Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Rebellions Against the British Rule in India Questions Answers || ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Rebellions Against the British Rule in India Questions Answers || ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. এই Rebellions Against the British Rule in India Questions Answers || ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Rebellions Against the British Rule in India Questions Answers || ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তরঃ- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুজন নেতা হলেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানি।
- মজনু শাহ কে ছিলেন ?
উত্তরঃ- মজনু শাহ ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতা।
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোেহ কতদিন ধরে চলেছিল ?
উত্তরঃ- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ প্রায় চল্লিশ বছর ধরে চলেছিল।
- রংপুরের বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তরঃ- রংপুরের বিদ্রোহ ১৭৮৩ খ্রিস্টাব্দে হয়েছিল।
- রংপুরের বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তরঃ- রংপুরের বিদ্রোহের প্রধান নেতা ছিলেন নুরুলউদ্দিন।
- কবে, কার নেতৃত্বে সন্দীপের বিদ্রোহ হয়েছিল ?
উত্তরঃ- ১৭৬৯ খ্রিস্টাব্দে আবু তোরাপের নেতৃত্বে সন্দীপের বিদ্রোহ হয়েছিল।
- পাগলাপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তরঃ- পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন টিপু।
- পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তরঃ- পাইক বিদ্রোহের নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র।
- পলিগার বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?
উত্তরঃ- পলিগার বিদ্রোহ মাদ্রাজের তিনেভেল্লি জেলায় সংঘটিত হয়েছিল।
- ফরাজি আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল ?
অথবা, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ?
উত্তরঃ- ফরাজি আন্দোলন হাজি শরিয়তউল্লার নেতৃত্বে শুরু হয়েছিল।
- ‘ফরাজি’ শব্দটি কোথা থেকে এসেছে ?
উত্তরঃ- ‘ফরাজি’ শব্দটি আরবি শব্দ ‘ফরাইজ’ থেকে এসেছে যার অর্থ ‘অবশ্য পালনীয় কর্তব্য’।
- ফরাজি আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উত্তরঃ- ফরাজি আন্দোলনের দুজন নেতা হলেন দুদুমিয়া (মহম্মদ মহসিন) ও তাঁর পুত্র নোনামিয়া (আবদুল গফুর)।
- ফরাজি আন্দোলন কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল ?
উত্তরঃ- ফরাজি আন্দোলন ফরিদপুর, ঢাকা, পাবনা, বাখরগঞ্জ, যশোর, নোয়াখালি প্রভৃতি স্থানে বিস্তার লাভ করেছিল।
- ভারতে ওয়াহাবি আন্দোলন কে শুরু করেন ?
উত্তরঃ- ভারতে ওয়াহাবি আন্দোলন শুরু করেন সৈয়দ আহমদ।
- ‘ওয়াহাবি’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ- ‘ওয়াহাবি’ শব্দের অর্থ নবজাগরণ।
- সৈয়দ আহমদ কবে মৃত্যুবরণ করেন ?
উত্তরঃ- সৈয়দ আহমদ ১৮৩১ খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে নিহত হন।
- বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তরঃ- বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির।
- তিতুমিরের প্রকৃত নাম কী ছিল ?
উত্তরঃ- তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলি।
- তিতুমিরের প্রধান সেনাপতি কে ছিলেন ?
উত্তরঃ- তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম।
- কে নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ?
উত্তরঃ- তিতুমির নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।
- রাজা প্রভাত কে ছিলেন ?
উত্তরঃ- রাজা প্রভাত ছিলেন সিংভূমের রাজা।
- কবে কোলবিদ্রোহ শুরু হয়েছিল ?
উত্তরঃ- ১৮৩১ খ্রিস্টাব্দে কোলবিদ্রোহ শুরু হয়েছিল।
- কোলবিদ্রোহের দুজন নেতার নাম লেখো ।
উত্তরঃ- কোলবিদ্রোহের দুজন নেতার নাম বুধু ভগত ও জোয়া ভগত।
- সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ।
উত্তরঃ- সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম সিধু ও কানু।
- সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উত্তরঃ- সাঁওতাল বিদ্রোহ ছোটনাগপুর অঞ্চলের এক বিস্তীর্ণ এলাকায় হয়েছিল।
- সাঁওতাল পরগণা কী ?
উত্তরঃ- সরকার সাঁওতাল বিদ্রোহের ফলে সাঁওতালদের জন্য যে স্বতন্ত্র পরগণা গঠন করে তার নাম ‘সাঁওতাল পরগণা’।
- চূয়াড় বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উত্তরঃ- চূয়াড় বিদ্রোহ হয়েছিল মেদিনীপুরের জঙ্গলমহল অঞ্চলে।
- দুর্জন সিং -এর নাম কোন্ বিদ্রোহের সঙ্গে জড়িত ?
