উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- মৃত্তিকা | Soil Related Questions Answers
- তুন্দ্রা মৃত্তিকার নীচে অবস্থিত চিরতুষার স্তরকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- পার্মাফ্রস্ট
- মৃত্তিকার B স্তরে অদ্রবণীয় পদার্থের ক্ষয়ের ফলে গঠিত একটি কঠিন আবরণকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- ডুরিক্রাস্ট
- কৃয় মৃত্তিকার অপর নাম লেখো।
উত্তর:- রেগুর
- চেস্টনাট ও সিরোজম হলো একপ্রকারের কী?
উত্তর:- মরু অঞলের মৃত্তিকা
- হার্ডপ্যান লক্ষ করা যায় কোন ধরনের মৃত্তিকায়?
উত্তর:- ল্যাটেরাইট
- মৃত্তিকার উল্লম্ব প্রস্থচ্ছেদকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- পরিলেখ
- মৃত্তিকার সব স্তর দেখা যায় কোন ধরনের মৃত্তিকায়?
উত্তর:- পরিণত মৃত্তিকায়।
- ভূত্বকের উপরিভাগে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলা কী বলা হয়?
উত্তর:- রেগোলিথ
- জৈব পদার্থের পরিমাণ কম থাকে কীসে?
উত্তর:- B হরাইজনে
- এলুভিয়েশন প্রক্রিয়া লক্ষ করা যায় কোন স্তরের মৃত্তিকায়?
উত্তর:- A স্তরে
- মৃত্তিকাবিজ্ঞানের যে অংশে মৃত্তিকা ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?
উত্তর:- ইডফোলজি
- মৃত্তিকার pH-এর মান 7-এর কম হলে তাকে কী বলা হয়?
উত্তর:- আম্লিক
- মৃত্তিকাবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর:- ডকুচেভ
- মৃত্তিকা পরিলেখের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন?
উত্তর:- ডকুচেভ
- মৃত্তিকার ‘A’ ও ‘B’ স্তরকে একত্রে বলে কী বলা হয়?
উত্তর:- সোলাম
- আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণ কী নামে পরিচিত?
উত্তর:- রেগোলিথ
- মৃত্তিকার প্রাথমিক কণাগুলি সমষ্টিতে পরিণত হয়ে একক গঠন করলে তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- পেড
- ইলুভিয়েশন প্রক্রিয়া লক্ষ করা যায় কোন স্তরের মৃত্তিকায়?
উত্তর:- B স্তরে
- অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড মিশ্রিত মৃত্তিকাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- ল্যাটেরাইট
- প্রেইরি ও স্তেপ তৃণভূমি অঞলে কোন ধরনের মৃত্তিকা লক্ষ করা যায়?
উত্তর:- চারনোজেম মৃত্তিকা
- পিট বা বগ মৃত্তিকা দেখা যায় কোথায়?
উত্তর:- জলাভূমিতে
- চুনাপাথর ও মার্বেল থেকে সৃষ্ট মৃত্তিকাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- রেনজিনা
- মরুপ্রায় ও মরুভূমি অঞলে লবণাক্ত মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- স্যালিনাইজেশন