Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Some Important Synonyms. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ কিছু সমার্থক বা প্রতিশব্দ | Some Important Synonyms।
নীচের লিংকে Click করে সম্পূর্ণ PDF টি সম্পূর্ণ Download করুন
গুরুত্বপূর্ণ কিছু সমার্থক বা প্রতিশব্দ | Some Important Synonyms
PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-
মূল শব্দ | সমার্থক বা প্রতিশব্দ |
অগ্নি | বহ্নি, পাবক, কৃষাণু, হুতাশন, বৈশ্বানর, দহন, অনল, জগন্নু, হোমাগ্নি, সর্বশুচি, সর্বভুক, জ্বলন, শিখিন, শিখবৎ, পিঙ্গল, বিশ্বপা, সপ্তাংশু, শিখা, বীতিহোত্র। |
অতিশয় | অত্যন্ত, একান্ত, নিতান্ত, পরম, অতি, অতীব, অতিমাত্র, অধিক, সাতিশয়, অত্যধিক। |
অন্ধকার | আঁধার, তিমির, তমিস্র, তমঃ, তমসা, তমিস্রা, শর্বর, অমা, নভাক, আলোকশূন্যতা। |
অন্ন | ওদন, ভাত, আহার, তণ্ডুল। |
অন্নদা | অন্নপূর্ণা, অপর্ণা, অন্নদাত্রী, জগদম্বা, জগন্মাতা, দুর্গা, পার্বতী, ভগবতী, শিবপত্নী, উমা। |
অশ্ব | ঘোড়া, বাজী, তুরগ, তুরঙ্গম, হয়, ঘোটক, ঘোটকী, বাহ, হেষী, সৈন্ধব, মরুদ্রথ, বামী, বাহনশ্রেষ্ঠ, টাঙ্গন, বড়বা। |
আকাশ | গগন, অনন্ত, অম্বর, অম্বরতল, আসমান, ব্যোম, খগোল, দ্যুলোক, অন্তরিক্ষ, শূন্যলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, নভঃস্থল, নক্ষত্রলোক, খ, ইথার, নভোলোক, নভোমণ্ডল। |
আদেশ | অনুমতি, আজ্ঞা, অনুজ্ঞা, হুকুম, নির্দেশ, উপদেশ। |
আনন্দ | আমোদ, পুলক, আহ্লাদ, সুখ, স্ফূর্তি, ফুর্তি, সন্তোষ, হর্ষ, পরিতোষ, উৎফুল্লতা, প্রফুল্লতা, প্রসন্নতা, প্রমোদ, হাসি, উল্লাস, তুষ্টি, খুশি, হৃষ্টতা, মজা, রগড়। |
আরম্ভ | শুরু, সূচনা, সূত্রপাত, সমারম্ভ, প্রারম্ভ, উপক্রমণিকা, অবতরণিকা, অনুবন্ধ, ভূমিকা, মুখবন্ধ, প্রবর্তনা। |
আলো | আলোক, রশ্মি, কিরণ, অংশু, কর, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, ময়ূখ, চাকচিক্য, দ্যুতি, ঔজ্জ্বল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্ত, রওশন, ভাতি, নূর। |
ইচ্ছা | অভিলাষ, অভিপ্রায়, আকাঙ্ক্ষা, আগ্রহ, লালসা, কামনা, স্পৃহা, মতি, বাসনা, অভিরুচি, মনোরথ, ঈপ্সা, এষণা, আশা, প্রার্থনা, সাধ, চাওয়া, প্রবৃত্তি, মনোবাঞ্ছা, মনস্কাম। |
ইতি | অন্তিম, অবশিষ্ট, অবসান, শেষ, যবনিকা, সমাপ্তি, রফা, সাঙ্গ। |
ঈর্ষা | অপ্রীতি, অসূয়া, বৈরিতা, বিরাগ, হিংসা, বৈরীভাব, দ্বেষ, বিদ্বেষ, পরশ্রীকাতরতা। |
ঈশ্বর | আল্লাহ, খোদা, স্রষ্টা, সৃষ্টিকর্তা, বিধি, পরমাত্মা, প্রভু, ইলাহি, ধাতা, বিধাতা, বিশ্বপতি, জগদীশ, জগৎপতি, জগন্নাথ, জগন্ময়, আদিনাথ, অমরেশ, অন্তর্যামী, ব্রহ্ম, লোকনাথ, পরেশ, পরমেশ, বিভু, ইষ্ট, ঈশ, স্বয়ম্ভূ। |
নীচের লিংকে Click করে সম্পূর্ণ PDF টি সম্পূর্ণ Download করুন
File Name:- গুরুত্বপূর্ণ কিছু সমার্থক বা প্রতিশব্দ [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Click Here To Download Full PDF
আরও পড়ুনঃ-
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।