- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
উওরঃ- দীনেশচন্দ্র সেনগুপ্ত
- বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ
উওরঃ- ৬৫০-১২০০
- বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উওরঃ- স্বর্ণকুমারী দেবী
- বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি ?
উওরঃ- মাহমুদা খাতুন
- বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
উওরঃ- বেতাল পঞ্চবিংশতি