স্ট্যাটিক জিকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ | Static GK Question Answers MCQ

স্ট্যাটিক জিকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ | Static GK Question Answers MCQ

1. ম্যাগিনোট লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমারেখ?
(a) ভারত ও চিন
(b) ফ্রান্স ও জার্মানি
(c) আমেরিকা ও কানাডা
(d) ফ্রান্স অফ পোলান্ড

উত্তর:- (b) ফ্রান্স ও জার্মানি

2. বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় যখন?
(a) সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটে
(b) প্রযুক্ত বল থেকে কোন সরণ হয় না
(c) সরণ প্রযুক্ত বলের সাথে লম্বভাবে হয়
(d) সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে

উত্তর:- (d) সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে

3. বিশাখাপত্তনম বন্দর টি কোথায় অবস্থিত?
(a) কর্ণাটক
(b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(c) পশ্চিমবঙ্গ
(d) অন্ধ্রপ্রদেশ

উত্তর:- (d) অন্ধ্রপ্রদেশ

4. Synonym of “Annoy” is –
(a)  please
(b) charm
(c) oblige
(d) anger

উত্তর:- (d) anger

5. Malaysia এর রাজধানীর নাম কি?
(a) বার্লিন
(b) থিম্পু
(c) দোহা
(d) কুয়ালালামপুর

উত্তর:- (d) কুয়ালালামপুর

6. শান্ত মন্ডল বলা হয়?
(a) ট্রোপোস্ফিয়ার
(b) স্ট্রাটোস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) মেসস্ফিয়ার

উত্তর:- (b) স্ট্রাটোস্ফিয়ার

7. নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ?
(a) প্রথম শ্রেণী
(b) দ্বিতীয় শ্রেণী
(c) তৃতীয় শ্রেণী
(d) কোনোটিই নয়

উত্তর:- (b) দ্বিতীয় শ্রেণী

8. City of Sky Scrapers বলা হয়?
(a) কলকাতা
(b) বেলজিয়াম
(c) আফ্রিকা
(d) নিউইয়র্ক

উত্তর:- (d) নিউইয়র্ক

9. মুলের লম্বা চুলের মত কোশগুলিকে বলা হয় –
(a) রুট নেল
(b) রুট হেয়ার
(c) রুট ভিলি
(d) রুট ট্যাকাইভস

উত্তর:- (b) রুট হেয়ার

10. অপরাজিতা দেবী করা ছদ্মনাম?
(a) চারুচন্দ্র চক্রবর্তী
(b) রাধারানী দেবী
(c) সুনীল গঙ্গোপাধ্যায়
(d) গৌরকিশোর ঘোষ

উত্তর:- (b) রাধারানী দেবী।