Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Some mathematical terminology pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু গাণিতিক পরিভাষা || Some mathematical terminology || pdf ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই কিছু গাণিতিক পরিভাষা || Some mathematical terminology || pdf || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
কিছু গাণিতিক পরিভাষা || Some mathematical terminology || pdf ||
অখণ্ড সংখ্যা – Whole Number
অকুব্জ – Concave Polygon
অভেদ – Identity
অঙ্ক – Digit
অঙ্কন – Construction
অন্তঃস্থ কোণ – Interior Angle
অন্তঃস্থ বিপরীত কোণ – Interior Opposite Angle
অন্তঃসমদ্বিখন্তক – Internal Bisector
অনুপাত – Ratio
অনুভূমিক – Horizontal
অনুরূপ কোণ – Corresponding Angle
অতিভুজ – Hypotenuse
অসংখ্য – Infinite
অসংজ্ঞাত – Undefined
আয়তক্ষেত্র – Rectangular region
আয়তাকার চিত্র – Rectangle
উচ্চতা – Height
উৎপাদক – Factor
উৎপাদকে বিশ্লেষণ – Factorisation
উধ্বক্রম – Ascending Order
উপপাদ্য – Theorem
উল্লম্ব – Vertical
ঋণাত্মক – Negative
একান্তর কোণ – Alternate Angle
একপদী সংখ্যামালা – Monomial Expression
ঐকিক নিয়ম – Unitary Method
কর্ণ – Diagonal
কোণ – Angle
কোটি – Ordinate
কুঞ্জ বহুভুজ – Convex Polygon
কেন্দ্রীয় কোণ – Central Angle
ক্ষুদ্রতর – Smaller
গুণ – Multiplication
গুণ্য – Multiplicand
গুণক – Multiplier
গুণফল – Product
গ.সা.গু. – গরিষ্ঠ সাধারণ গুণণীয়ক – Highest Common Factor or, Greatest Common Divisor ( H.C.F. or G.C.D. )
ঘাত – Power
ঘনক – Cube
ঘনফল – Volume
ঘনমূল – Cube Root
চাঁদা – Protractor
চারপদী সংখ্যামালা – Tetranomial Expression
ছাড় – Discount
ছেদক – Transversal
ছেদবিন্দু – Point of Intersection
তথ্য – Data
ত্রিভুজ – Triangle
ত্রিপদী সংখ্যামালা – Trinomial Expression
ত্রৈরাশিক – Rule of Three
দৈর্ঘ্য – Length
দ্বিপদী সংখ্যামালা – Binomial Expression
ধনাত্মক – Positive
নিম্নক্রম – Decreasing Order
প্রস্থ – Breadth
প্রমাণ – Proof
পাইচিত্র/বৃত্তক্ষেত্রাকার চিত্র – Pie chart
পূর্ণবর্গ – Perfect Square
পূর্ণসংখ্যা – Integer
পূর্ণঘনসংখ্যা – Perfect Cube
পূরক কোণ – Complementary Angle
বাহু – Side
বহিঃসমদ্বিখন্ডক – External Bisector
বর্গ – Square
বর্গক্ষেত্র – Square Region
বর্গাকার চিত্র – Square
বৃত্ত – Circle
বৃত্তাকার – Circular
বৃত্তকলা – Sector
বীজ – Root
বীজগাণিতিক সংখ্যামালা – Algebraic Expression
বিয়ােগ – Subtraction
বিয়ােগফল ( অন্তর ) – Difference
বিনিময় নিয়ম – Commutative Law
বিচ্ছেদ নিয়ম – Distributive Law
বহুপদী সংখ্যামালা – Polynomial Expression
বিপ্রতীপ কোণ – Vertically Opposite Angle
বহিস্থ কোণ – Exterior Angle
ব্যস্ত সমানুপাতী – Inversely Proportional
বিষমবাহু ত্রিভুজ – Scalene Triangle
বৃহত্তর – Greater
বহুভুজ – Polygon
ভূমি – Base
ভুজ – Abscissa
ভাগ – Division
ভাজ্য – Dividend
ভাজক – Divisor
ভাগফল – Quotient
ভাগশেষ – Remainder
ভগ্নাংশ – Fraction
মিশ্রণ – Mixture
মূলদ সংখ্যা – Rational Number
মূলবিন্দু – Origin
মৌলিক সংখ্যা – Prime Number
মৌলিক উৎপাদক – Prime factor
যোগ – Addition
যােগফল – Sum
রশ্মি – Ray
রম্বস – Rhombus
লেখচিত্র – Graph
লম্ব – Perpendicular
লব – Numerator
ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক – Least Common Multiple ( L.C.M. )
হর – Denominator
সংখ্যা – Number
সংখ্যামালা – Expression
সাধারণ বাহু – Common Side
সাধারণ উৎপাদক – Common Factor
সংযােগ নিয়ম – Associative Law
সূত্র – Formula
সমরেখ – Collinear
সমদ্বিবাহু ত্রিভুজ – Isosceles Triangle
সমবাহু ত্রিভুজ – Equilateral Triangle
সমদ্বিখন্ডিত করা – Bisect
সমদ্বিখন্ডক – Bisector
সমান্তরাল সরলরেখা – Parallel Line
সমীকরণ – Equation
সমাধান – Solution
সমানুপাত – Proportion
সমাধান করা – Solve
সামান্তরিক – Parallelogram
সমকোণ – Right Angle
সম্পূরক কোণ – Supplementary Angle
সন্নিহিত কোণ – Adjacent Angle
সূক্ষকোণ – Acute Angle
স্থুলকোণ – Obtuse Angle
সরল করা – Simplify
সরল রেখা – Straight Line
সরলরেখাংশ – Straightline Segment
সরল সমানুপাতী – Directly Proportional
স্বতঃসিদ্ধ – Axiom
স্তম্ভচিত্র – Bar graph
স্থানাঙ্ক – Coordinates
স্বীকার্য – Postulate
সর্বসমতা/সর্বসম – Congruence/Congruents
সুষম বহুভুজ – Regular Polygon
প্রমাণিত – Proved
শীর্ষবিন্দু – Vertex
শীর্ষকোণ – Vertical Angle
শতকরা – Percentage
ক্ষেত্রফল – Area
X- অক্ষ -X – axis
Y- অক্ষ – Y – axis
“Some mathematical terminology Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- Some mathematical terminology pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
