Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Soil Questions Answers in Bengali || মৃত্তিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Soil Questions Answers in Bengali || মৃত্তিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Soil Questions Answers in Bengali || মৃত্তিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Soil Questions Answers in Bengali || মৃত্তিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- মাটির সংজ্ঞা নির্দেশ করো।
উত্তরঃ- সৌরতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে এবং জৈব পদার্থ যুক্ত হয়ে ভূত্বকের উপরিভাগে যে শিথিল আবরণ সৃষ্টি করে, সেই আবরণকেই মাটি বলে।
- আবহবিকার কাকে বলে ?
উত্তরঃ- সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির দ্বারা যখন ভূপৃষ্ঠের শিলাসমূহ যান্ত্রিক বা রাসায়নিক ভাবে বিচূর্ণিত হয় এবং মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে ওইখানেই পড়ে থাকে, তখন সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে।
- রেগোলিথ (Regolith) কাকে বলে ?
উত্তরঃ- আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণগুলি ভূত্বকের ওপর জমা হলে, সেগুলিকে রেগোলিথ বলে।
- আবহবিকার কত প্রকার ও কী কী ?
উত্তরঃ- আবহবিকার প্রধানত তিন প্রকার – (i) যান্ত্রিক আবহবিকার, (ii) রাসায়নিক আবহবিকার ও (iii) জৈবিক আবহবিকার।
- আবহবিকারের নিয়ন্ত্রকগুলি কী কী ?
উত্তরঃ- আবহবিকারের নিয়ন্ত্রকগুলি হল (i) শিলার প্রকৃতি, (ii) ভূপ্রকৃতি, (ii) জলবায়ু এবং (iv) উদ্ভিদ।
- টেরারোজা (Terra Rossa) কী ?
উত্তরঃ- আবহবিকারের ফলে বিচূর্ণিত শিলাখণ্ডগুলি চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূ-আস্তরণের সৃষ্টি করলে, সেগুলিকে টেরারোজা বলে।
- এলুভিয়েশন (Eluviation) কাকে বলে ?
উত্তরঃ- মাটির ওপরের স্তরের বিভিন্ন রাসায়নিক পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাটির নীচের স্তরে নামতে থাকলে, সেই প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে৷
- ল্যাটেরাইজেশন (Laterisation) কাকে বলে ?
উত্তরঃ- যে প্রক্রিয়ায় দ্রবণের মাধ্যমে মাটি ওপরের স্তর থেকে অপসৃত হয় এবং লোহা ও অ্যালুমিনিয়াম কণা স্বস্থানে থেকে যায় , সেই প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলে।
- ক্যালসিফিকেশন (Calcification) কাকে বলে ?
উত্তরঃ- যে প্রক্রিয়ায় দ্রবণের মাধ্যমে ক্যালশিয়াম কার্বোনেট মাটির মাঝামাঝি স্তরে সঙ্গিত হয়, সেই প্রক্রিয়াকে ক্যালসিফিকেশন বলে।
- স্যালিনাইজেশন (Salinization) কাকে বলে ?
উত্তরঃ- যে প্রক্রিয়ায় দ্রবীভূত লবণ কৈশিক ক্রিয়ার মাধ্যমে মাটির ওপরের স্তরে নীত হয় এবং জলের বাষ্পীভবনের ফলে ওই লবণ মাটির ওপরের স্তরে সণিত হয়, সেই প্রক্রিয়াকে স্যালিনাইজেশন বলে।
- মাটির প্রোফাইল বা পরিলেখ (Profile) কী ?
উত্তরঃ- ভূমির সমান্তরালে অবস্থিত বিভিন্ন স্তরযুক্ত মাটির লম্বচ্ছেদকে মাটির প্রোফাইল বলে।
- হরাইজন (Horizon) কী ?
উত্তরঃ- মাটির প্রতিটি স্তরকে বলে হরাইজন।
- বেডরক বা শিলামাতৃকা কাকে বলে ?
উত্তরঃ- ভূত্বকে অপরিবর্তিত মূল শিলাস্তরকে বেডরক বা শিলামাতৃকা বলে।
- পেডোলজি (Pedology) কাকে বলে ?
উত্তরঃ- মাটির উৎপত্তি ও শ্রেণিবিভাগ সংক্রান্ত মৃত্তিকা বিজ্ঞানের অংশটিকে বলে পেডোলজি।
- ইডাফোলজি (Edaphology) কাকে বলে ?
