RRB Competitive Exam Questions Answers in Bengali | Part-27

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি RRB Competitive Exam Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে RRB Competitive Exam Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই RRB Competitive Exam Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

RRB Competitive Exam Questions Answers in Bengali

  1. ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোনটি ?

উত্তর : তেলাঙ্গানা

  1. ন্যাশনাল গ্যালারি অফ পোর্ট্রেট কোথায় অবস্থিত ?

উত্তর : চণ্ডীগড়

  1. সিগফ্রেড লাইন কী ?

উত্তর : ফ্রান্স ও জার্মানির সীমান্ত নিরূপণকারী রেখা।

  1. Seven Summers কে লিখেছেন

উত্তর : মূলকরাজ আনন্দ।

  1. সারিষ্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?

উত্তর : রাজস্থানে

  1. গালিভার কার সৃষ্ট চরিত্র ?

উত্তর : জোনাথন সুইফট

  1. NTPC পুরো কথা কী ?

উত্তর : ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন।

  1. মধুমতী ছবির পরিচালক কে ?

উত্তর : বিমল রায়

  1. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা কত সালে হয় ?

উত্তর : ১৩৪৭ সালে

  1. ন্যায় কন্দলী কার লেখা ?

উত্তর : শ্রীধর ভট্ট

  1. ভারতের অ্যাটর্নি জেনেরালকে কে নিয়োগ করেন ?

উত্তর : রাষ্ট্রপতি

  1. নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানের কোথায় বর্ণিত আছে ?

উত্তর : ৫১ – ক অনুচ্ছেদে

  1. কোন কমিটির প্রস্তাব অনুসারে গঠিত হয় NABARD ?

উত্তর : শিবরামণ কমিটির প্রস্তাব অনুসারে।

  1. সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারেন ?

উত্তর : রাষ্ট্রপতি

  1. প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট কোন অধিকারকে সংকুচিত করে ?

উত্তর : স্বাধীনতার অধিকার

  1. কোন ধারায় ভারতে সর্বভারতীয় চাকরির কথা বলা আছে ?

উত্তর : ৩১২

  1. প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় ?

উত্তর : ১৯৫২

  1. জিলিপ লা গিরিপথ কোথায় অবস্থিত ?

উত্তর : সিকিমে

  1. বিন্ধ্য পর্বত কী ধরনের পর্বত ?

উত্তর : স্তূপ পর্বত

  1. দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয় ?

উত্তর : তামিলনাড়ু সমভূমিকে।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।