Revolutionary Movement of India Questions Answers in Bengali || ভারতের বৈপ্লবিক আন্দোলন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Revolutionary Movement of India Questions Answers in Bengali || ভারতের বৈপ্লবিক আন্দোলন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Revolutionary Movement of India Questions Answers in Bengali || ভারতের বৈপ্লবিক আন্দোলন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. এই Revolutionary Movement of India Questions Answers in Bengali || ভারতের বৈপ্লবিক আন্দোলন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Revolutionary Movement of India Questions Answers in Bengali || ভারতের বৈপ্লবিক আন্দোলন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ভারতের জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়৷

  1. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কংগ্রেস কীভাবে শক্তিশালী হয় ?

উত্তরঃ- কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ভারতসভা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ায় কংগ্রেস শক্তিশালী হয়।

  1. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় বড়োেলাট কে ছিলেন ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় বড়োেলাট ছিলেন লর্ড ডাফরিন।

  1. রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কী ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রথম যুগের আবেদন-নিবেদন নীতি পরিচিত ছিল রাজনৈতিক ভিক্ষাবৃত্তি নামে।

  1. ভারতীয় কাউন্সিল আইন কবে পাশ হয় ?

উত্তরঃ- ভারতীয় কাউন্সিল আইন ১৮৯২ খ্রিস্টাব্দে পাশ হয়।

  1. কোন্ বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?

উত্তরঃ- ১৯১১ খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

  1. জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম লেখো।

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম হল দাদাভাই নৌরজি ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়৷

  1. জাতীয় কংগ্রেসের তিনজন চরমপন্থী নেতার নাম লেখো।

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের তিনজন চরমপন্থী নেতার নাম হল বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় ও বিপিনচন্দ্র পাল।

  1. কোন্ অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে যায় ?

উত্তরঃ- কংগ্রেসের সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে যায়।

  1. ‘শের-ই-পাঞ্জাব’ বা ‘পাঞ্জাব কেশরী’ কাকে বলা হয় ?

উত্তরঃ- ‘শের-ই-পাঞ্জাব’ বা ‘পাঞ্জাব কেশরী’ বলা হয় লালা লাজপত রায়কে।

  1. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই’ — কার উক্তি ?

উত্তরঃ- ‘স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই’ — এটি বালগঙ্গাধর তিলকের উক্তি।

  1. ‘বন্দেমাতরম্’ পত্রিকা কে প্রকাশ করেন ?

উত্তরঃ- ‘বন্দেমাতরম্’ পত্রিকা অরবিন্দ ঘোষ প্রকাশ করেন।

  1. ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তরঃ- ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা হলেন লালা লাজপত রায়।

  1. বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয় ?

উত্তরঃ- বঙ্গভঙ্গ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ ই অক্টোবর থেকে কার্যকরী হয়।

  1. কোন্ গভর্নর জেনারেল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন ?

উত্তরঃ- গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন।

  1. অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন ?

উত্তরঃ- অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন শচীন্দ্রপ্রসাদ বসু।

  1. ‘রাষ্ট্রগুরু’ আখ্যা কাকে দেওয়া হয়েছিল ?

উত্তরঃ- ‘রাষ্ট্রগুরু’ আখ্যা দেওয়া হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

  1. বাংলার স্বদেশি আন্দোলনের একজন মুসলিম নেতার নাম লেখো।

উত্তরঃ- বাংলার স্বদেশি আন্দোলনের একজন মুসলিম নেতা হলেন লিয়াকৎ হোসেন।

  1. কোন্ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ?

উত্তরঃ- ১৯১১ খ্রিস্টাব্দের ১২ ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়।

  1. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু।

  1. বঙ্গভঙ্গের সময় সবথেকে জনপ্রিয় সঙ্গীত কী ছিল ?

উত্তরঃ- বঙ্গভঙ্গের সময় সবথেকে জনপ্রিয় সঙ্গীত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বাংলার মাটি, বাংলার জল’।

  1. বঙ্গভঙ্গ আন্দোলনের একজন বিখ্যাত নেতার নাম লেখো।

উত্তরঃ- বঙ্গভঙ্গ আন্দোলনের একজন বিখ্যাত নেতা হলেন অশ্বিনীকুমার দত্ত।

  1. বয়কট আন্দোলনের ডাক প্রথম কে দিয়েছিলেন ?

উত্তরঃ- বয়কট আন্দোলনের ডাক প্রথম দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্র তাঁর ‘সঞ্জীবনী’ পত্রিকায়।

  1. মর্লে-মিন্টো সংস্কার কবে প্রবর্তন করা হয় ?

উত্তরঃ- মর্লে-মিন্টো সংস্কার প্রবর্তিত হয় ১৯০৯ খ্রিস্টাব্দে।

  1. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

  1. ‘অভিনব ভারত’ কে গঠন করেন ?

উত্তরঃ- ‘অভিনব ভারত’ গঠন করেন বিনায়ক দামোদর সাভারকার।

  1. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হত ?

উত্তরঃ- বাংলার মুকুটহীন রাজা বলা হত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

  1. ‘যুগান্তর’ দল কে গঠন করেন ?

উত্তরঃ- বারীন্দ্রকুমার ঘোষ ‘যুগান্তর’ দল গঠন করেন।

  1. ‘গদর’ পার্টির প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ- ‘গদর’ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল।
  2. ‘গদর’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ- ‘গদর’ শব্দের অর্থ বিপ্লব।

  1. জার্মানির স্টুটগার্টে কে ভারতের পতাকা উত্তোলন করেন ?

উত্তরঃ- জার্মানির স্টুটগার্টে মাদাম কামা ভারতের পতাকা উত্তোলন করেন।

  1. বাঘা যতীনের প্রকৃত নাম কী ?

উত্তরঃ- বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

  1. বাঘা যতীন কোন্ যুদ্ধে নিহত হন ?

উত্তরঃ- বাঘা যতীন বুড়িবালামের যুদ্ধে নিহত হন।

  1. মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের জনক কাকে বলা হয় ?

উত্তরঃ- মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের জনক বাসুদেব বলবন্ত ফাদকেকে বলা হয়।

  1. লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ?

উত্তরঃ- লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় ১৯১৫ খ্রিস্টাব্দে।

  1. ‘মাভেরিক’ কী ?

উত্তরঃ- ‘মাভেরিক’ হল জার্মানির একটি জাহাজ।

  1. স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেছিলেন ?

উত্তরঃ- ‘স্বদেশ বান্ধব সমিতি’ গঠন করেছিলেন অশ্বিনীকুমার দত্ত।

  1. ভারতে সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক কে ছিলেন ?

উত্তরঃ- ভারতে সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক ছিলেন বালগঙ্গাধর তিলক।

  1. ঢাকার অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ঢাকার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিনবিহারী দাস।

  1. ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

উত্তরঃ- ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে।

  1. রাসবিহারী বসুর ছদ্মনাম কী ছিল ?

উত্তরঃ- রাসবিহারী বসুর ছদ্মনাম ছিল পি. এন. ঠাকুর।

  1. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?

উত্তরঃ- জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে।

  1. ‘ইন্ডিয়া হাউস ’ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ‘ইন্ডিয়া হাউস’ প্রতিষ্ঠা করেন শ্যামজী কৃষ্ণবর্মা।

  1. কোন মামলায় অরবিন্দ ঘোষ অভিযুক্ত হন ?

উত্তরঃ- আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ অভিযুক্ত হন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।