Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি State Legislature and State Administration Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাজ্য আইনসভা ও রাজ্য প্রশাসন সংক্রান্ত প্রশ্নোত্তর | State Legislature and State Administration Questions Answers ||. এই রাজ্য আইনসভা ও রাজ্য প্রশাসন সংক্রান্ত প্রশ্নোত্তর | State Legislature and State Administration Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
রাজ্য আইনসভা ও রাজ্য প্রশাসন সংক্রান্ত প্রশ্নোত্তর | State Legislature and State Administration Questions Answers
- রাজ্যপালকে কে নিয়োগ করেন?
উঃ রাষ্ট্রপতি।
- রাজ্যপালের কার্যকাল কার সন্তুষ্টির ওপর নির্ভরশীল?
উঃ রাষ্ট্রপতির।
- রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উঃ রাজ্যপাল।
- রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে?
উঃ মুখ্যমন্ত্রী।
- পশ্চিমবঙ্গ সরকারের নিয়মতান্ত্রিক শাসকপ্রধান কে?
উঃ রাজ্যপাল।
- রাজ্য বিধানসভা কে ভেঙে দিতে পারেন?
উঃ রাজ্যপাল
- পশ্চিমবঙ্গ সরকারি কৃত্যকের কমিশনেরর সদস্যদের কে নিয়োগ করেন?
উঃ ভারতের রাষ্ট্রপতি।
- তত্ত্বগতভাবে অঙ্গরাজ্যের প্রধান কে?
উঃ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
- রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকেন?
উঃ রাষ্ট্রপতির কাছে।
- রাজ্যপালকে ‘স্বর্ণপিঞ্জরে আবদ্ধ পক্ষী’ বলে কে অভিহিত করেছেন?
উঃ সরোজিনী নাইডু।
- তত্ত্বগতভাবে অঙ্গরাজ্যের প্রধান শাসক কে?
উঃ রাজ্যপাল।
- অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?
উঃ মুখ্যমন্ত্রী।
- রাজ্যপালের সাধারণ কার্যকালের মেয়াদ কত?
উঃ ৫ বছর।
- রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা ও ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে?
উঃ রাজ্যপাল।
- কার সম্মতি ছাড়া আইনসভায় কোনো ব্যয় বরাদ্দের দাবি অথবা অর্থবিল পেশ করা যায় না?
উঃ রাজ্যপাল।
- রাজ্যপালের এমন একটি ক্ষমতার উল্লেখ করো যা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলিতে দেখা যায় না?
উঃ স্বেচ্ছাধীন ক্ষমতা।
- রাজ্যের মন্ত্রীরা কিভাবে নিযুক্ত হন?
উঃ মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে(রাজ্যপাল কর্তৃক)।
- দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দুটি রাজ্যের নাম লেখ।
উঃ জম্মু ও কাশ্মীর ও উত্তরপ্রদেশ।
- রাজ্য আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয়?
উঃ বিধান পরিষদ।
- পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমানে (২০১৮) নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উঃ ২৯৪।
- সংবিধান আনুযায়ী ভারতের কোন অঙ্গরাজ্যের বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে?
উঃ ৫০০ জন।
- বিধানসভার সদস্যপদপ্রার্থীর নূন্যতম বয়সসীমা কত?
উঃ ২৫ বছর।
- রাজ্য বিধানসভার কোন বিলকে আইনে পরিণত হতে হলে তাতে কার স্বাক্ষর আবশ্যক?
উঃ রাজ্যপালের।
- বিধানসভার স্পীকার কখন নির্ণায়ক ভোট দিতে পারে?
উঃ বিধানসভায় কোনো প্রস্তাবের পক্ষে – বিপক্ষে সমান ভোট পড়লে।
- পণ্ডিচেরি ও সিকিমের বিধানসভার সদস্য সংখ্যা কত?
উঃ ৩০ এবং ৩২।
- বিধানসভার অধ্যক্ষের বেতন ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়?
উঃ রাজ্যের সঞ্চিত তহবিল থেকে।
- বিধান পরিষদের যিনি সভা পরিচালনা করেন তাকে কি বলা হয়?
উঃ সভাপতি।
- রাজ্য প্রসাশনের শীর্ষে কে আছেন?
উঃ রাজ্যপাল।
- রাজ্য সচিবালয়ের শীর্ষে কে থাকেন?
উঃ মুখ্যসচিব।
- মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা কে?
উঃ রাজ্যের মুখ্যসচিব।
- রাজ্য প্রসাশনের কেন্দ্রবিন্দু কোনটি?
