বাংলা সাহিত্যের ছন্দ | Rhythm of Bengali Literature Pdf Download

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Rhythm of Bengali Literature Pdf Download pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের ছন্দ || Rhythm of Bengali literature || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা সাহিত্যের ছন্দ || Rhythm of Bengali literature || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা সাহিত্যের ছন্দ || Rhythm of Bengali literature || pdf

প্রশ্নঃ সনেটের শেষ অংশকে কি বলে?

উত্তরঃ ষষ্টক

প্রশ্নঃ সনেটের ক’টি অংশ?

উত্তরঃ দুটি

প্রশ্নঃ ‘তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ’ কোন ছন্দ?

উত্তরঃ পয়ার

প্রশ্নঃ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক করেন কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্নঃ ‘পয়ার’ কোন ছন্দের অন্তর্ভুক্ত?

উত্তরঃ অমিত্রাক্ষর

প্রশ্নঃ মাত্রাবৃত্ত ছন্দে যুগ্মধ্বনি কয় মাত্রার?

উত্তরঃ ২

প্রশ্নঃ মাইকের মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-

উত্তরঃ সনেটে

প্রশ্নঃ “আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগর তীরে।” কোন ছন্দে রচিত?

উত্তরঃ স্বরবৃত্ত

প্রশ্নঃ ছড়া কোন ছন্দে রচিত হয়?

উত্তরঃ স্বরবৃত্ত

প্রশ্নঃ বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্নঃ ছেলে-ভুলানো ছড়াসমূহ সাধারণত কোন ছন্দে লেখা হয়?

উত্তরঃ স্বরবৃত্ত

প্রশ্নঃ ‘লৌকিক ছন্দ’ কাকে বলে?

উত্তরঃ স্বরবৃত্তকে

প্রশ্নঃ ‘ছন্দের যাদুকর’ কে ছিলেন?

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

প্রশ্নঃ বাংলা ছন্দ কত রকমের?

উত্তরঃ তিন রকমের

প্রশ্নঃ কোন কবি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্নঃ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান’-কোন ছন্দে রচিত?

উত্তরঃ স্বরবৃত্ত

প্রশ্নঃ ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-

উত্তরঃ অন্ত্যমিল নেই

প্রশ্নঃ যে ছন্দে যুক্তধ্বনি সবসময় একমাত্রা হিসাবে গননা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?

উত্তরঃ অক্ষরবৃত্ত ছন্দ

প্রশ্নঃ ‘আমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-

উত্তরঃ অন্ত্যমিল নেই

প্রশ্নঃ স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক কে?

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

প্রশ্নঃ ধ্বনিপ্রধান ছন্দ বলা হয় কোন ছন্দকে?

উত্তরঃ মাত্রাবৃত্ত

প্রশ্নঃ রবীন্দ্রনাথ কোন ছন্দকে চূড়ার ছন্দ বলেছেন?

উত্তরঃ স্বরবৃত্ত

প্রশ্নঃ স্বরবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা কত?

উত্তরঃ চার

প্রশ্নঃ কোন ছন্দে যুগ্মধ্বনি সব জায়গাতেই দুই মাত্রা হবে?

উত্তরঃ মাত্রাবৃত্ত

প্রশ্নঃ ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন?

উত্তরঃ ইটালিয়ান

প্রশ্নঃ “খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে” কোন ছন্দে রচিত?

উত্তরঃ মাত্রাবৃত্ত

প্রশ্নঃ বাংলা ছন্দ প্রধানত কত প্রকার?

উত্তরঃ ৩

প্রশ্নঃ “হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি”-এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?

উত্তরঃ অসঙ্গতি

প্রশ্নঃ যৌগিক ছন্দ বলা হয় কোন ছন্দকে?

উত্তরঃ অক্ষরবৃত্ত

প্রশ্নঃ ‘বঙ্গভাষা’ মাইকেল মধুসূদন দত্তের কোন ধরনের রচনা?

উত্তরঃ সনেট

প্রশ্নঃ যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার,তাকে বলা হয়-

উত্তরঃ স্বরবৃত্ত

বাংলা সাহিত্যের ছন্দ

বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার যথা: স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।

❏ পয়ার ছন্দে ➥ অন্ত্যমিল থাকে।

❏ অমিত্রাক্ষর ➥ অন্ত্যমিল নেই।

❏ স্বরবৃত্ত ছন্দকে লৌকিক ছন্দ বলে।

❏ মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনির প্রধান ছন্দ বলা হয়।

❏ অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রধান ছন্দ বলে।

❏ ছড়া ➥ স্বরবৃত্ত ছন্দে রচিত হয়।

ছন্দের প্রবর্তক

❏ অমিত্রাক্ষর ➥ মাইকেল মধুসূদন দত্ত।

❏ স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক করেন ➥ সত্যেন্দ্রনাথ দত্ত।

