ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর | Sixteen Mahajanapadas Questions Answer
1. কাশী মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
উত্তর:- বারানসী
2. বৈদিক কোন গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়?
উত্তর:- ঐতরেয় ব্রাহ্মণ
3. আম্রপালি নটী কোন নগরের গনিকা ছিলেন?
উত্তর:- বৈশালী
4. মগধের প্রাচীন রাজধানীরকোথায় ছিল?
উত্তর:- গিরি ব্রজ
5. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কয়টি মহাজনপদের উল্লেখ জৈন গ্রন্থ ‘ভগবতী সূত্র’ অনুযায়ী পাওয়া যায়?
উত্তর:- 16 টি
6. কোন বৌদ্ধ গ্রন্থ থেকে 16 টি মহাজনপদের অবস্থান স্পষ্ট ভাবে জানা যায়?
উত্তর:- অঙ্গুত্তরনিকায়
7. খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে 16 টি মহাজন’পদের মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল?
উত্তর:- অস্মক
8. বর্তমানে অযোধ্যা অঞ্চলে কোন মহাজনপদটি গড়ে উঠেছিল?
উত্তর:- কোশল
9. অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কী ছিল?
উত্তর:- চম্পা
10. প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানীর নাম ছিল?
উত্তর:- কুরু।