সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় আইনবিভাগ ও বিচার বিভাগ | Switzerland Federal Legislature and Judiciary

সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় আইনবিভাগ ও বিচার বিভাগ | Switzerland Federal Legislature and Judiciary

■ প্রশ্ন:- সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় আইনবিভাগ আলোচনা করো। (Switzerland Federal Legislature and Judiciary).

■ উত্তর:- সুইজারল্যাণ্ডের জাতীয় আইনসভাকে বলা হয় ‘যুক্তরাষ্ট্রীয় সভা’ যা অধিকাংশ দেশের আইনসভার মত। সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় সভা দুটি কক্ষ নিয়ে গঠিত। ১৮৪৮ সালের সুইস সংবিধান মার্কিন ব্যবস্থার অনুকরণে আইনসভার দ্বিপরিষদীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এই যুক্তরাষ্ট্রীয় আইন সভার দুটি কক্ষের নাম হল ‘রাজ্য পরিষদ’এবং ‘জাতীয় পরিষদ’। রাজ্য পরিষদ হল উচ্চকক্ষ। এই কক্ষ ক্যান্টনগুলির প্রতিনিধিত্ব করে।

অপরদিকে, জাতীয় পরিষদ হল নিম্নকক্ষ। এই কক্ষটি হল জনসাধারণের প্রতিনিধিত্বমূলক। সুইজারল্যাণ্ডের রাজনীতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় আইনসভার গুরুত্ব ও তাৎপর্য সর্বাধিক। এখানে শাসন – বিভাগ ও বিচার-বিভাগের| তুলনায় যুক্তরাষ্ট্রীয় আইনসভার প্রাধান্য অনেক বেশী। সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় পরিষদের সদস্যদের এবং যুক্তরাষ্ট্রীয় ট্রাইব্যুনালের বিচারপতিদের নিযুক্ত করে যুক্তরাষ্ট্রীয় আইনসভা। যুক্তরাষ্ট্রীয় আইন সভা কর্তৃক প্রণীত আইনের উপর সুইজারল্যাণ্ডের রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ, করতে পারেন না বা সুইজারল্যাণ্ডের কোন আদালত এই আইনকে অসাংবিধানিক বলে বাতিল করতে পারে না। কিন্তু সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় আইনসভার ভূমিকা স্বৈরাচারমূলক নয়। সুইস যুক্তরাষ্ট্রীয় সভার উপর দেশের নাগরিকদের কার্যকর নিয়ন্ত্রণ অনস্বীকার্য। সুইস নাগরিকরা আইনসভার যে-কোন বিলকে গণভোটে বাতিল করে দিতে পারে। এভাবে জাতীয় আইনসভার বহু বিল জনসমর্থনের অভাবে গণভোটে বাতিল হয়ে গেছে।

■ সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগ। (Federal Judiciary of Switzerland).

■ উত্তর:- সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় আদালতের গঠন, বিচারপতিদের সংখ্যা, তাঁদের কার্যকাল ও বেতন প্রভৃতি নির্ধারিত হয় যুক্তরাষ্ট্রীয় আইনসভা কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে [১০৭ (২) ধারা]। ১৯৪৮ সালের আইনে যুক্তরাষ্ট্রীয় আদালত ২৬ থেকে ২৮ জন বিচারপতিকে নিয়ে গঠিত। বর্তমানে মোট বিচারপতির সংখ্যা হল ২৬ জন। তাছাড়া ১১ থেকে ১৩ জন অতিরিক্ত বিচারপতি থাকেন। স্থায়ী বিচারপতিদের অনুপস্থিতির সময় এঁরা বিচারকার্য সম্পাদন করেন। বর্তমানে অতিরিক্ত বিচারপতির সংখ্যা হল ১২ জন। যুক্তরাষ্ট্রীয় ট্রাইব্যুনালের সকল বিচারপতিকে নিযুক্ত করে যুক্তরাষ্ট্রীয় আইনসভা।

সুইজারল্যাণ্ডের যুক্তরাষ্ট্রীয় আদালতের ক্ষমতা ও ভূমিকা সম্পর্কে সংবিধানের ১০৩ ধারায় বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কে ন্যায়বিচারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে’। সুইস যুক্তরাষ্ট্রীয় ট্রাইব্যুনালের মূল এলাকা (original jurisdiction) এবং আপীল এলাকা (appellate jurisdiction) উভয় এলাকাই বর্তমান। এই আদালতের মূল এলাকার অন্তর্ভুক্ত মামলার মধ্যে দেওয়ানী, ফৌজদারি, প্রশাসনিক ও শাসনতান্ত্রিক মামলা বর্তমান।