🔶 কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজঃ-
- আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উওরঃ- ভ্যাটিকান।
- জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উওরঃ- চীন।
- জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উওরঃ- ভ্যাটিকান।
- পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
উওরঃ- ২৩৩ টি।
- পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ২০৩ টি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ১৯৫ টি।
- জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উওরঃ- ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)
- পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উওরঃ- ১২২ টি।
- পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
উওরঃ- হ্যামারফাস্ট (নরওয়ে)।
- পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উওরঃ- পুয়োটো উইলিয়াম (চিলি)।
- পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উওরঃ- চিলি।
- পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উওরঃ- ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।
- পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?
উওরঃ- জাপান, ইন্দোনেশিয়া।
- পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উওরঃ- রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
- বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উওরঃ- ইন্দোনেশিয়া।
- বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উওরঃ- চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।
- পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী?
উওরঃ- ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর,
উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
- পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উওরঃ- প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)
- টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে?
উওরঃ- ১৯১২ সালে।
- জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উওরঃ- ট্রিগভেলি (নরওয়ে)।
- প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে?
উওরঃ- আনোয়ার সাদাত।
- বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উওরঃ- ১১ জুলাই।
- বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উওরঃ- ৭ এপ্রিল।
- SAPTA ভূক্ত দেশ কয়টি?
উওরঃ- ৮ টি।
- UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত?
উওরঃ- নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।
- ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উওরঃ- ডং।
- বিশ্বের গভীরতম খাত কোনটি?
উওরঃ- ম্যারিয়ানা খাত।
- বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উওরঃ- কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
- আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
উওরঃ- জর্ডান।
- সবচেয়ে ছোট পাখির নাম কি?
উওরঃ- হামিং বার্ড।
- সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি?
উওরঃ- অ্যালবাটর্স।
- NASA এর সদর দপ্তর কথায় অবস্থিত?
উওরঃ- ওয়াসিংটন ডিসি।
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি?
উওরঃ- কংগ্রেস।
- আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে?
উওরঃ- জর্জ ওয়াসিংটন।
- পলাশীর যুদ্ধ শুরু হয় কবে?
উওরঃ- ১৭৫৭ সালের ২৩ জুন।
- A Brief History of time- গ্রন্থের লেখক কে?
উওরঃ- স্টিফেন হকিং।
- প্রথম অলিম্পিক শুরু হয় কবে?
উওরঃ- ৭৭৬ খ্রিষ্টাব্দে।
- ইরাক- মার্কিন যুদ্ধ শুরু হয় কবে?
উওরঃ- ২০ মার্চ ২০০৩সালে।
- হিরোশিমায় এটম বোমা ফেলা হয় কবে?
উওরঃ- ১৯৪৫ সালের ৬ আগস্ট।
- “আবু সায়াফ” কি?
উওরঃ- ফিলিপাইনের গেরিলা সংস্থা।
- “ফোর্স সেভেনটিন” কি?
উওরঃ- ফিলিস্তিনের গেরিলা সংস্থা।
- “কারেন” কি?
উওরঃ- মায়ানমারের গেরিলা সংস্থা।
- পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
উওরঃ- ওশেনিয়া।
- জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উওরঃ- নিউওয়ার্ক।
- বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণি কোনটি?
উওরঃ- কচ্ছপ।
- পাখির রাজা বলা হয় কাকে?
উওরঃ- ঈগল।
- হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?
উওরঃ- ফিনল্যান্ড।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য কোন দেশ?
উওরঃ- দক্ষিণ সুদান।
- IFC এর পূর্ণরূপ কি?
উওরঃ- International Finance Corporation
- পলাশীর যুদ্ধ কবে সংঘঠিত হয়?
উওরঃ- ১৭৫৭ সালে।
- দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবে জার্মানি আত্ন সমর্পণ করে?
উওরঃ- ১৯৪৫ সালের মে মাসে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here