বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর 2022 || Science quiz questions and answers 2022

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Science quiz questions and answers 2022. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। CompTIA Dumps ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর 2022 || Science quiz questions and answers 2022 ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর 2022 || Science quiz questions and answers 2022 || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর 2022 || Science quiz questions and answers 2022

1.ভাসনের সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী ?

উ: আর্কিমিডিস

  1. রাডার এর আবিষ্কর্তা কে ?

উ: ওয়াটসন

  1. দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহৃত হয় ?

উ: অবতল দর্পণ

  1. পাউরুটি ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাসটি হল ?

উ: কার্বন ডাই অক্সাইড

  1. লেন্স পরিমাপের একক কি ?

উ: ডায়াপ্টার

  1. জার্মান সিলভার এ কোন সংকর ধাতু থাকে ?

উ: তামা, দস্তা, নিকেল

  1. মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি ?

উ: স্নায়ু কোষ

  1. কিলোওয়াট ঘন্টা কিসের একক ?

উ: শক্তি

  1. তড়িৎ আধান জমা হয় যে যন্ত্রে তাকে কি বলে ?

উ: ক্যাপাসিটর

  1. নিউটন এর আবিষ্কর্তা কে ?

উ: স্যাডউইক

  1. দুধ থেকে দই এ পরিণত হওয়া ব্যাকটেরিয়ার নাম কি ?

উ: ল্যাকটোব্যাসিলাস

  1. পেশী ও যকৃতের শক্তি সঞ্চিত রূপটি হলো ?

উ: গ্লাইকোজেন

  1. কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত কে ?

উ: লাইসোজোম

  1. শ্বসনে সহায়ক কোষ অঙ্গাণু নাম কি ?

উ: মাইট্রোকন্ডিয়া

  1. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু ?

উ: রাইবোজোম

  1. ব্যাকটেরিয়া এর আবিষ্কারক কে ?

উ: লিউয়েন হুক

  1. একটি বৃহত্তম কোষের নাম কি ?

উ: উট পাখির ডিম

  1. রোদের অনোন্যক কে কি নামে পরিচিত ?

উ: পরিবাহিতা

  1. সূর্য শক্তির প্রধান উৎস কি ?

উ: নিউক্লিয় সংযোজন

  1. টাংস্টেন এর রাসায়নিক চিহ্ন কোনটি ?

উ: W

  1. পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু হলো ?

উ: লিথিয়াম

  1. এরিথ্রোসাইট নামে পরিচিত কে ?

উ: RBC

  1. মানবদেহের হাটের চেম্বার সংখ্যা হল ?

উ: 4 টি

  1. সালোকসংশ্লেষ কম হয় কোন রঙের আলোয় ?

উ: সবুজ রঙের আলোয়

  1. কার্য করার সামর্থ্য কে বলা হয় ?

উ: শক্তি

  1. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিড ?

উ: ল্যাকটিক অ্যাসিড

  1. প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয় ?

উ: জিপসাম কে

  1. তরিত্রহীন সংযোগ আবিষ্কার করেছেন কে ?

উ: মার্কোনী 

  1. প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ কি ?

উ: শব্দের প্রতিফলন

  1. মুক্ত ধাতু কোনটি ?

উ: সোনা 

  1. মিলিবাগ কোন চাষের সঙ্গে সম্পর্কিত ?

উ: সরিষা

  1. আমাদের শরীরের উপরের ত্বক টির নাম কি ?

উ: এপিডার্মিস

  1. বংশগতির একক কাকে বলা হয় ?

উ: জীন

  1. এক্স রশ্মী মূলত কোন কণার আধান ?

উ: ফোটন

  1. কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয় ?

উ: শূন্য মাধ্যমে

  1. সবুজ বর্ণের ফুল লাল আলো দেখলে কি দেখাবে ?

উ: কালো

  1. তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে তাকে কি বলা হয় ?

উ: ধারক

  1. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় কোন আলোর মাধ্যমে ?

উ: ঘন থেকে লঘু মাধ্যমে

  1. ঘনকোণের একক টির নাম কি ?