উত্তরঃ- দুর্জন সিং -এর নাম চূয়াড় বিদ্রোহের সঙ্গে জড়িত।
- কবে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল ?
উত্তরঃ- ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল।
- কবে মহাবিদ্রোহ শুরু হয়েছিল ?
উত্তরঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ শুরু হয়েছিল।
- কোন্ রাইফেলের কার্তুজকে কেন্দ্র করে সিপাহিদের মধ্যে বিক্ষোভ দেখা দেয় ?
উত্তরঃ- এনফিল্ড রাইফেলের কার্তুজকে কেন্দ্র করে সিপাহিদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়।
- মঙ্গল পান্ডে কে ছিলেন ?
উত্তরঃ- মঙ্গল পান্ডে ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহীদ।
- কোথায় প্রথম মহাবিদ্রোহ্ সূত্রপাত হয় ?
উত্তরঃ- ব্যারাকপুরে প্রথম মহাবিদ্রোহের সূত্রপাত হয়।
- মহাবিদ্রোহের (১৭৫৭) সময় দিল্লির মোগলসম্রাট কে ছিলেন ?
উত্তরঃ- মহাবিদ্রোহের সময় মুগলসম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
- ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
- মহাবিদ্রোহের সময় কাকে সিপাহিরা ‘ভারতের সম্রাট’ বলে ঘোষণা করেন ?
উত্তরঃ- মহাবিদ্রোহের সময় সিপাহিরা মোগলসম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ‘ভারতের সম্রাট’ বলে ঘোষণা করেন।
- অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তরঃ- অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরৎ মহল।
- কানপুরে সিপাহিদের নেতৃত্ব দিয়েছিলেন কে ?
উত্তরঃ- কানপুরে সিপাহিদের নেতৃত্ব দিয়েছিলেন নানাসাহেব ও তাতিয়া তোপী৷
- লক্ষ্মীবাঈ কে ছিলেন ?
উত্তরঃ- লক্ষ্মীবাঈ ছিলেন ঝাঁসির রানি ও মহাবিদ্রোহের একজন অন্যতম নেত্রী।
- কুনওয়ার সিং কোথায় বিদ্রোহীদের নেতৃত্ব দেন ?
উত্তরঃ- কুনওয়ার সিং বিহারে বিদ্রোহীদের নেতৃত্ব দেন।
- ‘আনন্দমঠ’ ও ‘দেবী চৌধুরানি’ উপন্যাসদ্বয় কোন্ বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছিল ? ‘
উত্তরঃ- ‘আনন্দমঠ’ ও ‘দেবী চৌধুরানি’ উপন্যাসদ্বয় সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছিল।
- কোন্ আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয় ?
উত্তরঃ- ‘Act for the Better Government of India’ আইনের মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়।
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
- ‘ভাইসরয়’ কথার অর্থ কী ?
উত্তরঃ- ‘ভাইসরয়’ কথার অর্থ রাজপ্রতিনিধি।
- মহারানির ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয় ?
উত্তরঃ- মহারানির ঘোষণাপত্র ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ লা নভেম্বর প্রকাশ করা হয়।
- মহারানি ঘোষণাপত্র কে, কোথায় প্রকাশ করেন ?
উত্তরঃ- মহারানির ঘোষণাপত্র লর্ড ক্যানিং, এলাহাবাদে প্রকাশ করেন।
- মোপলা বিদ্রোহ হয়েছিল ?
উত্তরঃ- মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার বা দক্ষিণ কেরল অঞ্চলে।
- কবে মহারানি ভিক্টোরিয়া ‘ভারতসম্রাজ্ঞী’ উপাধি পান ?
উত্তরঃ- মহারানি ভিক্টেরিয়া ১৮৭৭ খ্রিস্টাব্দে ১ লা জানুয়ারি ‘ভারতসম্রাজ্ঞী’ উপাধি পান।
- ‘ভারতীয় কাউন্সিল আইন’ কবে পাশ হয় ? ‘
উত্তরঃ- ‘ভারতীয় কাউন্সিল আইন’ ১৮৬১ খ্রিস্টাব্দে পাশ হয়।
- ব্রিটিশ শাসনের প্রথম শতকের একটি কৃষক বিদ্রোহের নাম লেখো।
উত্তরঃ- ব্রিটিশ শাসনের প্রথম শতকের একটি কৃষক বিদ্রোহের নাম হল রংপুরের কৃষক বিদ্রোহ।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।