Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Soil in India Important SAQ Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যেভারতের মৃত্তিকা সংক্রান্ত SAQ প্রশ্নোত্তর | Soil in India Important SAQ Questions Answers ||. এই ভারতের মৃত্তিকা সংক্রান্ত SAQ প্রশ্নোত্তর | Soil in India Important SAQ Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
ভারতের মৃত্তিকা সংক্রান্ত SAQ প্রশ্নোত্তর | Soil in India Important SAQ Questions Answers
- ভারতে প্রধানত কয় ধরণের মাটি দেখা যায়?
উঃ ৭ ধরণের।
- নদী উপত্যকার পুরনো পলিমাটিকে কী বলে?
উঃ ভাঙ্গর।
- নদী উপত্যকার নতুন পলিমাটিকে কী বলে?
উঃ খাদর।
- পলিমাটিতে কী কী ফসল উৎপন্ন হয়?
উঃ ধান, গম, পাট, তুলো, আখ প্রভৃতি।
- ব্যাসল্ট শিলাগঠিত মাটির রঙ কেমন হয়?
উঃ কালো রঙের।
- কালো মাটিতে কী চাষ ভালো হয়?
উঃ তুলো চাষ।
- মহারাষ্ট্রের মালভূমি অঞ্চলে কোন মাটি বেশি দেখা যায়?
উঃ কালো মাটি।
- কালো মাটির অপর নাম কী?
উঃ রেগুর।
- মাটির রং লাল হয় কেন?
উঃ মাটিতে লোহার পরিমাণ বেশি থাকলে।
- সিরোজেম কী?
উঃ মরু অঞ্চলের মাটির অপর নাম সিরোজেম।
- ভারতে কোন শ্রেণির মাটি বেশি দেখা যায়?
উঃ পলি মাটি।
- পডসল কাকে বলে?
উঃ জৈব পদার্থ বা হিউমাস মিশ্রিত সরলবর্গীয় অঞ্চলের মাটিকে পডসল বলে।
- মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় কী?
উঃ বৃক্ষরোপণ।
- ভারতের ভূমিসংরক্ষণ গবেষণাগারগুলি কোথায় অবস্থিত?
উঃ দেরাদুন, চণ্ডীগড়, কোটা, যোধপুর।
- ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়?
উঃ দাক্ষিণাত্যের পশ্চিমভাগ নীলগিরি ও কার্ডামম পার্বত্য অঞ্চলে, উড়িষ্যার পাহাড়ী এলাকায় এবং ছোটনাগপুর মালভূমিতে।
- ভারতীয় কৃষিতে কোন প্রকার মাটি গুরুত্বপূর্ণ?
উঃ পলিমাটি।
- ভুর কী?
উঃ উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলের কোথাও কোথাও একপ্রকার অত্যন্ত সূক্ষ্ম কণার মাটি দেখা যায়। একেই ভুর বলে।
- ভারতের কোন শহরে মৃত্তিকা গবেষণাগার স্থাপিত হয়েছে?
উঃ দেরাদুনে।
- রেগুর কী?
উঃ দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকার স্থানীয় নাম রেগুর।
- খাদর কী?
উঃ উত্তর ভারতের গঙ্গাসমভূমি অঞ্চলের নদীর উভয় তীরের প্লাবন ভূমিতে যে নতুন পলিগঠিত মৃত্তিকা দেখা যায় তাকে খাদর বলে।
- পডসল মৃত্তিকা ভারতের কোথায় কোথায় দেখা যায়?
উঃ হিমালয় পার্বত্য অঞ্চলের উচ্চ অংশে যেখানে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য আছে।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।