উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন | Regional Economic Development Questions Answers

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন | Regional Economic Development Questions Answers

  1. ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রের নাম লেখো।

উত্তর:- কোরবা

  1. ছত্তিশগড়ের প্রধান লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম লেখো।

উত্তর:- ভিলাই

  1. ছত্তিশগড়ে একমাত্র পাটশিল্প গড়ে উঠেছে কোন স্থানে?

উত্তর:- রায়গড়ে

  1. ছত্তিশগড়ের কোন স্থানে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?

উত্তর:- বিলাসপুরে

  1. ভারতের সিলিকন ভ্যালি কোন শিল্পটির জন্য অধিক বিখ্যাত?

উত্তর:- বৈদ্যুতিন

  1. ভারতের ‘সিলিকন ভ্যালি’ নামে পরিচিত শহরটির নাম লেখো?

উত্তর:- বেঙ্গালুরু (গার্ডেন সিটি)

  1. ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্যটির নাম লেখো।

উত্তর:- ছত্তিশগড়

  1. পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞলের নাম লেখো।

উত্তর:- হলদিয়া।

8.ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মৈকাল পাহাড়ে যে খনিজ পদার্থটি পাওয়া যায় সেটির নাম লেখো?

উত্তর:- বক্রাইট।

  1. ছত্তিশগড়ে বসবাসকারী প্রধান উপজাতি সম্প্রদায় কী নামে পরিচিত?

উত্তর:- গোল্ড নামে পরিচিত।

  1. অর্থনৈতিক উন্নয়নের একটি মূল সূচক লেখো।

উত্তর:- ক্রয় ক্ষমতার সমতা।

  1. ছত্তিশগড়ের কোন জেলায় অরণ্যের পরিমাণ সর্বাধিক এবং কোন জেলায় অরণ্যের পরিমাণ সর্বনিম্ন?

উত্তর:- সুরগুজা (সর্বাধিক) ও দুর্গ (সর্বনিম্ন)।

  1. ছত্তিশগড়ে মোট আয়তনের প্রায় কত শতাংশ অংশে অরণ্য আছে?

উত্তর:- 19:26%।

  1. ছত্তিশগড়ের প্রধান নদীটির নাম লেখো?

উত্তর:- মহানদী।

  1. কোন জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত?

উত্তর:- চিত্রকুট জলপ্রপাত (ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত)।

  1. ছত্তিশগড় রাজ্যে পাওয়া যায় দুটি গুরুত্বপূর্ণ খনিজের নাম লেখো।

উত্তর:- কয়লা ও ডলোমাইট।