উ: স্টেরেডিয়ান

  1. একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কেমন হয় ?

উ: অসীম

  1. একটি আদর্শ অ্যামমিটারের   রোধ কত থাকে ?

উ: শূন‍্য 

  1. ফিউজ তার কোন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরি ?

উ: টিন ও সীসা

43.দুধের ph মান কত থাকে ?

উ:  6.6

  1. পিঁপড়ের হুল থেকে কোন অ্যাসিড নির্গত হয় ?

উ: ফরমিক অ্যাসিড

  1. দোলকের দোলনকাল নির্ভর করে ?

উ: দৈর্ঘ্যের উপর

  1. ভাইটাল ফোর্স থিওরি দেন কোন বিজ্ঞানী  ?

উ: বারজেলিয়াস

  1. ইউরিয়াতে নাইট্রোজেন এর উপস্থিতি কত 

শতাংশ ?

উ: 46 %

  1. এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণের জন্য ?

উ: এইডস

  1. অ্যামিবার গমন অঙ্গ হল ?

উ: ক্ষণপদ

  1. কাকে পন্ড সিল্ক  বলা হয় ?

উ: স্পাইরোগাইরা

  1. সবচাইতে ভাইরাসের বৃদ্ধি ঘটে কিসে ?

উ: সজীব কোষে

  1. গাছের কোন অংশ থেকে তুলা তন্ত পাওয়া যায় ?

উ: ফল

  1. গাছের কোন অংশ থেকে কপি প্রস্তুত করা হয় ?

উ: বীজ

  1. নিকোটিন কোন গাছের পাতা থেকে পাওয়া যায় ?

উ: তামাক গাছের পাতা

  1. মানুষের মাথার ওজন কত গ্রাম ?

উ: 1300 – 1400 গ্ৰাম

  1. কফির Ph  মান কত ?

উ: 4.3 – 5

  1. কোন অ্যাসিড কে  মিউরিয়েটিক অ্যাসিড বলা 

হয় ?

উ: সালফিউরিক অ্যাসিড

  1. দার্শনিকের উল কাকে বলা হয় ?

উ: জিংক অক্সাইড কে

  1. পরীক্ষাগারে প্রস্তুত প্রথম কৃত্রিম জৈব যৌগ 

কোনটি ?

উ: ইউরিয়া

  1. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ?

উ: নাইট্রাস অক্সাইড

  1. অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয় ?

উ: সালফিউরিক অ্যাসিড

  1. কলিচুন এর রাসায়নিক সংকেত হলো ?

উ: Ca (OH)2

  1. নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?

উ: সোলার মাস

  1. X রশ্মির আবিষ্কারক কে ?

উ: রন্টজেন

  1. X রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যর ক্রম  কত ?

উ: 1 অ্যানস্ট্রম

  1. সিটি স্ক্যানে কোন রশ্মি ব্যবহৃত হয় ?

উ: X এক্স রশ্মি ব্যবহৃত হয়

  1. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?

উ: দূরত্ব

  1. কোন দুটি দূরত্বের পার্থক্য কে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে ?

উ: পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব

  1. সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে কোন 

স্তর ?

উ: ওজোন স্তর

  1. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?

উ: মুম্বাই

  1. ফাইবার অপটিক্স এর আবিষ্কারক কে ?

উ: নারিন্দার কাপানি

  1. এন্ডোস্কোপের কার্যনীতি মূলত কিসের উপর ভিত্তি করে ?

উ: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

  1. ক্ষমতার Si এককটির নাম হল ?

উ: ওয়াট

  1. খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?

উ: ক্যালোরি

  1. ব্লটিং পেপার দ্বারা কালির শোষণের কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে ?

উ: ক‍্যাপিলারি 

  1. মার্স গ্যাস কাকে বলা হয় ?

উ: মিথেন

  1. 1 অশ্ব ক্ষমতা = কত ওয়াট ?

উ: 746 ওয়াট

  1. 1 নটিক‍্যাল মাইল = কত মিটার ?

উ: 1852 মিটার 

  1. 1  বার = কত পাসকেল ?

উ:  100000 পাসকেল

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।