Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি SSC Tet Exams Practice Set in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SSC Tet Exams Practice Set in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই SSC Tet Exams Practice Set in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
SSC Tet Exams Practice Set in Bengali
- পাল স্থাপত্যরীতির শ্রেষ্ঠ নিদর্শন কি ?
উত্তরঃ- বিক্রমশীলা মহাবিহার।
- পাল ও সেন যুগে বাংলার বিখ্যাত বন্দর কি ছিল ?
উত্তরঃ- তাম্রলিপ্ত।
- কৌলিন্য প্রথা কে প্রচলন করেন ?
উত্তরঃ- বল্লাল সেন।
- মিতক্ষরা নামক হিন্দু আইন শাস্ত্রের রচয়িতা কে ?
উত্তরঃ- বিজ্ঞানেশ্বর।
- প্রথম কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক এর নাম কি ?
উত্তরঃ- চরক।
- গুপ্তযুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীর নাম কি ?
উত্তরঃ- ধন্বন্তরী।
- আরব সাগরের রানি বলা হয়-
উত্তরঃ- কোচি শহরকে।
- রাষ্ট্র সংঘের প্রথম মহাসচিব ছিলেন-
উত্তরঃ- ট্রিকভি লি।
- ‘বিশ্ব হিন্দু দিবস’ পালিত হয় –
উত্তরঃ- ১০ ই জানুয়ারি।
- ‘উদ্যান নগরী’ বলা হয় –
উত্তরঃ- ব্যাঙ্গালুরুকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে।
- নাগিন হ্রদ অবস্থিত –
উত্তরঃ- শ্রীনগর রাজ্যে।
- ফিরোজাবাদ বিখ্যাত –
উত্তরঃ- কাঁচের চুরির জন্য।
- ভারতের ধান গবেষণাগার অবস্থিত-
উত্তরঃ- কটকে।
- ভারতের ‘দ্বিতীয় রাজধানী’ বলে পরিচিত –
উত্তরঃ- দেরাদুন শহর।
- পিঙ্গল বিপ্লব যুক্ত –
উত্তরঃ- চামড়ার সঙ্গে।
- পেরুর রাজধানীর নাম –
উত্তরঃ- লিমা।
- আহার নদী অবস্থিত –
উত্তরঃ- রাজস্থান রাজ্যে।
- সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত –
উত্তরঃ- জম্মু ও কাশ্মীর রাজ্যে।
- ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম গঠিত হয় –
উত্তরঃ- ১৯৩৮ সালে।
- রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন –
উত্তরঃ- প্রধানমন্ত্রীর পরামর্শে।
- বহুতল বিশিষ্ট গুহা –
উত্তরঃ- গ্যালারি গুহা নামে পরিচিত।
- সমুদ্রে জলরাশির উলম্ব সঞ্চালনকে বলে –
উত্তরঃ- সমুদ্রতরঙ্গ।
- পি এন ঠাকুর –
উত্তরঃ- রাসবিহারী বসুর ছদ্মনাম।
- ভারতের জাতীয় সংগীতটি প্রথম প্রকাশিত হয় –
উত্তরঃ- আনন্দমঠ – উপন্যাসটিতে।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।