Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Sadar City Different Districts of West Bengal in Bengali || পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Sadar City Different Districts of West Bengal in Bengali || পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহর ||. এই Sadar City Different Districts of West Bengal in Bengali || পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Sadar City Different Districts of West Bengal in Bengali || পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহর
- বাঁকুড়া ➨ বাঁকুড়া
- পশ্চিম মেদিনীপুর ➨ মেদিনীপুর
- দক্ষিণ দিনাজপুর ➨ বালুরঘাট
- দক্ষিণ ২৪ পরগণা ➨ আলিপুর
- পুরুলিয়া ➨ পুরুলিয়া
- উত্তর দিনাজপুর ➨ রায়গঞ্জ
- উত্তর ২৪ পরগণা ➨ বারাসাত
- নদিয়া ➨ কৃষ্ণনগর
- মুর্শিদাবাদ ➨ বহরমপুর
- মালদা ➨ ইংরেজ বাজার
- কলকাতা ➨ কলকাতা
- জলপাইগুড়ি ➨ জলপাইগুড়ি
- হাওড়া ➨ হাওড়া
- হুগলি ➨ চুঁচুড়া
- পূর্ব মেদিনীপুর ➨ তমলুক
- দার্জিলিং ➨ দার্জিলিং
- কোচবিহার ➨ কোচবিহার
- বীরভূম ➨ সিউড়ি
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
(১) পশ্চিমবঙ্গের আয়তন কত?
উঃ- ৮৮,৭৫২ বর্গকিমি।
(২) আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?
উঃ- ১৪-তম।
(৩) পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত?
উঃ- ৬২৩ কিমি।
(৪) পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত?
উঃ- ৩২০ কিমি।
(৫) কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী।
(৬) পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত রয়েছে?
উঃ- তিনটি — বাংলাদেশ, নেপাল ও ভুটান।
(৭) পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত?
উঃ- উত্তর দিনাজপুর জেলায় (চোপড়া)।
(৮) ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে রয়েছে?
উঃ- ২.৭০ শতাংশ।
(৯) পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
উঃ- কর্কটক্রান্তি রেখা।
(১০) পশ্চিমবঙ্গের কয়টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উঃ- ৫ টি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদীয়া।
(১১) পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কিরূপ?
উঃ- উত্তরে ২৭ ডিগ্রি ১৩ মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে ২১ ডিগ্রি ২৫ মিনিট উত্তর অক্ষাংশ।
(১২) পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার কিরূপ?
উঃ- পশ্চিমে ৮৫ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে ৮৯ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব দ্রাঘিমা।
(১৩) পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উঃ- বাংলাদেশ।
(১৪) পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাযুক্ত ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উঃ- ভুটান।
(১৫) পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি?
উঃ- সিকিম।
(১৬) কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক বিস্তৃত?
উঃ- বাংলাদেশ (২২১৭ কিমি)।
(১৭) পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত?
উঃ- পাঁচটি।
(১৮) পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কত?
উঃ- ২৩ টি।
(১৯) ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে?
উঃ- পাঁচটি — সিকিম, আসাম, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা
(২০) পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত?
উঃ- ৯,১৩,৪৭,৭৩৬ জন (২০১১ জনগণনা)।
(২১) পশ্চিমবঙ্গের কোন নদী ‘ত্রাসের নদী’ নামে পরিচিত?
উঃ- তিস্তা।
(২২) কোন নদীর অপর নাম দিচু?
উঃ- জলঢাকা।
(২৩) পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
উঃ- অজয়।
(২৪) শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি?
উঃ- রূপনারায়ণ।
(২৫) হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ?
উঃ- কেলেঘাই ও কংসাবতী।
(২৬) মহানন্দা নদীর উৎসস্থল কোথায় অবস্থিত?
উঃ- পাগলাঝোরা ফলস্।
(২৭) পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে?
উঃ- সুবর্ণরেখা।
(২৮) তিস্তা নদীর প্রধান উপনদী কোনটি?
উঃ- রঙ্গিত।
(২৯) উর্দ্ধপ্রবাহে তোর্সা নদী কি নামে পরিচিত?
উঃ- মাচু।
(৩০) কোন নদী ‘বাংলার দুঃখ’ নামে পরিচিত?
উঃ- দামোদর।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।