Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর
- পরিবেশ কাকে বলে?
উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে পরিবেশ বলে।
অন্যভাবে বলা যায়- আমাদের চারপাশের মাটি, জল, জঙ্গল, মরুভুমি, সমুদ্র, পাহাড়-পর্বত সেখানকার আলো, বাতাস, অন্ধকার এবং আমাদের প্রতিবেশী পশু-পাখী, কীট পতঙ্গ, জীবজন্তু, জীবানু, উদ্ভিদ এবং মানুষ – এদের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে আমাদের যে পরিবেষ্টনী বা মাধ্যম তাকে পরিবেশ বলে।
- পরিবেশ পাঠের মূল প্রয়োজনীয়তা কী?
উঃ পরিবেশ পাঠের দ্বারা আমরা পরিবেশের বিভিন্ন ঘটকের ক্রিয়াপদ্ধতি জানতে পারি, বিভিন্ন পরিবেশগত ক্ষয়ক্ষতি এড়াতে পারি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হতে পারি।
- পরিবেশের উপাদানগুলি কী কী?
উঃ পরিবেশের উপাদানগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। অজৈব উপাদান যথা – জল, আলোক, মৃত্তিকা প্রভৃতি এবং জৈবিক উপাদান যথা– উদ্ভিদ, প্রাণী ও অনুজীব।
- মৃত্তিকার প্রধান প্রধান উপাদানগুলি কী কী?
উঃ খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু এবং ক্ষুদ্র জীবকুল।
- হিউমাস কাকে বলে?
উঃ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাংশের গলিত পচিত অংশ ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতির দ্বারা বিঘটিত হয়ে মাটির সঙ্গে মিশে একটি কালো বর্নের মৃত্তিকা সৃষ্টি করে। একে হিউমাস বলে। এর উপস্থিত মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়।
- ভূ-মণ্ডলের মৃত্তিকা কয়টি স্তরে বিভক্ত কী কী?
উঃ পাঁচটি হরাইজন বা স্তরে বিভক্ত। এগুলি হল – O, A, B, C, এবং R।
- অবশিষ্ট মৃত্তিকা কাকে বলে?
উঃ মাতৃপ্রস্তর খণ্ড থেকে উৎপন্ন হয়ে মৃত্তিকা যখন সেই প্রস্তরখণ্ডের উপরেই অবস্থান করে এবং পরিবাহিত হয়ে অন্যস্থানে যায় না তাকে অবশিষ্ট মৃত্তিকা বলে।
- গঠন অনুসারে মৃত্তিকাকে কি কি ভাগে ভাগ করা যায়?
উঃ চার ভাগে। বেলে মাটি, দোঁয়াশ মাটি, পলিমাটি এবং এঁটেল মাটি।
- ইউনিভার্সাল সলভেন্ট বা মহাদ্রাবক কাকে বলে?
উঃ জলকে। কারণ এর মধ্যে বেশীরভাগ দ্রাবগুলি দ্রবীভূত হতে পারে।
- জীবদেহের কত অংশ জল দ্বারা তৈরী ?
উঃ প্রায় ৭০ শতাংশ।
- বৃষ্টিপাত কী কী পদ্ধতিতে হতে পারে?
উঃ Rain, Snow, Hail, Sleet ইত্যাদি পদ্ধতিতে।
- কোষের সমস্ত নির্দেশের গুদামঘর কাকে বলে?
উঃ DNA কে।
- পৃথিবীতে কোন জাতীয় প্রাণীর সংখ্যা অত্যন্ত দ্রুত হারে কমছে?
উঃ পাখির সংখ্যা।
- আলোক শক্তিকে উদ্ভিদ খাদ্যের মধ্যে কোন শক্তিরূপে সঞ্চিত রাখে?
উঃ রাসায়নিক শক্তিরূপে।
- ‘B’ হরাইজন কোন বর্ণের মৃত্তিকা দ্বারা গঠিত?
উঃ কালো বর্ণের।
- কোন হরাইজনে জলের স্তর দেখা যায়?
উঃ R হরাইজনে।
- কোন মাটিতে বালি ও পলির পরিমাণ প্রায় সমান?
উঃ দোঁয়াশ মাটিতে।
- বায়ুতে উপস্থিত জলের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উঃ হাইগ্রোমিটার।
- জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কী বলে?
উঃ অভিযোজন।
- ১৯৯৭ সালে পরিবেশের উপর রাষ্ট্রসংঘের সভা আয়োজিত হয়?
উঃ জেনেভা শহরে।
- অম্লবৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস?
উঃ সালফার ডাই অক্সাইড গ্যাস।
- CFC এর পুরো নাম কী?
উঃ ক্লোরো ফ্লুরো কার্বন।
- মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?
উঃ হোমো সেপিয়েন্স।
- বর্জ্য পদার্থ থেকে কোন গ্যাস বের হয়?
উঃ হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস।
- লাইকেন কী?
উঃ শৈবাল ও ছত্রাকের মিথোজিবীতা।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।