Study with Environmental Science Question Answer in Bengali | Part-39

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Study with Environmental Science Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Study with Environmental Science Question Answer ||. এই Study with Environmental Science Question Answer || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Study with Environmental Science Question Answer

  1. দু’টি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?

উত্তর : প্রথমটি।

  1. বৃষ্টিপাত সাধারণত কত প্রকার?

উত্তর : চার প্রকার।

  1. জল দূষণের জন্য দায়ী-

উত্তর : শিল্প কারখানার বর্জ্য পদার্থ, শহর ও গ্রামের ময়লা আবর্জনা এবং জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক।

  1. ‘লা নিনা’ কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কী বোঝায়?

উত্তর : স্পেনীয় : দুরন্ত বালিকা। প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা।

  1. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-



উত্তর : ১০৫ ডিবি।

  1. প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার জন্য সবচেয়ে বেশি দায়ী কে?

উত্তর : কারখানা এবং যানবাহন।

  1. পরিবেশের কোন দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে?

উত্তর : শব্দ দূষণ।

  1. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-

উত্তর : গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়।

  1. কোন জ্বালানী পোড়ালে প্রধানত সালফার-ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?

উত্তর : ডিজেল।

  1. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হল-

উত্তর : কার্বন মনো অক্সাইড।

  1. যানবাহনের কালো ধোঁয়া কীভাবে পরিবেশ দূষিত করে?

উত্তর : বাতাসে কার্বন মনো অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে।

  1. কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

উত্তর : ২৫ শতাংশ।

  1. দুই স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের চেয়ে বায়ু দূষণ হয়-

উত্তর : বেশি।

  1. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?

উত্তর : প্রাকৃতিক পরিবেশ।

  1. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি?

উত্তর : বৃহস্পতি।

  1. বায়ুমণ্ডলের যে স্তরে ওজোনস্তর রয়েছে-

উত্তর : স্ট্র্যাটোমণ্ডল।

  1. কোনটি বায়ুর উপাদান?

উত্তর : নাইট্রোজেন।

  1. জোয়ার ভাটার প্রধান কারণ-

উত্তর : চাঁদের আকর্ষণ।

  1. উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনে-

উত্তর : কুয়াশা ও ঝড় হয়।

  1. জোয়ার-ভাটার তেজকাটাল কখন হয়?

উত্তর : অমাবস্যায়।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।