রাজ্যের স্বাস্থ্য দফতরে কয়েকশো কর্মী নিয়োগ, বেতন ২০ হাজার টাকা

AJJKAL.COM:

চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সুখব। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করতে চলেছে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনে ১২০৩ জন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে। আবেদন করতে হবে খুবই তাড়াতাড়ি।

বিজ্ঞপ্তি নম্বরঃ- SHFWS/2022/252.

অফিসিয়াল ওয়েবসাইটঃ- http://www.wbhealth.gov.in/




প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শূন্যপদঃ-

১২০৩ টি শূন্য পদের মধ্যে ৪৮৩ টি পদ অসংরক্ষিত। তফশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ৩৩০ এবং ৯০ টি আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া ওবিসি এ ১৫০, ওবিসি বি ১০৫ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪৫ টি আসন সংরক্ষিত রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ-

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি পাশ। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সঙ্গে বাংলা লিখতে-পড়তে ও কথা বলতে জানতে হবে।

বয়সসীমাঃ-

আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৪০ বছর। এর পরেও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

Ajjkal




প্রার্থী বাছাই পদ্ধতিঃ-

প্রার্থী বাছাই করা হবে মেধা তালিকার ভিত্তিতে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদনের ফিঃ-

কমিউনিটি হেলথ অফিসার পদে আবেদন করতে গেলে প্রার্থীকে ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের দিতে হবে ৫০ টাকা করে।

আবেদনের পদ্ধতিঃ-

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে।
আবেদনের ফি জমা করতে হবে ২০২২-এর ২৫ জুনের মধ্যে। আর সম্পূর্ণ আবেদনপত্র জমা করতে হবে ৩০ জুনের মধ্যে।