রাজ্য আইনসভা ও রাজ্য প্রশাসন সংক্রান্ত প্রশ্নোত্তর | State Legislature and State Administration Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি State Legislature and State Administration Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাজ্য আইনসভা ও রাজ্য প্রশাসন সংক্রান্ত প্রশ্নোত্তর | State Legislature and State Administration Questions Answers ||. এই রাজ্য আইনসভা ও রাজ্য প্রশাসন সংক্রান্ত প্রশ্নোত্তর | State Legislature and State Administration Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

রাজ্য আইনসভা ও রাজ্য প্রশাসন সংক্রান্ত প্রশ্নোত্তর | State Legislature and State Administration Questions Answers

  1. রাজ্যপালকে কে নিয়োগ করেন?

উঃ রাষ্ট্রপতি।

  1. রাজ্যপালের কার্যকাল কার সন্তুষ্টির ওপর নির্ভরশীল?

উঃ রাষ্ট্রপতির।

  1. রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?

উঃ রাজ্যপাল।

  1. রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে?

উঃ মুখ্যমন্ত্রী।

  1. পশ্চিমবঙ্গ সরকারের নিয়মতান্ত্রিক শাসকপ্রধান কে?

উঃ রাজ্যপাল।

  1. রাজ্য বিধানসভা কে ভেঙে দিতে পারেন?

উঃ রাজ্যপাল



  1. পশ্চিমবঙ্গ সরকারি কৃত্যকের কমিশনেরর সদস্যদের কে নিয়োগ করেন?

উঃ ভারতের রাষ্ট্রপতি।

  1. তত্ত্বগতভাবে অঙ্গরাজ্যের প্রধান কে?

উঃ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল

  1. রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকেন?

উঃ রাষ্ট্রপতির কাছে।

  1. রাজ্যপালকে ‘স্বর্ণপিঞ্জরে আবদ্ধ পক্ষী’ বলে কে অভিহিত করেছেন?

উঃ সরোজিনী নাইডু।

  1. তত্ত্বগতভাবে অঙ্গরাজ্যের প্রধান শাসক কে?

উঃ রাজ্যপাল।

  1. অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?

উঃ মুখ্যমন্ত্রী।

  1. রাজ্যপালের সাধারণ কার্যকালের মেয়াদ কত?

উঃ ৫ বছর।

  1. রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা ও ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে?

উঃ রাজ্যপাল।

  1. কার সম্মতি ছাড়া আইনসভায় কোনো ব্যয় বরাদ্দের দাবি অথবা অর্থবিল পেশ করা যায় না?

উঃ রাজ্যপাল।

  1. রাজ্যপালের এমন একটি ক্ষমতার উল্লেখ করো যা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলিতে দেখা যায় না?

উঃ স্বেচ্ছাধীন ক্ষমতা।

  1. রাজ্যের মন্ত্রীরা কিভাবে নিযুক্ত হন?

উঃ মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে(রাজ্যপাল কর্তৃক)।

  1. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দুটি রাজ্যের নাম লেখ।

উঃ জম্মু ও কাশ্মীর ও উত্তরপ্রদেশ।

  1. রাজ্য আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয়?

উঃ বিধান পরিষদ।

  1. পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমানে (২০১৮) নির্বাচিত সদস্য সংখ্যা কত?

উঃ ২৯৪।

  1. সংবিধান আনুযায়ী ভারতের কোন অঙ্গরাজ্যের বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে?

উঃ ৫০০ জন।

  1. বিধানসভার সদস্যপদপ্রার্থীর নূন্যতম বয়সসীমা কত?

উঃ ২৫ বছর।

  1. রাজ্য বিধানসভার কোন বিলকে আইনে পরিণত হতে হলে তাতে কার স্বাক্ষর আবশ্যক?

উঃ রাজ্যপালের।

  1. বিধানসভার স্পীকার কখন নির্ণায়ক ভোট দিতে পারে?

উঃ বিধানসভায় কোনো প্রস্তাবের পক্ষে – বিপক্ষে সমান ভোট পড়লে।

  1. পণ্ডিচেরি ও সিকিমের বিধানসভার সদস্য সংখ্যা কত?

উঃ ৩০ এবং ৩২।

  1. বিধানসভার অধ্যক্ষের বেতন ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়?

উঃ রাজ্যের সঞ্চিত তহবিল থেকে।

  1. বিধান পরিষদের যিনি সভা পরিচালনা করেন তাকে কি বলা হয়?

উঃ সভাপতি।

  1. রাজ্য প্রসাশনের শীর্ষে কে আছেন?

উঃ রাজ্যপাল।

  1. রাজ্য সচিবালয়ের শীর্ষে কে থাকেন?

উঃ মুখ্যসচিব।

  1. মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা কে?

