Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Name of Respiratory System of Different Animals. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন প্রাণীর শ্বাস যন্ত্রের নাম | Name of Respiratory System of Different Animals।
বিভিন্ন প্রাণীর শ্বাস যন্ত্রের নাম | Name of Respiratory System of Different Animals
প্রাণীর নাম ➤ শ্বাস যন্ত্রের নাম
- অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা – উল্লেখযোগ্য শ্বাসযন্ত্র থাকে না। দেহ – তল শান্তির আদানপ্রদানে বিশেষ ভূমিকা গ্রহণ করে।
- কেঁচো, জোঁক – সুনির্দিষ্ট শ্বাসযন্ত্র থাকে না। দেহত্বক বা চামড়া শ্বসনে অংশ গ্রহণ করে।
- পতঙ্গ — আরশোলা, প্রজাপতি, ফাড়িং ইত্যাদি – 10 জোড়া বিশ্বাসছিদ্র এবং ট্র্যাকিয়া বা বিশ্বাসনালি
- মাকড়সা, কাঁকড়াবিছে – বুক লাঙ বা বই – ফুসফুস
- শামুক, ঝিনুক – ফুলকা, পালমোনারি স্যাক
- চিংড়ি, রাজকাঁকড়া – বুকগিল বা বই – ফুলকা
- মাছ – ফুলকা
- কই, মাগুর, শিঙি – ফুলকা, অতিরিক্ত শব্দ যন্ত্র
- ব্যাঙ্গাচি – বহিঃফুলকা
- ব্যাঙ (উভচর) – ফুসফুস, চামড়া, মুখবিবর – গলবিলের মিউকাস পর্দা
- সরীসৃপ, পার্টি নাপায়ী (টিকটিকি, তিমি) – ফুসফুস
- মানুষ – ফুসফুস
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।