SSC MTS General knowledge Questions Answers Download
1. ‘বনলতা সেন‘ চরিত্রটি কোন্ কবি সৃষ্টি করেছিলেন?
Ans : জীবনানন্দ দাস।
2. ভিটামিন ‘A’ সঞ্চিত থাকে মানবদেহের কোন্ অঙ্গের মধ্যে?
Ans : লিভার বা যকৃতে।
22. ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত বাঁধটির নাম লেখো?
Ans : ম্যাসাঞ্জোর।
4. নোবেল পুরষ্কার জয়ী ডঃ ইউসুফ খানের তৈরি করা দলের নাম কি ছিল?
Ans : নাগরিক শক্তি।
5. পশ্চিমবঙ্গের কম্পিউটার নির্মাণ সংস্থা চিরাগের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর কে নিযুক্ত হয়েছেন?
Ans : সৌরভ গাঙ্গুলী।
6. কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকে ২০০৭ সালে “লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” পুরস্কার দেওয়া হয়েছিল কাকে?
Ans : সুনীল গাভাস্কারকে।
7. ভারতে ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্ট এই পদটি চালু হয়েছিল কবে থেকে?
Ans : ১৮৫৯ সালে।
8. নোবেল পুরষ্কার জয়ী মহম্মদ ইউনুসকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি পদান করে?
Ans : “ডক্টর অফ ল”।
9. ‘বিশ্ব সাক্ষরতা দিবস’ কোন্ দিনটিতে উদযাপন করা হয়?
Ans : ৮ ই সেপ্টেম্বর।
10. বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখােপাধ্যায়ের ছদ্মনাম লেখো?
Ans : বনফুল।
11. মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে?
Ans : দ্বিতীয় বাহাদুর শাহ।
12. “ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়ােলজি” পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
Ans : কলকাতার যাদবপুরে।
13. হর্ষবর্ধন কি উপাধি ধারণ করেন?
Ans : শিলাদিত্য।
14. বলিভিয়ার রাজধানীর নাম লেখো?
Ans : লা পাজ।
15. ম্যাগনেশিয়ামের অভাবে গাছের পাতায় কী রোগ হয়?
Ans : ক্লোরােসিস।
16. রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন্ রাজ্যে স্থাপিত হয়েছে?
Ans : উত্তরপ্রদেশ।
17. ভূমিকম্পের জন্য দায়ী যে বল পৃথিবীর অভ্যন্তরে থাকে তার নাম লেখো?
Ans : টেকটোনিক বল।
18. বিখ্যাত বিজ্ঞানী জোসেফ প্রিস্টলে কোন্ গ্যাস আবিষ্কার করেছিলেন?
Ans : ফিমার।
19. “জাতির জনক” আখ্যা মহাত্মা গান্ধীকে কে দিয়েছিলেন?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর।
20. হাইড্রার গমন অঙ্গ -র নাম কী?
Ans : কর্ষিকা।
21. বেদের কোন্ ভাগটিতে সঙ্গীতের প্রাধান্য লক্ষ করা যায়?
Ans : সামবেদ।
Click Here To Download