উঃ রাজ্যের মুখ্যসচিব।

  1. রাজ্য প্রসাশনের কেন্দ্রবিন্দু কোনটি?

উঃ জেলা প্রশাসন।

  1. জেলাশাসক কে নিয়োগ করেন?

উঃ রাজ্য সরকার।

  1. কোন ধারায় অঙ্গরাজ্যের রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের অপসারণের কথা বলা হয়ছে?

উঃ ৩১৫(১) নং ধারায়।

  1. S.D.O.- এর পুরো নাম কি?

উঃ Sub-Divisional Officer.

  1. ক্ষুদে জেলাশাসক কাকে বলা হয়?

উঃ মহকুমাশাসককে।

  1. জেলা প্রশাসনের পরবর্তী স্তরের নাম কি?

উঃ মহকুমা প্রশাসন।

  1. জেলা প্রশাসনের পিতা মাতা কে?

উঃ জেলা কালেক্টর বা ডেপুটি কমিশনার বা জেলাশাসক।

  1. জেলা প্রশাসনের শীর্ষে কে আছেন?

উঃ জেলাশাসক।

  1. মহকুমার প্রধান কে?

উঃ মহকুমাশাসক।

  1. ব্লকের প্রধান কে?

উঃ ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও।

  1. পশ্চিমবঙ্গের জেলাগুলিকে কটি ভাগে ভাগ করা যায়?

উঃ ৫ ভাগে।

  1. কোন বিভাগের প্রধানকে কি বলে?

উঃ বিভাগীয় কমিশনার।

  1. ব্লক কি নিয়ে গঠিত হয়?

উঃ কয়েকটি গ্রাম নিয়ে।

  1. রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা কে ঠিক করেন?

উঃ রাজ্যপাল।

  1. রাজ্য রাষ্ট্রকৃত্যক কর্মচারীদের চাকরির শর্তাদির নির্ধারণের প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করেন?

উঃ রাজ্য আইনসভা।

  1. কলকাতা কি জাতীয় জেলা?

উঃ নগরজেলা।

  1. মুখ্যসচিবকে কি বলা হয়?

উঃ মন্ত্রীর বন্ধু, দার্শনিক ও পরামর্শদাতা।

  1. পশ্চিমবঙ্গে কবে থেকে ভূমি সংস্কারের কাজ শুরু হয়?

উঃ ১৯৭৭ সাল থেকে।

  1. ব্লক তৈরির সিদ্ধান্ত কত সালে কোন কর্মসূচীর অধীনে নেওয়া হয়?

উঃ ১৯৫২ সালে।

  1. অঙ্গরাজ্যের রাজ্যপাল হতে হলে নূন্যতম কত বছর বয়স হতে হয়

উঃ ৩৫ বছর।

  1. কার পরামর্শে রাজ্যপাল রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান ও স্থগিত রাখতে পারেন?

উঃ মুখ্যমন্ত্রীর।

  1. ক্যাবিনেট মন্ত্রী কাদের বলা হয়?

উঃ মন্ত্রীসভার সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের।

  1. বিধানসভার নেতা কে?

উঃ সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী।

  1. রাজ্য মন্ত্রীসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন?

উঃ সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী।

  1. রাজ্যপালের সঙ্গে মন্ত্রীসভার যোগসূত্র কে রক্ষা করেন?

উঃ মুখ্যমন্ত্রী।

  1. পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারকদের কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়?

উঃ ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং কলেজে।

  1. রাজ্যের আইনসভা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারে?

উঃ ৩২১ নং ধারা।

  1. রাজ্য প্রশাসন ব্যবস্থার সর্বিনিম্ন এককের নাম কি?

উঃ ব্লক।

  1. পশ্চিমবঙ্গের আইনসভার দ্বিতীয় কক্ষটি কবে বিলোপ করা হয়েছে?

উঃ ১৯৬৯ সালে।

  1. রাজ্যপাল কতজন ইঙ্গ-ভারতীয় সদস্যকে পশ্চিমবঙ্গের বিধানসভায় মনোনীত করতে পারেন?

উঃ একজন

  1. বছরে কতবার বিধানসভার অধিবেশন আহ্বান করতে হয়?

উঃ অন্তত দুইবার।

  1. বিধানসভার দুটি অধিবেশনের সর্বাধিক কতদিনের ব্যবধান থাকতে পারে?

উঃ ছয় মাসের।

  1. রাজ্যের ক্যাবিনেট তোরণের প্রধান স্তম্ভ কাকে বলা হয়?

উঃ মুখ্যমন্ত্রীকে।

  1. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে কি বলা হয়?

উঃ বিধানমণ্ডলী।

  1. কত নম্বর ধারা অনুযায়ী লোকসভা আইন পাশ করে কোন রাজ্যের বিধান পরিষদ তৈরি করতে ও লোপ করতে পারে?