উত্তরঃ- উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও সংরক্ষণ সংক্রান্ড মৃত্তিকা বিজ্ঞানের অংশটিকে বলে ইডাফোলজি।
- দুটি মোটা গ্রথনের মাটির উদাহরণ দাও।
উত্তরঃ- বেলে মাটি ও দোআঁশ মাটি মোটা গ্রথনের মাটির উদাহরণ।
- মাটির প্রথন (Soil Texture) কাকে বলে ?
উত্তরঃ- মাটির বিভিন্ন আয়তনের খনিজ কণাগুলির নির্দিষ্টভাবে শ্রেণিবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে মাটির গ্রথন বলে।
- মাটির গঠন (Soil Structure) কাকে বলে ?
উত্তরঃ- মাটির প্রাথমিক কণাগুলি সংযুক্ত হয়ে বিভিন্ন আকৃতির আধাস্থায়ী স্তূপে পরিণত হওয়াকে মাটির গঠন বলে।
- পড়সল মাটি কাকে বলে ?
উত্তরঃ- সরলবর্গীয় অরণ্যাঞ্চলে ফুল, ফল, পাতা ইত্যাদি পচে যে অম্লধর্মী ও অনুর্বর মাটি সৃষ্টি হয়, তাকে পড়সল মাটি বলে।
- পড়সল মাটি কীরূপ জলবায়ু অঞ্চলে গঠিত হয় ?
উত্তরঃ- পড়সল মাটি শীতল নাতিশীতোষ্ম জলবায়ুতে গঠিত হয়।
- ল্যাটেরাইট মাটি কীরূপ জলবায়ু অঞ্চলে গঠিত হয় ?
উত্তরঃ- আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে ল্যাটেরাইট মাটি গঠিত হয়।
- পেড কী
উত্তরঃ- মাটির কণা ও জৈব পদার্থের প্রাকৃতিক সংযোগে গঠিত মাটির অংশকে বলে পেড।
- ক্যাটেনা কী ?
উত্তরঃ- উপত্যকার শীর্ষদেশ থেকে অববাহিকার নীচু অংশ পর্যন্ত বিভিন্ন উচ্চতায় ভূমিঢালের তারতম্যে মাটির যে বিন্যাস গড়ে ওঠে তাকেই মাটির ক্যাটেনা বলে।
- সিরোজেম বা চেস্টনাট মাটি কোন প্রকার জলবায়ুতে দেখা যায় ?
উত্তরঃ- শুষ্ক মরু জলবায়ুতে।
- সংযোজন প্রক্রিয়া কাকে বলে ?
উত্তরঃ- যে প্রক্রিয়ায় মাটির ওপরের স্তরে জল, জৈব ও খনিজ পদার্থ এবং সৌরশক্তি সংযোজিত হয়, তাকেই সংযোজন প্রক্রিয়া বলে।
- বজন প্রক্রিয়া কাকে বলে ?
উত্তরঃ- যে প্রক্রিয়ায় মাটি থেকে বাষ্পীভূত জলকণা এবং জারণের মাধ্যমে সৃষ্ট কার্বন ডাইঅক্লাইড বায়ুতে মিশে যায় তাকেই বর্জন প্রক্রিয়া বলে।
- রূপাস্তরণ কাকে বলে ?
উত্তরঃ- মাটির মধ্যেকার জৈব ও খনিজ পদার্থ যে প্রক্রিয়ায় রূপান্তরিত হয়, তাকেই রূপান্তরণ বলে।
- স্থানান্তরণ কাকে বলে ?
উত্তরঃ- মাটির মধ্যেকার জৈব ও খনিজ পদার্থ যখন দ্রবীভূত হয়ে মাটির মধ্যেই স্থানান্তরিত হয়, তখন একে স্থানান্তরণ বলে।
- সোলোনেজ বা সোলোনেজ মাটি কীভাবে সৃষ্টি হয় ?
উত্তরঃ- মাটির উপরিভাগের লবণকণা জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম হাইড্রোক্লাইডে পরিণত হয় এবং জৈব পদার্থকে দ্রবীভূত করে মাটির ওপরের স্তরে জমা করলে সোলোনেজ মাটির সৃষ্টি হয়।
- ব্যাহত পরিলেখ (Interrupted Profile) কাকে বলে ?
উত্তরঃ- বনভূমি পরিষ্কার করে চাষাবাদ শুরু হলে সেখানে অতিরিক্ত ভূমিকর্ষণের ফলে মাটির স্তরগুলি পরস্পরের সঙ্গে মিশে গেলে তাকে ব্যাহত পরিলেখ বলে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।