SBI PO Admit Card Download 2022 | ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি

AJJKAL.COM:

SBI PO Admit Card Download 2022 : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় প্রবেশনারি অফিসার পদের জন্য 1673 জন কর্মী নিয়োগের জন্য প্রিলিম পরীক্ষার SBI PO Admit Card 2022 প্রকাশ করা হয়েছে। কল লেটার ডাউনলোড করার সরাসরি লিঙ্কটি নীচে দেওয়া হয়েছে।

আগামী 17 থেকে 20 ডিসেম্বর 2022 পর্যন্ত SBI PO 2022 প্রিলিম পরীক্ষার হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। SBI PO Prelims -এ যে প্রার্থী পাশ করবেন তারাই SBI PO নিয়োগ 2022-এর মেইন পরীক্ষায় বসার জন্য বিবেচিত হবেন।

SBI PO অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি:-
SBI PO অ্যাডমিট কার্ড 2022 ডাউনলোড করতে , একজন প্রার্থীর অবশ্যই তার সাথে নীচের উল্লেখিত প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত থাকতে হবে।
Username/Registration Number
Password/Date of Birth

উপরে উল্লিখিত এই দুটি নথি থাকলেই পার্থী তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। SBI PO Admit Card 2022 ডাউনলোড করার পর প্রিন্ট করে রাখতে হবে। ডাউনলোড করার পদ্ধতি নিচে দেওয়া হলো–

স্টেপ-1: প্রথমে পার্থীকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in -এ যেতে হবে।

আরও চাকরির খবর পড়ুন:-

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ভারতীয় সেনাবাহিনীতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

স্টেপ-2: SBI এর অফিসিয়াল ওয়েবসাইট এর হোমপেজের নিচে বাম দিকে ক্যারিয়ার বিকল্পে যেতে হবে।

স্টেপ-3: এখন আপনার সামনে সবই ক্যারিয়ার এর ট্যাব খুলে যাবে।

স্টেপ-4: এরপর আপনাকে Join SBI -তে ক্লিক করতে হবে।

স্টেপ-5: কারেন্ট ওপেনিং সেকশনে “প্রবেশনারি অফিসারদের নিয়োগ (বিজ্ঞাপন নম্বর CRPD/ PO/2022-23/18)” অনুসন্ধান করতে হবে এবং তারপরে এটিতে ক্লিক করতে হবে।

স্টেপ-6: “Call letter for Preliminary Examination” এ ক্লিক করতে হবে।

স্টেপ-7: অ্যাডমিট কার্ডের ভাষা নির্বাচন করতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় আপনার রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তবে ডাউনলোড করার আগে অ্যাডমিট কার্ডে আপনার নাম, ঠিকানা ইত্যাদি সঠিক আছে কিনা চেক করে নেবেন।

এই কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার SBI PO প্রিলিমস পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনি অবশ্যই সেটি প্রিন্ট আউট করে নিতে হবে।


বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।