বিভিন্ন প্রাণীর শ্বাস যন্ত্রের নাম | Name of Respiratory System of Different Animals

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Name of Respiratory System of Different Animals. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন প্রাণীর শ্বাস যন্ত্রের নাম | Name of Respiratory System of Different Animals

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal



বিভিন্ন প্রাণীর শ্বাস যন্ত্রের নাম | Name of Respiratory System of Different Animals



প্রাণীর নাম ➤ শ্বাস যন্ত্রের নাম

  1. অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা – উল্লেখযোগ্য শ্বাসযন্ত্র থাকে না। দেহ – তল শান্তির আদানপ্রদানে বিশেষ ভূমিকা গ্রহণ করে।
  2. কেঁচো, জোঁক – সুনির্দিষ্ট শ্বাসযন্ত্র থাকে না। দেহত্বক বা চামড়া শ্বসনে অংশ গ্রহণ করে।
  3. পতঙ্গ — আরশোলা, প্রজাপতি, ফাড়িং ইত্যাদি – 10 জোড়া বিশ্বাসছিদ্র এবং ট্র্যাকিয়া বা বিশ্বাসনালি
  4. মাকড়সা, কাঁকড়াবিছে – বুক লাঙ বা বই – ফুসফুস
  5. শামুক, ঝিনুক – ফুলকা, পালমোনারি স্যাক
  6. চিংড়ি, রাজকাঁকড়া – বুকগিল বা বই – ফুলকা
  7. মাছ – ফুলকা
  8. কই, মাগুর, শিঙি – ফুলকা, অতিরিক্ত শব্দ যন্ত্র
  9. ব্যাঙ্গাচি – বহিঃফুলকা
  10. ব্যাঙ (উভচর) – ফুসফুস, চামড়া, মুখবিবর – গলবিলের মিউকাস পর্দা
  11. সরীসৃপ, পার্টি নাপায়ী (টিকটিকি, তিমি) – ফুসফুস
  12. মানুষ – ফুসফুস







Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।