উঃ জেলা প্রশাসন।
- জেলাশাসক কে নিয়োগ করেন?
উঃ রাজ্য সরকার।
- কোন ধারায় অঙ্গরাজ্যের রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের অপসারণের কথা বলা হয়ছে?
উঃ ৩১৫(১) নং ধারায়।
- S.D.O.- এর পুরো নাম কি?
উঃ Sub-Divisional Officer.
- ক্ষুদে জেলাশাসক কাকে বলা হয়?
উঃ মহকুমাশাসককে।
- জেলা প্রশাসনের পরবর্তী স্তরের নাম কি?
উঃ মহকুমা প্রশাসন।
- জেলা প্রশাসনের পিতা মাতা কে?
উঃ জেলা কালেক্টর বা ডেপুটি কমিশনার বা জেলাশাসক।
- জেলা প্রশাসনের শীর্ষে কে আছেন?
উঃ জেলাশাসক।
- মহকুমার প্রধান কে?
উঃ মহকুমাশাসক।
- ব্লকের প্রধান কে?
উঃ ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও।
- পশ্চিমবঙ্গের জেলাগুলিকে কটি ভাগে ভাগ করা যায়?
উঃ ৫ ভাগে।
- কোন বিভাগের প্রধানকে কি বলে?
উঃ বিভাগীয় কমিশনার।
- ব্লক কি নিয়ে গঠিত হয়?
উঃ কয়েকটি গ্রাম নিয়ে।
- রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা কে ঠিক করেন?
উঃ রাজ্যপাল।
- রাজ্য রাষ্ট্রকৃত্যক কর্মচারীদের চাকরির শর্তাদির নির্ধারণের প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করেন?
উঃ রাজ্য আইনসভা।
- কলকাতা কি জাতীয় জেলা?
উঃ নগরজেলা।
- মুখ্যসচিবকে কি বলা হয়?
উঃ মন্ত্রীর বন্ধু, দার্শনিক ও পরামর্শদাতা।
- পশ্চিমবঙ্গে কবে থেকে ভূমি সংস্কারের কাজ শুরু হয়?
উঃ ১৯৭৭ সাল থেকে।
- ব্লক তৈরির সিদ্ধান্ত কত সালে কোন কর্মসূচীর অধীনে নেওয়া হয়?
উঃ ১৯৫২ সালে।
- অঙ্গরাজ্যের রাজ্যপাল হতে হলে নূন্যতম কত বছর বয়স হতে হয়
উঃ ৩৫ বছর।
- কার পরামর্শে রাজ্যপাল রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান ও স্থগিত রাখতে পারেন?
উঃ মুখ্যমন্ত্রীর।
- ক্যাবিনেট মন্ত্রী কাদের বলা হয়?
উঃ মন্ত্রীসভার সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের।
- বিধানসভার নেতা কে?
উঃ সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী।
- রাজ্য মন্ত্রীসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন?
উঃ সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী।
- রাজ্যপালের সঙ্গে মন্ত্রীসভার যোগসূত্র কে রক্ষা করেন?
উঃ মুখ্যমন্ত্রী।
- পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারকদের কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়?
উঃ ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং কলেজে।
- রাজ্যের আইনসভা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারে?
উঃ ৩২১ নং ধারা।
- রাজ্য প্রশাসন ব্যবস্থার সর্বিনিম্ন এককের নাম কি?
উঃ ব্লক।
- পশ্চিমবঙ্গের আইনসভার দ্বিতীয় কক্ষটি কবে বিলোপ করা হয়েছে?
উঃ ১৯৬৯ সালে।
- রাজ্যপাল কতজন ইঙ্গ-ভারতীয় সদস্যকে পশ্চিমবঙ্গের বিধানসভায় মনোনীত করতে পারেন?
উঃ একজন
- বছরে কতবার বিধানসভার অধিবেশন আহ্বান করতে হয়?
উঃ অন্তত দুইবার।
- বিধানসভার দুটি অধিবেশনের সর্বাধিক কতদিনের ব্যবধান থাকতে পারে?
উঃ ছয় মাসের।
- রাজ্যের ক্যাবিনেট তোরণের প্রধান স্তম্ভ কাকে বলা হয়?
উঃ মুখ্যমন্ত্রীকে।
- দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে কি বলা হয়?
উঃ বিধানমণ্ডলী।
- কত নম্বর ধারা অনুযায়ী লোকসভা আইন পাশ করে কোন রাজ্যের বিধান পরিষদ তৈরি করতে ও লোপ করতে পারে?
