SSC Tet Environmental Studies Solve Questions Answers in Bengali | Part-36

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি SSC Tet Environmental Studies Solve Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SSC Tet Environmental Studies Solve Questions Answers ||. এই SSC Tet Environmental Studies Solve Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

SSC Tet Environmental Studies Solve Questions Answers

  1. কোন বাঁধের সাহায্যে নীলনদের জল ইচ্ছামতাে নিয়ন্ত্রণ করে সারা বছর ধরেই সেচের কাজ করা হয় ?

উত্তর: উচ্চ আসােয়ানা বাঁধের সাহায্যে।

  1. ব্লু-নীলের উপরে দেওয়া সেনার বাঁধ কোথায় অবস্থিত ?

উত্তর: সুদানে।

  1. আটবারাে নদীর উপর কোন বাঁধ অবস্থিত ?

উত্তর: আটবারাে বাঁধ।

  1. খাশ-এল-গিরবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর: আটবারাে নদীর উপর।

  1. মিশরের উল্লেখযােগ্য বাঁধগুলির সাহায্যে মিশরের কোন অঞ্চলের জমিকে কৃষিযােগ্য করা হয়েছে ?

উত্তর: মরুভূমি অঞ্চলের জমিকে।

  1. বিশ্বে শ্রেষ্ঠ আঁশযুক্ত তুলাে কীসের সাহায্যে চাষ করা হয় ?



উত্তর: জলসেচের  সাহায্যে।

  1. সুপ্রাচীন সভ্যতার ইতিহাস পৃথিবীর একমাত্র কোথায় অবস্থিত ?

উত্তর: মিশরে।

  1. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত কোটি ? 

উত্তর: মারিয়ানা খাত।

  1. প্রশান্ত মহাসাগরে ছােট-বড় মিলিয়ে মােট কতগুলি দ্বীপ রয়েছে ?

উত্তর: 30,000 -এর বেশি।

  1. পর্বতের উভয় পার্শ্বের পেডিমেন্ট পর্বত ভেদ করে যে পথে মিলিত হয়, তাকে কী বলে ?

উত্তর: পেডিমেন্ট গিরিপথ বা পেডিমেন্ট ফাঁক।

  1. পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী ?

উত্তর: এল ক্যানন দ্য কলকা (EI Canon de Colca)

  1. উদ্ভিদের উপস্থিতি ভূ-অভ্যন্তরে অধিকতর জলপ্রবেশ ঘটিয়ে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি ঘটায়, এই প্রক্রিয়াকে কী বলে ?

উত্তর: ইন্টারসেপশন স্টোরেজ।

  1. জলস্তবের উপস্থিতিতে শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয়, তাকে কী বলে ?

উত্তর: ভাডােস জল।

  1. ভূ-কম্পন চিহ্নিত হলে সেই লেখচিত্রকে কী বলে ? 

উত্তর: সিসমােগ্রাফ।

  1. আগ্নেয়গিরির বিস্ফোরণের পরিমাপ কীসের দ্বারা করা হয় ?

উত্তর: আগ্নেয় বিস্ফোরণ সূচক VEI (Volcanic Explosivity Index)

  1. অভিকর্ষজ প্রভাবযুক্ত অবস্থায় মাটির সূক্ষ্ম রন্ধ্রে যে জল সঞ্চিত থাকে, তাকে কী বলে ?

উত্তর: মাটির ক্ষেত্ৰক্ষমতা (Field Capacity)।

  1. উদ্ভিদ গ্রহণের উপযােগী জল মাটিতে দীর্ঘসময় ব্যাপী স্থিতিশীলভাবে অবস্থান করলে তাকে কী বলে ?

উত্তর: জলের স্থিতিপুঞ্জ (Water Stable Aggregate)।

  1. নিয়ােসিন ও কোয়াটার্নারী যুগের ভূ-সংযােগকে কী বলে ?

উত্তর: নব্য ভূ-সংস্থান (Neo-Tectonic)।

  1. সম্প্রতি কোন সংস্থা ভূ-পৃষ্ঠ থেকে 15 কিমি উচ্চতা পর্যন্ত ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার করেছে ?

উত্তর: NASA

  1. জলীয় আর্দ্র বায়ু থেকে প্রচুর বৃষ্টিপাত হয় কার জন্য ?

উত্তর: বায়ুপ্রবাহের জন্য।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।