TET Competitive Exam GK Questions Answers | Part-27

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি TET Competitive Exam GK Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে TET Competitive Exam GK Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই TET Competitive Exam GK Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

TET Competitive Exam GK Questions Answers

  1. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?

উত্তরঃ- কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ।

  1. নিখিল ভারত কৃষকসভা কবে স্থাপিত হয় ?

উত্তরঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে নিখিল ভারত কৃষকসভা স্থাপিত হয়।

  1. ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু।

  1. সুভাষচন্দ্র বসু কাকে কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেছিলেন ?

উত্তরঃ- গান্ধীজি সমর্থিত পট্টভি সিভারামাইয়াকে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন।

  1. সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হন ?

উত্তরঃ- ১৯৩৮ খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন।

  1. “In A Free State” কার লেখা ?

উত্তরঃ- ভি এস নাইপল।

  1. সাবমেরিন আবিষ্কার করেন ?

উত্তরঃ- কর্নেলিস ড্রেবেল

  1. কচ্ছ শব্দের অর্থ কী

উত্তরঃ- জলময় দেশ

  1. চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?

উত্তরঃ- ভুটান

  1. ল্যান্ড অফ কেকস কাকে বলা হয় ?

উত্তরঃ- স্কটল্যান্ড

  1. কলকাতা থেকে আগ্রা- প্রথম টেলিগ্রাফ লাইন পাতা হয়েছি কোন সালে ?

উত্তরঃ- ১৮৫৪ সালে

  1. হরপ্পা লিপিতে মোট কটি চিহ্ন আছে ?

উত্তরঃ- ৮৫৫ টি

  1. মৃছকটিকম কার লেখা ?

উত্তরঃ- শুদ্রক -এর

  1. FERA -এর পুরো কথা কী ?

উত্তরঃ- ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট (Foreign Exchange Regulation Act).

  1. যোজনা কমিশনের বিলোপ ঘটিয়ে কোন সংস্থা গড়ে তোলা হয়েছে ?

উত্তরঃ- নীতি আয়োগ।

  1. “India, that is Bharat, shall be a Union of States” সংবিধানের কোন ধারায় লেখা আছে ?

উত্তরঃ- ১ নম্বর ধারা

  1. দুন কাকে বলা হয় ?

উত্তরঃ- মধ্য হিমালয় ও শিবালিকের মধ্যবর্তী অংশের উপত্যকা অঞ্চল দুন নামে পরিচিত।

  1. সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম লেখো ?

উত্তরঃ- ধূপগড়

  1. সিন্ধুর বৃহত্তম উপনদীর নাম লেখো ?

উত্তরঃ- চেনাব

  1. কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত ?

উত্তরঃ- গুজরাটে।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।