Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Sources and causes of water pollution. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জলদূষণের উৎস ও কারণ সমূহ || Sources and causes of water pollution ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জলদূষণের উৎস ও কারণ সমূহ || Sources and causes of water pollution || সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
জলদূষণের উৎস ও কারণ সমূহ || Sources and causes of water pollution ||
জলদূষণ জলে বিভিন্ন অপ্রয়োজনীয় বস্তু বা জীবাণুর অনুপ্রবেশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন সংঘটনের মাধ্যমে জলের গুণমান বিনষ্ট হলে এবং প্রাণীজগতের পানের অযোগ্য হলে জলের সেই অবস্থাকে জলদূষণ বলে। জলদূষণের উৎসসমূহকে দু’ভাগে ভাগ করা যায়। যথা –
(১) নির্দিষ্ট কেন্দ্রভিত্তিক উৎস (Point sources):- এটি হল নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ দূষক পদার্থসমূহ।
যেমন – কলকারখানা ও শিল্পক্ষেত্রের দুষকসমূহ যেগুলি পয়ঃপ্রণালী, হ্রদ, নদীতে গিয়ে পতিত হয়।
(২) অনির্দিষ্ট কেন্দ্রভিত্তিক উৎস:- এটি হল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সৃষ্ট দূষকপদার্থসমূহ।
যেমন – কৃষিজমি, বাগান বা লন, বনভূমি প্রভৃতির ওপর দিয়ে দূষিত জলের প্রবাহ (কীটনাশক পদার্থ ও রাসায়নিক সার মিশ্রিত) যা পয়ঃপ্রণালীর মাধ্যমে নদী, হ্রদ কিংবা কোনো বড়ো জলাশয়ে গিয়ে পতিত হয়।
জলদূষণের কারণসমূহঃ-
(১) গৃহস্থালির পরিত্যক্ত আবর্জনামিশ্রিত জলঃ- একটি সমীক্ষায় দেখা গেছে যে, প্রায় তিন হাজার কোটি ঘনমিটারেরও বেশি গৃহস্থালির আবর্জনামিশ্রিত জল পয়ঃপ্রণালীর মাধ্যমে কোনো জলাশয় বা নদীতে গিয়ে পতিত হয়। এর ফলে প্রতিদিনই পৃথিবীর অধিকাংশ নদনদী এই ধরনের দূষক পদার্থযুক্ত জলের মাধ্যমে দূষিত হয়ে চলেছে।
(২) শিল্পক্ষেত্রের বর্জ্যপদার্থঃ- পৃথিবীর অধিকাংশ শিল্পক্ষেত্র থেকে শিল্পজাত আবর্জনা মিশ্রিত জল পয়ঃপ্রণালীর মাধ্যমে কিংবা সরাসরি কোনো নদী বা জলাশয়ে পতিত হয়। বিভিন্ন শিল্পে ব্যবহার্য জলের সঙ্গে ক্ষতিকারক ধাতু, যেমন – আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ অবস্থান করে, তেমনি বিষাক্ত পদার্থ সায়ানাইড, অ্যামোনিয়া, রঞ্জক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। এর ফলে জলদূষণের সঙ্গে সঙ্গে মানুষের ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আরও পড়ূনঃ- জলদূষণের ক্ষতিকারক প্রভাব ও নিয়ন্ত্রণ
(৩) কৃষিক্ষেত্রের বর্জ্যপদার্থঃ- কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক দ্রব্য, আগাছানাশক দ্রব্য, রাসায়নিক সার প্রভৃতি মাটিতে কিছুটা পরিমাণে মিশে যায়। পরবর্তীকালে বৃষ্টির জল বা সেচের জন্য ব্যবহৃত জল কৃষিজমি থেকে পুকুর বা জলাশয়ে পতিত হলে জল দূষিত হয়।
(৪) তাপীয় দূষণঃ- তাপবিদ্যুৎ কেন্দ্র ও পরিশোধনাগার থেকে উত্তপ্ত জল কোনো নদী বা জলাশয়ে পড়ে জলকে দূষিত করে।
(৫) সমুদ্রজলে ভাসমান খনিজ তেলঃ- সমুদ্রগর্ভ থেকে উত্থিত খনিজ তেল, জাহাজডুবি কিংবা ট্যাংকারের ছিদ্রমুখ দিয়ে পেট্রোল নির্গমনের ফলে সমুদ্রজল দূষিত হওয়ার সঙ্গে সঙ্গে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হয়।
(৬) ময়লানাশক পদার্থের ব্যবহারঃ- জামাকাপড় কাচার জন্য যে ময়লানাশক পদার্থ বা ডিটারজেন্ট ব্যবহার করা হয়, তার উত্তরোত্তর বৃদ্ধির ফলে পুকুর বা জলাশয়ের জল দূষিত হয়।
(৭) অ্যাসিড-বৃষ্টিঃ- অ্যাসিড বৃষ্টি হলে জলাশয়ের জল দূষিত হওয়ার সঙ্গে সঙ্গে জলজ বাস্তুতন্ত্র বিপর্যস্ত হয়ে যায়।
(৮) জীবঘটিত দূষণঃ- মাংস সংরক্ষণ কারখানা, চর্মশিল্পের বর্জ্যপদার্থের জলে নিক্ষেপণ, জলাশয়ের জলে প্রাণীজগতের বর্জ্য পদার্থের প্রত্যক্ষ সংক্রমণ, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির প্রভাবে জল দূষিত হয়।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।