উঃ ১৬৯ নং ধারা।
- বিধান পরিষদে কতজন মনোনীত সদস্য থাকতে পারেন?
উঃ এক-ষষ্ঠাংশ।
- বিধান পরিষদের সদস্য কিভাবে নির্বাচিত হন?
উঃ পরোক্ষভাবে।
- বিধান পরিষদে কোন বিল উত্থাপন করা যায় না?
উঃ অর্থবিল।
- বিধানসভায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত আসনের মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে?
উঃ ২০২০ সালের ২৫ শে জানুয়ারি।
- বিধানসভার কার্যকালের মেয়াদ কখন বৃদ্ধি পেতে পারে?
উঃ জরুরি অবস্থা জারি থাকাকালীন।
- বিধানসভায় কে সভাপতিত্ব করেন?
উঃ অধ্যক্ষ।
- অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কাদের মধ্যে নির্বাচিত হয়?
উঃ বিধানসভার সদস্যদের মধ্যে।
- রাজ্যের মন্ত্রীসভাকে কার কাছে দ্বায়িত্বশীল থাকতে হয়?
উঃ রাজ্য বিধানসভা।
- কোনো বিধায়ককে তার পদত্যাগ পত্র কার কাছে জমা দিতে হয়?
উঃ অধ্যক্ষের কাছে।
- বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের কে নিয়োগ করেন?
উঃ বিধানসভার অধ্যক্ষ বা স্পীকার।
- বিধানসভার কো্ন সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না?
উঃ মনোনীত সদস্যরা।
- রাজ্য মন্ত্রীসভার কার্যকাল কাদের উপর নির্ভরশীল?
উঃ বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ওপর।
- কোন বিষয়ের নিরিখে রাজ্যপালকে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক শাসক বলা যায় না?
উঃ স্বেচ্ছাধীন ক্ষমতা প্র্যোগের নিরিখে।
- কার্যকালের মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে?
উঃ দুই মাস আগে।
- রাজ্যপাল কর্তৃক জারি করা জরুরি আইন কতদিন বলবৎ থাকতে পারে?
উঃ আইনসভার অধিবেশন শুরু হওয়া থেকে ছয় সপ্তাহ পর্যন্ত।
- মুখ্যসচিবকে কে নিয়োগ করেন?
উঃ মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল।
- রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের প্রধান কে?
উঃ মুখ্যসচিব।
- কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সেতু কে?
উঃ মুখ্যসচিব।
- দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষটির নাম কি?
উঃ বিধান পরিষদ।
- রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে?
উঃ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল।
- বিহারের আইনসভা ক-কক্ষ বিশিষ্ট আইনসভা?
উঃ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা।
- জেলার রিটার্নিং অফিসার কে?
উঃ জেলাশাসক
- মহকুমা শাসক কি কি দ্বায়িত্ব পালন করেন?
উঃ শাসনবিভাগীয় এবং বিচারবিভাগীয়।
- পশ্চিমবঙ্গের বড় মহকুমা কোনটি?
উঃ ব্যারাকপুর।
- রাজ্য প্রশাসনের অরাজনৈতিক প্রধান কে?
উঃ মুখ্যসচিব।
- রাজ্য প্রশাসনের আমলাতান্ত্রিক প্রধান কে?
উঃ মুখ্যসচিব।
- ‘District Administration’ গ্রন্থের লেখক কে?
উঃ এস আর মাহেশ্বরী।
- রাজ্যের শাসনতান্ত্রিক বিভাগীয় প্রধান কে?
উঃ সচিব।
- কাকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা বলা হয়?
উঃ মুখ্যসচিবকে।
- মুখ্যসচিব কার দ্বারা মনোনীত হন?
উঃ মুখ্যমন্ত্রী।
- রাজ্যের নীতি নির্ধারণকারী সংগঠন কোনটি?
উঃ সচিবালয়।
- রাজ্যের নীতি রূপায়নকারী সংস্থা কোনটি?
উঃ অধিকর্তা কার্যালয়।
- রাজ্য বিধানসভার প্রারম্ভিক অধিবেশন কে আরম্ভ করেন?
উঃ রাজ্যপাল।
- প্রকৃতিগত বিচারে পশ্চিমবঙ্গের জেলাগুলি কত প্রকারের?
উঃ ৫ প্রকারের।
- বিভাগীয় কমিশনারকে কে নিয়োগ করেন?
উঃ মুখ্যমন্ত্রীর অনুমোদনক্রমে মুখ্যসচিব।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।