❏ গদ্য ছন্দের প্রবর্তন করেন ➥ সত্যেন্দ্রনাথ দত্ত।

❏ মুক্তক ছন্দের প্রবর্তন করেন ➥ কাজী নজরুল ইসলাম।

❏ সমিল মুক্তক ছন্দের প্রবর্তন করেন ➥ রবীন্দ্রনাথ ঠাকুর।

কবি উপাধি

❏ ছন্দের যাদুকর বলা হয় ➥ সত্যেন্দ্রনাথ দত্তকে।

❏ ছান্দসিক কবি বলা হয় ➥ কবি আব্দুল কাদিরকে।

অমিত্রাক্ষর ছন্দে রচিত

১। তিলোত্তমাসম্ভব কাব্য ➥ মাইকেল মধুসূদন দত্ত

২। মেঘনাদবধ কাব্য ➥মাইকেল মধুসূদন দত্ত

৩। পদ্মাবতী(দ্বিতীয় অঙ্ক) ➥ মাইকেল মধুসূদন দত্ত

৪। বীরাঙ্গনা কাব্য ➥ মাইকেল মধুসূদন দত্ত

অক্ষরবৃত্ত ছন্দে রচিত

১। বঙ্গভাষা ➥ মাইকেল মধুসূদন দত্ত

২। তাহারেই পড়ে মনে ➥ সুফিয়া কামাল

৩। একটি ফটোগ্রাফ(মুক্ত অক্ষরবৃত্ত) ➥ শামসুর রহমান

৪। বাংলাদেশ ➥ অমিয় চক্রবর্তী

মাত্রাবৃত্ত ছন্দে রচিত

১। চর্যাপদ ➥ হরপ্রসাদ শাস্ত্রী (আবিষ্কারক)

২। আঠারো বছর বয়স ➥ সুকান্ত ভট্টাচার্য

৩। সোনার তরী ➥ রবীন্দ্রনাথ ঠাকুর

৪। পাঞ্জেরী ➥ ফররুখ আহমদ

৫। জীবন বন্দনা ➥ কাজী নজরুল ইসলাম

৬। কবর ➥ জসীমউদ্দিন

স্বরবৃত্তে ছন্দে রচিত

১। বাংলা আমার ➥ কায়কোবাদ

মিত্রাক্ষর ছন্দে রচিত

১। ব্রজাঙ্গনা কাব্য ➥ মাইকেল মধুসূদন দত্ত

মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয় ছন্দে রচিত

১। চতুর্দশপদী কবিতাবলী ➥ মাইকেল মধুসূদন দত্ত

গদ্যছন্দে রচিত

১। আমার পূর্ব বাংলা ➥ সৈয়দ আলী আহসান

Rhythm of Bengali literature Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Rhythm of Bengali literature pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive



Download:- Click Here to Download

🔶 বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে?

উত্তরঃ- প্যারীচাদ মিত্র।

২. ‘কথোপকথন’ এর রচয়িতা কে? =উইলিয়াম কেরি।

৩. ‘গাজিকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?

উত্তরঃ- পুঁথি সাহিত্য।

৪. ‘পুরষ্কার’ কার কবিতা?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

৫. ‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে?

উত্তরঃ- সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল

৬. ‘ভারততীর্থ’ কার লেখা কবিতা?

উত্তরঃ- রবিঠাকুর

৭. “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এটি কার রচনা?

উত্তরঃ- ভারত চন্দ্র রায়গুণাকর

৮. “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা?

উত্তরঃ- ঈশ্বরী পাটনি

৯. “মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন” / “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” কার রচিত?

উত্তরঃ- ভারতচন্দ্র রায়গুণাকর

১০. “যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী… ন জানি” কোন কাব্যের অন্তর্গত?

উত্তরঃ- নূরনামা

১১ . ১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে?

উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্ত

১২. আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি?

উত্তরঃ- ডাক খনার বচন।

১৩. আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত?

উত্তরঃ- টপ্পাগান।

১৪. আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে ?

উত্তরঃ- ১৮০১ সাল থেকে। (প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০, রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭-)

১৫. আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত?

উত্তরঃ- ১৮০১ সাল থেকে বর্তমান।

১৬. আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে?

উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্ত

১৭. আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?

উত্তরঃ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

১৮. আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি?

উত্তরঃ- গদ্য

১৯. আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?

উত্তরঃ- চর্যাগীতি কোষ।

২০. আব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন।

উত্তরঃ- ইউসুফ-জোলেখা, নূরনামা, কারবালা, শহরনামা।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here