ষোড়শ মহাজনপদ | Sixteen Mahajanapadas Download PDF

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Sixteen Mahajanapadas pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ষোড়শ মহাজনপদ || Sixteen Mahajanapadas Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ষোড়শ মহাজনপদ || Sixteen Mahajanapadas Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।




🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ষোড়শ মহাজনপদ | Sixteen Mahajanapadas pdf

১) কোন ষোড়শ মহাজনপদের প্রথম রাজা ছিলেন বিম্বিসার?

❏ মগধ

২) মহাজন কথার অর্থ কি?

❏ বৃহৎ রাজা

৩) ষোড়শ মহাজনপদ গুলির বর্তমান নাম লেখ?

❏ কাশী ➧ বারানসী

❏ কোশল ➧ অযোধ্যা

❏ অঙ্গ ➧ পূর্ব বিহার

❏ মগধ ➧ দক্ষিন বিহার

❏ বৃজি ➧ উত্তর বিহার

❏ মল্ল ➧ মালব

❏ চেদী ➧ বুন্দেলখন্ড

❏ বৎস ➧ এলাহবাদ

❏ কুরু ➧ দিল্লী

❏ মৎস্য ➧ জয়পুর (রাজস্থান)

❏ শূরসেন ➧ যমুনা তীরবর্তী রাজ্য

❏ অস্মক ➧ গোদাবরী তীরবর্তী রাজ্য

❏ অবন্তী ➧ মধ্যভারত

❏ গান্ধার ➧ পেশোয়ার

❏ কম্বোজ ➧ গান্ধার নিকটবর্তী রাজ্য

৪) ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে কোন রাজ্যটি আটটি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে তৈরী ছিল?

❏ বৃজি

৫) ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল?

❏ বৃজি ও মল্ল

৬) ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি গনতান্ত্রিক রাজ্য?

❏ মল্ল

৭) ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক?

❏ বৃজি

৮) ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কতগুলি রাজ্য রাজতান্ত্রিক ছিল?

❏ ১৪ টি

৯) দক্ষিণ ভারতে গড়ে ওঠা মহাজনপদের নাম কী?

❏ অস্মক

১০) বৎস রাজ উদয়নকে কেন্দ্র করে কোন সাহিত্য রচিত হয়েছে?

❏ ভাসের স্বপ্নবাসবদত্তা এবং হর্ষবর্ধনের রত্নাবলি ও প্রিয়দর্শীকা

১১) ষোড়শ মহাজনপদের কোনটি রাষ্ট্রসংঘ নামে পরিচিত?

❏ বৃজি (৩৬টি গনরাজ্য মিলে বৃজি, অজাতশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল যদিও পরাজিত হয়, তাই বৃজিকে রাষ্ট্রসংঘ বলা হয়)

১২) গৌতম বুদ্ধ কোন মহাজনপদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

❏ মল্লতে

১৩) কোন ষোড়শ মহাজনপদের প্রথম রাজা ছিলেন বিম্বিসার?

❏ মগধ

১৪) মগধের রাজধানী কোথায় ছিল?

❏ প্রথম রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ (বর্তমানে রাজগীর),পরে রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয়।

১৫) কোন মহাজনপদের রাজধানীর নাম বৈশালী?

❏ বৃজি

১৬) শুক্তিমতি কোন জনপদের রাজধানী?

❏ চেদি

১৭) কোন জনপদটি তুলা শিল্পে বিখ্যাত ছিল?

❏ বৎস

১৮) কোন জনপদটি দুটিভাগে ভাগ হয়ে যায়?

❏ অবন্তী (উত্তরাংশ ➧ উজ্জয়িনী, দক্ষিনাংশ  ➧  মহিমতী)

১৯) উদয়ন কোন মহাজনপদের রাজা ছিলেন?

❏ বৎস

২০) কোন মহাজনপদের রাজধানীর নাম ইন্দ্রপ্রস্থ?

❏ কুরু

Sixteen Mahajanapadas Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Sixteen Mahajanapadas pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive




Download:- Click Here to Download

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. ভারতের প্রধান কুটির শিল্প কী ছিল ?

উত্তরঃ- ভারতের প্রধান কুটির শিল্প ছিল বস্ত্র শিল্প।

  1. বাংলার কোন্ বস্ত্রশিল্পের খ্যাতি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছিল ?

উত্তরঃ- বাংলার মসলিনের খ্যাতি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছিল।

  1. মসলিনের বস্ত্র কী ?