উঃ ১৬৯ নং ধারা।

  1. বিধান পরিষদে কতজন মনোনীত সদস্য থাকতে পারেন?

উঃ এক-ষষ্ঠাংশ।

  1. বিধান পরিষদের সদস্য কিভাবে নির্বাচিত হন?

উঃ পরোক্ষভাবে।

  1. বিধান পরিষদে কোন বিল উত্থাপন করা যায় না?

উঃ অর্থবিল।

  1. বিধানসভায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত আসনের মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে?

উঃ ২০২০ সালের ২৫ শে জানুয়ারি।

  1. বিধানসভার কার্যকালের মেয়াদ কখন বৃদ্ধি পেতে পারে?

উঃ জরুরি অবস্থা জারি থাকাকালীন।

  1. বিধানসভায় কে সভাপতিত্ব করেন?

উঃ অধ্যক্ষ।

  1. অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কাদের মধ্যে নির্বাচিত হয়?

উঃ বিধানসভার সদস্যদের মধ্যে।

  1. রাজ্যের মন্ত্রীসভাকে কার কাছে দ্বায়িত্বশীল থাকতে হয়?

উঃ রাজ্য বিধানসভা।

  1. কোনো বিধায়ককে তার পদত্যাগ পত্র কার কাছে জমা দিতে হয়?

উঃ অধ্যক্ষের কাছে।

  1. বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের কে নিয়োগ করেন?

উঃ বিধানসভার অধ্যক্ষ বা স্পীকার।

  1. বিধানসভার কো্ন সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না?

উঃ মনোনীত সদস্যরা।

  1. রাজ্য মন্ত্রীসভার কার্যকাল কাদের উপর নির্ভরশীল?

উঃ বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ওপর।

  1. কোন বিষয়ের নিরিখে রাজ্যপালকে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক শাসক বলা যায় না?

উঃ স্বেচ্ছাধীন ক্ষমতা প্র্যোগের নিরিখে।

  1. কার্যকালের মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে?

উঃ দুই মাস আগে।

  1. রাজ্যপাল কর্তৃক জারি করা জরুরি আইন কতদিন বলবৎ থাকতে পারে?

উঃ আইনসভার অধিবেশন শুরু হওয়া থেকে ছয় সপ্তাহ পর্যন্ত।

  1. মুখ্যসচিবকে কে নিয়োগ করেন?

উঃ মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল।

  1. রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের প্রধান কে?

উঃ মুখ্যসচিব।

  1. কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সেতু কে?

উঃ মুখ্যসচিব।

  1. দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষটির নাম কি?

উঃ বিধান পরিষদ।

  1. রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে?

উঃ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল।

  1. বিহারের আইনসভা ক-কক্ষ বিশিষ্ট আইনসভা?

উঃ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা।

  1. জেলার রিটার্নিং অফিসার কে?

উঃ জেলাশাসক

  1. মহকুমা শাসক কি কি দ্বায়িত্ব পালন করেন?

উঃ শাসনবিভাগীয় এবং বিচারবিভাগীয়।

  1. পশ্চিমবঙ্গের বড় মহকুমা কোনটি?

উঃ ব্যারাকপুর।

  1. রাজ্য প্রশাসনের অরাজনৈতিক প্রধান কে?

উঃ মুখ্যসচিব।

  1. রাজ্য প্রশাসনের আমলাতান্ত্রিক প্রধান কে?

উঃ মুখ্যসচিব।

  1. ‘District Administration’ গ্রন্থের লেখক কে?

উঃ এস আর মাহেশ্বরী।

  1. রাজ্যের শাসনতান্ত্রিক বিভাগীয় প্রধান কে?

উঃ সচিব।

  1. কাকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা বলা হয়?

উঃ মুখ্যসচিবকে।

  1. মুখ্যসচিব কার দ্বারা মনোনীত হন?

উঃ মুখ্যমন্ত্রী।

  1. রাজ্যের নীতি নির্ধারণকারী সংগঠন কোনটি?

উঃ সচিবালয়।

  1. রাজ্যের নীতি রূপায়নকারী সংস্থা কোনটি?

উঃ অধিকর্তা কার্যালয়।

  1. রাজ্য বিধানসভার প্রারম্ভিক অধিবেশন কে আরম্ভ করেন?

উঃ রাজ্যপাল।

  1. প্রকৃতিগত বিচারে পশ্চিমবঙ্গের জেলাগুলি কত প্রকারের?

উঃ ৫ প্রকারের।

  1. বিভাগীয় কমিশনারকে কে নিয়োগ করেন?

উঃ মুখ্যমন্ত্রীর অনুমোদনক্রমে মুখ্যসচিব।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।