গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ বা প্রতিশব্দ | Some Important Synonyms

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Some Important Synonyms. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ কিছু সমার্থক বা প্রতিশব্দ | Some Important Synonyms

Ajjkal

নীচের লিংকে Click করে সম্পূর্ণ  PDF টি সম্পূর্ণ Download করুন

গুরুত্বপূর্ণ কিছু সমার্থক বা প্রতিশব্দ | Some Important Synonyms

PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-

মূল শব্দসমার্থক বা প্রতিশব্দ
অগ্নিবহ্নি, পাবক, কৃষাণু, হুতাশন, বৈশ্বানর, দহন, অনল, জগন্নু, হোমাগ্নি, সর্বশুচি, সর্বভুক, জ্বলন, শিখিন, শিখবৎ, পিঙ্গল, বিশ্বপা, সপ্তাংশু, শিখা, বীতিহোত্র।
অতিশয়অত্যন্ত, একান্ত, নিতান্ত, পরম, অতি, অতীব, অতিমাত্র, অধিক, সাতিশয়, অত্যধিক।
অন্ধকারআঁধার, তিমির, তমিস্র, তমঃ, তমসা, তমিস্রা, শর্বর, অমা, নভাক, আলোকশূন্যতা।
অন্নওদন, ভাত, আহার, তণ্ডুল।
অন্নদাঅন্নপূর্ণা, অপর্ণা, অন্নদাত্রী, জগদম্বা, জগন্মাতা, দুর্গা, পার্বতী, ভগবতী, শিবপত্নী, উমা।
অশ্বঘোড়া, বাজী, তুরগ, তুরঙ্গম, হয়, ঘোটক, ঘোটকী, বাহ, হেষী, সৈন্ধব, মরুদ্রথ, বামী, বাহনশ্রেষ্ঠ, টাঙ্গন, বড়বা।
আকাশগগন, অনন্ত, অম্বর, অম্বরতল, আসমান, ব্যোম, খগোল, দ্যুলোক, অন্তরিক্ষ, শূন্যলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, নভঃস্থল, নক্ষত্রলোক, খ, ইথার, নভোলোক, নভোমণ্ডল।
আদেশঅনুমতি, আজ্ঞা, অনুজ্ঞা, হুকুম, নির্দেশ, উপদেশ।
আনন্দআমোদ, পুলক, আহ্লাদ, সুখ, স্ফূর্তি, ফুর্তি, সন্তোষ, হর্ষ, পরিতোষ, উৎফুল্লতা, প্রফুল্লতা, প্রসন্নতা, প্রমোদ, হাসি, উল্লাস, তুষ্টি, খুশি, হৃষ্টতা, মজা, রগড়।
আরম্ভশুরু, সূচনা, সূত্রপাত, সমারম্ভ, প্রারম্ভ, উপক্রমণিকা, অবতরণিকা, অনুবন্ধ, ভূমিকা, মুখবন্ধ, প্রবর্তনা।
আলোআলোক, রশ্মি, কিরণ, অংশু, কর, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, ময়ূখ, চাকচিক্য, দ্যুতি, ঔজ্জ্বল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্ত, রওশন, ভাতি, নূর।
ইচ্ছাঅভিলাষ, অভিপ্রায়, আকাঙ্ক্ষা, আগ্রহ, লালসা, কামনা, স্পৃহা, মতি, বাসনা, অভিরুচি, মনোরথ, ঈপ্সা, এষণা, আশা, প্রার্থনা, সাধ, চাওয়া, প্রবৃত্তি, মনোবাঞ্ছা, মনস্কাম।
ইতিঅন্তিম, অবশিষ্ট, অবসান, শেষ, যবনিকা, সমাপ্তি, রফা, সাঙ্গ।
ঈর্ষাঅপ্রীতি, অসূয়া, বৈরিতা, বিরাগ, হিংসা, বৈরীভাব, দ্বেষ, বিদ্বেষ, পরশ্রীকাতরতা।
ঈশ্বরআল্লাহ, খোদা, স্রষ্টা, সৃষ্টিকর্তা, বিধি, পরমাত্মা, প্রভু, ইলাহি, ধাতা, বিধাতা, বিশ্বপতি, জগদীশ, জগৎপতি, জগন্নাথ, জগন্ময়, আদিনাথ, অমরেশ, অন্তর্যামী, ব্রহ্ম, লোকনাথ, পরেশ, পরমেশ, বিভু, ইষ্ট, ঈশ, স্বয়ম্ভূ।

নীচের লিংকে Click করে সম্পূর্ণ PDF টি সম্পূর্ণ Download করুন

File Name:-  গুরুত্বপূর্ণ কিছু সমার্থক বা প্রতিশব্দ [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।