বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম || Scientific names of different plants || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Scientific names of different plants pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম || Scientific names of different plants || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম || Scientific names of different plants || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘




[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম || Scientific names of different plants || pdf

উদ্ভিদ ————————— বিজ্ঞানসম্মত নাম

🔲 ধান ——————————- ওরাইজা স্যাটাইভা

🔲 কার্পাস ——————————- গসিপিয়াম হার্বেসিয়াম

🔲 আখ ——————————- স্যাকারাম অফিসিনারাম

🔲 বট ——————————- ফিকার্স বেঙ্গালেনসিস

🔲 নারকেল ——————————- কোকোস নুসিফেরা

🔲 গম ——————————- ট্রিটিকাম অ্যাসটিভাম

🔲 ভুট্টা ——————————- জিয়া মেইজ

🔲 মটর ——————————- পিজাম স্যাটিভাম

🔲 তামাক ——————————- নিকোটিনা টাবাকাম

🔲 সিঙ্কোনা ——————————- সিঙ্কোনা ক্যালিসায়া

🔲 চা ——————————- ক্যামেলিয়া সিনেন্সিস

🔲 কফি ——————————- কফি আরাবিকা

🔲 শাল ——————————- সোরিয়া রোবাস্টা

🔲 সেগুন ——————————- টেকটোনা গ্রান্ডিস

🔲 পেয়ারা ——————————- প্রসিডিয়াম গুয়াজাভা

🔲 হলুদ ——————————- কারকুমা লঙ্গা

🔲 জিরা ——————————- কুমিনাস সাইমিনাম

🔲 লঙ্কা ——————————- ক্যাপসিকাম ফুটেসেন্স

🔲 তেজপাতা ——————————- সিনামোনাম টামালা

🔲 সরিষা ——————————- ব্রাসিকা ক্যাম্পেস্টিরাস

🔲 সূর্যমুখী ——————————- হেলিয়ানথাস অ্যানাস

🔲 সর্পগন্ধা ——————————- রাউলফিনা সার্পেন্টিনা

🔲 কোকো ——————————- থিওবরোমা কোকো

🔲 কলা ——————————- মুসা প্যারাডিসিয়েকা

🔲 বরবটি ——————————- র্যাপহানাস স্যাটিভাস

🔲 ছোলা ——————————- সীসার অ্যারিটিনাম

🔲 ঢ্যাঁড়স ——————————- অবেলমসচাস এসকুলেনটাস

🔲 আম ——————————- ম্যাঙ্গিফেরা ইন্ডিকা

🔲 রসুন ——————————- অ্যালিয়াম স্যাটিভাম

Scientific names of different plants Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Scientific names of different plants pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive




Download:- Click Here to Download

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. কোষ কাকে বলে?

উত্তরঃ কোষ হল জীবদেহের গঠন ও কাজের একক।

২. সবচেয়ে বড় কোষ কি?

উত্তরঃ উট পাখির ডিম।

৩. সবচেয়ে ছোট কোষ কোনটি?

উত্তরঃ Mycoplasma golisepticum- নামক ব্যাকটেরিয়ার কোষ।

৪. মানবদেহের সবচেয়ে ছোট কোষ কি?

উত্তরঃ শ্বেতকণিকা।

৫. সবচেয়ে দীর্ঘ কোষ কি?

উত্তরঃ মানুষের স্নায়ুকোষ (১মিটার)।

৬. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?

উত্তরঃ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি।

৭. এককোষী প্রাণীর উদাহরণ দাও?

উত্তরঃ ব্যাকটেরিয়া, অ্যামিবা, ম্যালেরিয়া জীবাণু ইত্যাদি।

৮. নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ কত প্রকার ও কি কি?

উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক) আদি বা প্রোক্যারিওটিক কোষ খ) প্রকৃত বা ইউক্যারিওটিক কোষ।

৯. আদি কোষের বৈশিষ্ট্য লিখ।

উত্তরঃ আদি কোষের বৈশিষ্ট্য হলঃ

• গঠনঃ সরল ও জটিলতা বর্জিত।
• নিউক্লিয়াসঃ সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই। DNA অণু থাকলেও সুনির্দিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অনুপস্থিত।
• ক্রোমোসোম আদি প্রকৃতির। একটি মাত্র DNA অণু ক্রোমোসোমের কাজ সম্পাদন করে।
• রাইবোজম ছাড়া অন্য কোন কোষীয় অঙ্গাণু নেই।
• অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়।

১০. আদি কোষের উদাহরণ দাও।

উত্তরঃ ব্যাক্টেরিয়া, ঈস্ট।

১১. প্রকৃত কোষের বৈশিষ্ট্য লিখ।

উত্তরঃ প্রকৃত কোষের বৈশিষ্ট্য হলঃ

• গঠনঃ অপেক্ষাকৃত জটিল।
• নিউক্লিয়াসঃ সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস আছে।
• ক্রোমোসোম সুগঠিত।
• সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে।
• বিভাজন প্রক্রিয়াঃ মাইটোসিসে এবং মেয়োসস।

১২. প্রকৃত কোষের উদাহরণ দাও।

উত্তরঃ মানবদেহের কোষ।

১৩. উদ্ভিদ কোষ ও প্রাণিকোষর পার্থক্য কি?

উত্তরঃ উদ্ভিদ কোষ (Plant Cell):

• সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে।
• প্লাস্টিড থাকে।
• এক বা একাধিক কোষ গহবর থাকে।
• সাধারনত সেন্ট্রোসোম থাকে না।
• সঞ্চিত খাদ্য – স্টার্ট/শ্বেতসার।

প্রাণিকোষ (Animal Cell):
• কোষ প্রাচীর নেই।
• প্লাস্টিড নেই।
• নিম্নশ্রেণীর প্রাণী ব্যতীত অধীকাংশ কোষে কোষগহবর থাকে না।
• সর্বদা সেন্ট্রোসোম থাকে।
• সঞ্চিত খাদ্য – গ্লাইকোজেন।

১৪. শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ কত প্রকার ও কি কি?

উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক) দেহকোষ খ) জনন কোষ

১৫. জননকোষর উদাহরণ দাও?

উত্তরঃ জননকোষ দুই ধরনের। যথাঃ শুক্রাণু ও ডিম্বাণু।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here