Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Sea Waves Questions Answers in Bengali || সমুদ্রতরঙ্গ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সমুদ্রতরঙ্গ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Sea Waves Questions Answers in Bengali | Sea Waves & Coast ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সমুদ্রতরঙ্গ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Sea Waves Questions Answers in Bengali | Sea Waves & Coast || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
সমুদ্রতরঙ্গ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Sea Waves Questions Answers in Bengali | Sea Waves & Coast
- উপকূল কাকে বলে ?
উত্তরঃ- সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলকে উপকূল বলে।
- উপকূলরেখা কী ?
উত্তরঃ- উপকূলরেখা হল উপকূল বরাবর উঁচু পাড়ের সীমারেখা।
- তটভূমি কাকে বলে ?
উত্তরঃ- উপকূলের সামনের দিকের ভূমিভাগকে তটভূমি বলে।
- সৈকত কাকে বলে ?
উত্তরঃ- সমুদ্রতরঙ্গ বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি তটভূমির উপর সশ্চিত হয়ে যে প্রায় সমতল ভূমিভাগ গঠিত হয় তাকে সৈকত বলে।
- সমুদ্রতরঙ্গ কাকে বলে ?
উত্তরঃ- সমুদ্রজলরাশির উলম্ব সালনকে সমুদ্রতরঙ্গ বলে।
- বাইট কী ?
উত্তরঃ- প্রতিনিয়ত সমুদ্রতরঙ্গের আঘাতে উপকূলীয় অংশে সৃষ্ট বৃহদাকার খাঁজগুলিকে বাইট বলে।
- টম্বোলো কী ?
উত্তরঃ- যে সামুদ্রিক বাঁধ এক বা একাধিক দ্বীপকে উপকূলের সাথে যুক্ত করে, সেই বাঁধকে টম্বোলো বলে।
- ওয়াতেন কী ?
উত্তরঃ- পুরোদেশীয় বাঁধ ও স্পিটের পিছনের অংশ সৃষ্ট লবণাক্ত জলাভূমিকে জার্মান ভাষায় ওয়াতেন বলে।
- ফিয়র্ড (Fiord) কী ?
উত্তরঃ- দক্ষিণ সুইডেনের নিমজ্জিত নিম্ন উপকূলে সৃষ্ট খাঁজগুলিকে ফিয়র্ড বলে।
- লেগুন বা কয়াল কী ?
উত্তরঃ- পুরোদেশীয় বাঁধের পিছনে সমুদ্রের জল আবদ্ধ হয়ে যে জলাভূমির সৃষ্টি হয় তাকে লেগুন বলে। লেগুনকে স্থানীয় ভাষায় কয়াল বলে।
- ঊর্মিভঙ্গ কী ?
উত্তরঃ- উপকূলীয় অঞ্চলে সমুদ্রতরঙ্গের সামনের দিকের কুণ্ডলীকে উর্মিভঙ্গ বলে।
- সোয়াশ কী ?
উত্তরঃ- সমুদ্র থেকে বেলাভূমির দিকে ধাবিত সমুদ্রতরঙ্গকে সোয়াশ বলে।
- রোলার কী ?
উত্তরঃ- বড়ো আকারের সমুদ্রতরঙ্গকে রোলার বলে।
- সম্মুখ তটভূমি কাকে বলে ?
উত্তরঃ- সমুদ্রজলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত প্রসারিত অংশকে সম্মুখ তটভূমি বলে।
- পুরোদেশীয় তটভূমি কী ?
উত্তরঃ- সম্মুখ তটভূমির সামনের দিকের প্রসারিত অংশকে পুরোদেশীয় তটভূমি বলে।
- ভৃগু কী ?
উত্তরঃ- সমুদ্রের তীরবর্তী উঁচু খাঁজকাটা খাড়া পাড়কে ভৃগু বলে।
- ক্যাজম কী ?
উত্তরঃ- প্রতিনিয়ত সমুদ্রতরঙ্গের আঘাতে সমুদ্রভৃগুতে সৃষ্ট খাঁজটি খাদে পরিণত হলে তাকে ক্যাজম বলে।
- ফ্লিট কী ?
উত্তরঃ- বালি বা নুড়ির চর দিয়ে বিচ্ছিন্ন উপহ্রদকে ফ্লিট বলে।
- ফেচ কী ?
উত্তরঃ- উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠকে ফেচ বলে।
- ডেন কাকে বলে ?
উত্তরঃ- উপকূল অঞ্চলে সমুদ্রতরঙ্গ ও বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত বালিয়াড়িকে ডেন বলে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।