Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি SLST Exam Questions Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে SLST গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাউনলোড | SLST Exam Questions Answer।
SLST গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাউনলোড | SLST Exam Questions Answer
1. সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম (সর্বোচ্চ) কোন জিনিস আবিষ্কার করেছিল?
উত্তর:- তুলা
2. হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে?
উত্তর:- দয়ারাম সাহনি
3. সিন্ধু সভ্যতার বন্দর কোনটি ছিল?
উত্তর:- লোথাম
4. মাপকাঠির আবিষ্কার প্রমাণ করেছে যে সিন্ধু উপত্যকার লোকেরা পরিমাপ ও ওজনের সাথে পরিচিত ছিল। এই আবিষ্কার কোথায় ঘটেছে?
উত্তর:- লোথাম
5. হরপ্পার সমাজ কোন শ্রেণীতে বিভক্ত ছিল?
উত্তর:- পণ্ডিত, যোদ্ধা, ব্যবসায়ী এবং শ্রমিক
6. সিন্ধু সভ্যতার সবচেয়ে উপযুক্ত নাম কোনটি?
উত্তর:- হরপ্পা সভ্যতা
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
7. হরপ্পা সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয়?
উত্তর:- 1921 খ্রিস্টাব্দে
8. হরপ্পান সভ্যতার মানুষের সমাজ ব্যবস্থা কেমন ছিল?
উত্তর:- ন্যায্য সমতাবাদী
9. হরপ্পা সভ্যতার কোন প্রাচীন স্থানকে “সিন্ধুর বাগান” বলা হয়?
উত্তর:- মহেঞ্জোদারো।
10. কিউবার সংকটের উৎপত্তি কোন সালে?
উত্তর:- 1962 সালে
11. ওয়ারশ চুক্তি কোন দেশের সামরিক গোষ্ঠী ছিল?
উত্তর:- সোভিয়েত ইউনিয়ন
12. কোন সম্পদ দখল করতে ইরাক কুয়েতকে হাইজ্যাক করেছিল?
উত্তর:- তেলের জন্য
13. বিশ্ব নারী দিবস কবে পালিত হয়?
উত্তর:- ৮ মার্চ
14. আমরা কখন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি?
উত্তর:- ৫ জুন
15. চিপকো আন্দোলনের উদ্দেশ্য কি ছিল?
উত্তর:- নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে।
16. হরপ্পা সর্বপ্রথম কোন সালে খনন করা হয়?
উত্তর:- 1981 সালে
17. কার দ্বারা ভারতে প্রথম তামাক গাছ আনা হয়েছিল?
উত্তর:- পর্তুগিজদের দ্বারা
18. আকবরের উজির কে ছিলেন?
উত্তর:- বৈরাম খান
19. খানওয়ার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর:- 1527 সালে
20. গুর্জরা প্রতিহার রাজবংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- প্রথম নাগভট্ট।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।