উত্তরঃ- মসলিন বস্ত্র হল বাংলাদেশের ঢাকার তাঁতিদের বোনা একপ্রকার অতি সূক্ষ্ম বস্ত্র।

  1. ভারতের সর্বাপেক্ষা বেশি রপ্তানি দ্রব্য কী ছিল ?

উত্তরঃ- ভারতের সর্বাপেক্ষা বেশি রপ্তানি দ্রব্য ছিল সুতি ও রেশম বস্ত্র।

  1. শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে কোন্ কোন্ কাঁচামালের চাহিদা বাড়ে ?

উত্তরঃ- শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে তুলো, নীল, পাট ইত্যাদি কাঁচামালের চাহিদা বাড়ে।

  1. ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ?

উত্তরঃ- ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ইস্ট-ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে।

  1. ‘বোর্ড অব রেভিনিউ’ কে গঠন করেন ?

উত্তরঃ- ‘বোর্ড অব রেভিনিউ’ গঠন করেন ওয়ারেন হেস্টিংস।

  1. পাঁচসালা বন্দোবস্ত কে, কবে চালু করেন ?

উত্তরঃ- পাঁচসালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে।

  1. আমিনি কমিশন কে, কেন গঠন করেন ?

উত্তরঃ- আমিনি কমিশন ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি-বন্দোবস্ত ও ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত তথ্য জানার জন্য গঠন করেন।

  1. কে, কবে দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন ?

উত্তরঃ- লর্ড কর্ণওয়ালিস দশসালা বন্দোবস্ত চালু করেন ১৭৯০ খ্রিস্টাব্দে।

  1. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন ?

উত্তরঃ- লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন।

  1. রায়তওয়ারি ব্যবস্থা কোথায় প্রচলিত হয়েছিল ?

উত্তরঃ- রায়তওয়ারি ব্যবস্থা মাদ্রাজ, মহীশূর, মহারাষ্ট্র প্রভৃতি স্থানে প্রচলিত হয়েছিল।

  1. মহলওয়ারি ব্যবস্থা কোথায় প্রচলিত হয়েছিল ?

উত্তরঃ- মহলওয়ারি ব্যবস্থা উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ প্রভৃতি স্থানে প্রচলিত হয়েছিল।

  1. ইংল্যান্ড কবে ভারতীয় বস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ?

উত্তরঃ- ১৭২০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পার্লামেন্টে আইন পাশের দ্বারা ভারতীয় বস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

  1. ‘ওয়েলেথ্ অব নেশনস্’ কে, কবে রচনা করেন ?

উত্তরঃ- ‘ওয়েলেথ্ অব নেশনস্’ ১৭৭৬ খ্রিস্টাব্দে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ রচনা করেন।

  1. সূর্যাস্ত আইন কী ?

উত্তরঃ- নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে ভূমিরাজস্ব জমা দেওয়ার আইনকেই সূর্যাস্ত আইন বলা হয়।

  1. কার আমলে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার অবসান ঘটে ?

উত্তরঃ- ওয়ারেন হেস্টিংসের আমলে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার অবসান ঘটে।

  1. ভারত চিন থেকে কোন দ্রব্য আমদানি করত ?

উত্তরঃ- ভারত চিন থেকে আফিম আমদানি করত।

  1. ভাইয়াচারি ব্যবস্থা কোথায় প্রবর্তিত হয়েছিল ?

উত্তরঃ- ভাইয়াচারি ব্যবস্থা পাঞ্জাবে প্রবর্তিত হয়েছিল।

  1. একসালা বন্দোবস্ত কে, কবে প্রবর্তন করেন ?

উত্তরঃ- একসালা বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস ১৭৭৭ খ্রিস্টাব্দে প্রবর্তন করেন।

  1. কোম্পানির আমলে ভারতের অর্থনীতির ভিত্তি কী ছিল ?

উত্তরঃ- কোম্পানির আমলে ভারতের অর্থনীতির ভিত্তি ছিল কৃষি।

  1. ইংল্যান্ডে প্রথম কোন্ শিল্পে শিল্পবিপ্লব সংঘটিত হয় ?

উত্তরঃ- ইংল্যান্ডে প্রথম বস্ত্রশিল্পে শিল্পবিপ্লব সংঘটিত হয়।

  1. কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ১৭৭৪ খ্রিস্টাব্দে।

  1. কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?

উত্তরঃ- কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।

  1. রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩ খ্রি.) কী উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছিল ?

উত্তরঃ- রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩ খ্রি.) প্রবর্তিত হয়েছিল ইস্ট-ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here