SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর | Part-7

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

SSC TET Questions and Answers in Bengali | SSC টেট প্রশ্ন ও উওর

  1. পরিবেশ কাকে বলে?

উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে পরিবেশ বলে।
অন্যভাবে বলা যায়- আমাদের চারপাশের মাটি, জল, জঙ্গল, মরুভুমি, সমুদ্র, পাহাড়-পর্বত সেখানকার আলো, বাতাস, অন্ধকার এবং আমাদের প্রতিবেশী পশু-পাখী, কীট পতঙ্গ, জীবজন্তু, জীবানু, উদ্ভিদ এবং মানুষ – এদের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে আমাদের যে পরিবেষ্টনী বা মাধ্যম তাকে পরিবেশ বলে।

  1. পরিবেশ পাঠের মূল প্রয়োজনীয়তা কী?

উঃ পরিবেশ পাঠের দ্বারা আমরা পরিবেশের বিভিন্ন ঘটকের ক্রিয়াপদ্ধতি জানতে পারি, বিভিন্ন পরিবেশগত ক্ষয়ক্ষতি এড়াতে পারি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হতে পারি।

  1. পরিবেশের উপাদানগুলি কী কী?

উঃ পরিবেশের উপাদানগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। অজৈব উপাদান যথা – জল, আলোক, মৃত্তিকা প্রভৃতি এবং জৈবিক উপাদান যথা– উদ্ভিদ, প্রাণী ও অনুজীব।

  1. মৃত্তিকার প্রধান প্রধান উপাদানগুলি কী কী?

উঃ খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু এবং ক্ষুদ্র জীবকুল।

  1. হিউমাস কাকে বলে?

উঃ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাংশের গলিত পচিত অংশ ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতির দ্বারা বিঘটিত হয়ে মাটির সঙ্গে মিশে একটি কালো বর্নের মৃত্তিকা সৃষ্টি করে। একে হিউমাস বলে। এর উপস্থিত মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়।

  1. ভূ-মণ্ডলের মৃত্তিকা কয়টি স্তরে বিভক্ত কী কী?

উঃ পাঁচটি হরাইজন বা স্তরে বিভক্ত। এগুলি হল – O, A, B, C, এবং R।

  1. অবশিষ্ট মৃত্তিকা কাকে বলে?

উঃ মাতৃপ্রস্তর খণ্ড থেকে উৎপন্ন হয়ে মৃত্তিকা যখন সেই প্রস্তরখণ্ডের উপরেই অবস্থান করে এবং পরিবাহিত হয়ে অন্যস্থানে যায় না তাকে অবশিষ্ট মৃত্তিকা বলে।

  1. গঠন অনুসারে মৃত্তিকাকে কি কি ভাগে ভাগ করা যায়?

উঃ চার ভাগে। বেলে মাটি, দোঁয়াশ মাটি, পলিমাটি এবং এঁটেল মাটি।

  1. ইউনিভার্সাল সলভেন্ট বা মহাদ্রাবক কাকে বলে?

উঃ জলকে। কারণ এর মধ্যে বেশীরভাগ দ্রাবগুলি দ্রবীভূত হতে পারে।

  1. জীবদেহের কত অংশ জল দ্বারা তৈরী ?

উঃ প্রায় ৭০ শতাংশ।

  1. বৃষ্টিপাত কী কী পদ্ধতিতে হতে পারে?

উঃ Rain, Snow, Hail, Sleet ইত্যাদি পদ্ধতিতে।

  1. কোষের সমস্ত নির্দেশের গুদামঘর কাকে বলে?

উঃ DNA কে।

  1. পৃথিবীতে কোন জাতীয় প্রাণীর সংখ্যা অত্যন্ত দ্রুত হারে কমছে?

উঃ পাখির সংখ্যা।

  1. আলোক শক্তিকে উদ্ভিদ খাদ্যের মধ্যে কোন শক্তিরূপে সঞ্চিত রাখে?

উঃ রাসায়নিক শক্তিরূপে।

  1. ‘B’ হরাইজন কোন বর্ণের মৃত্তিকা দ্বারা গঠিত?

উঃ কালো বর্ণের।

  1. কোন হরাইজনে জলের স্তর দেখা যায়?

উঃ R হরাইজনে।

  1. কোন মাটিতে বালি ও পলির পরিমাণ প্রায় সমান?

উঃ দোঁয়াশ মাটিতে।

  1. বায়ুতে উপস্থিত জলের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উঃ হাইগ্রোমিটার।

  1. জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কী বলে?

উঃ অভিযোজন।

  1. ১৯৯৭ সালে পরিবেশের উপর রাষ্ট্রসংঘের সভা আয়োজিত হয়?

উঃ জেনেভা শহরে।

  1. অম্লবৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস?

উঃ সালফার ডাই অক্সাইড গ্যাস।

  1. CFC এর পুরো নাম কী?

উঃ ক্লোরো ফ্লুরো কার্বন।

  1. মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?

উঃ হোমো সেপিয়েন্স।

  1. বর্জ্য পদার্থ থেকে কোন গ্যাস বের হয়?

উঃ হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস।

  1. লাইকেন কী?

উঃ শৈবাল ও ছত্রাকের মিথোজিবীতা।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।