Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Reasoning and Math MCQ Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রিজনিং ও অংক MCQ প্রশ্নোত্তর PDF | Reasoning and Math MCQ Questions Answers PDF।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
রিজনিং ও অংক MCQ প্রশ্নোত্তর PDF | Reasoning and Math MCQ Questions Answers PDF
PDF- কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-
- ভিন্ন বিকল্প টি খুঁজে বের করো
(A) FMTA
(B) AGMS
(C) GMSY
(D) DJPV
উত্তর:- (A) FMTA
- ডাক্তার : নার্স : : নেতা : ?
(A) রাজনীতি
(B) আইন
(C) অনুগামী
(D) জনগণ
উওর:-(C) অনুগামী
- DEH : HIL :: GHL : ?
(A) KJP
(B) KPL
(C) KLP
(D) KLO
উওর:-(B) KPL
- 2×4×6=4, 9×3×7=13, 4×7×6=3, 9×7×8= ?
(A) 10
(B) 8
(C) 7
(D) 9
উওর:-(A) 10
- 4, 12, 42, 196, 1005, 6066, 42511 [ভুল সংখ্যাটি খুঁজে বের করুন]
(A) 12
(B) 42
(C) 1005
(D) 196
উওর:-(B) 42
- রঞ্জন কালির চেয়ে ও কালি পিঙ্কির চেয়ে লম্বা। বাপি কালির চেয়ে বেঁটে কিন্ত সঞ্জয়ের চেয়ে লম্বা হলে, কে সবচেয়ে বেশি লম্বা ?
(A) রঞ্জন
(B) বাপি
(C) পিঙ্কি
(D) সঞ্জয়
উওর:-(A) রঞ্জন
- 14 (16) 18 এবং 33 (64) 25 হলে 25 (49) X , X এর মান কত
(A) 36
(B) 81
(C) 38
(D) 18
উওর:-(D) 18
- P যদি গুন বোঝায়, R যদি যোগ বোঝায়, T যদি বিয়োগ এবং W যদি ভাগ বোঝায় তবে 64 W 4 P 8 T 6 R 4 = ?
(A) 96
(B) 2 2/3
(C) 130
(D) 126
উওর:-(D) 126
- সিরিজটি সম্পূর্ণ করো : s _ r _ t _ s _ r
(A) trts
(B) rtst
(C) trst
(D) tsss
উওর:-(C) trst
- যদি A = 1, LATE = 38 হয় তবে REBUT = ?
(A) 65
(B) 66
(C) 64
(D) 67
উওর:-(B) 66
- DOES কে নিৰ্দিষ্ট কোডে 5$3% লেখা হলে এবং SITE কে নির্দিষ্ট কোডে %4#3 লেখা হলে, EDIT কে কি লেখা হবে ?
(A) 354#
(B) 3#54
(C) $354
(D) #3$5
উওর:-(A) 354#
- E যদি 5 হয়, AMENDMENT যদি 89 হয় তবে SECRETARY = ?
(A) 115
(B) 114
(C) 112
(D) 100
উওর:-(B) 114
- সঠিক অর্থ সহ সঠিক ক্রমে সাজাও : 1.ঘন্টা 2.মাস 3.সেকেন্ড 4.দিন 5.মিনিট 6.সপ্তাহ ?
(A) 2,3,4,1,6,5
(B) 3,5,1,4,6,2
(C) 2,3,4,1,5,6
(D) 6,2,5,4,3,1
উওর:-(B) 3,5,1,4,6,2
- সিরিজ সম্পূর্ণ করো : Z26, X24, V22, __
(A) T20
(B) W23
(C) K15
(D) J10
উওর:-(A) T20
- বেমানান শব্দ জোড়টি চিহ্নিত করো ?
(A) ক্যাফিন : কফি
(B) নিকোটিন : তামাক
(C) রেসারপিন : সর্পগন্ধা
(D) কুইনাইন : ধুতুরা
উওর:-(D) কুইনাইন : ধুতুরা
- উপযুক্ত বিকল্পটি বসাও : FLO, H(?)Q, JPS, LRU
(A) P
(B) I
(C) N
(D) M
উওর:-(C) N
- প্রদত্ত শব্দ গুলি ডিকশনারি অনুযায়ী সাজালে কি হবে : (1) Optimistic (2) Opposition (3) Organization (4) Ordinary ?
(A) 2,1,3,4
(B) 4,3,2,1
(C) 2,1,4,3
(D) 1,2,3,4
উওর:-(C) 2,1,4,3
- সঞ্জয় দক্ষিণ দিকে 15 মিটার হাঁটার পর বাঁদিকে ঘুরলেন ও 25 মিটার হেঁটে আবার ডান দিকে ঘুরে তিনি আরোও 25 মিটার হাঁটলেন। শেষ পর্যন্ত সঞ্জয় কোন দিকে গেলেন ?
(A) পূর্ব
(B) দক্ষিণ
(C) পশ্চিম
(D) উত্তর
উওর:-(B) দক্ষিণ
- P হল K এর মা, K হল D এর বোন এবং D হল J এর বাবা তবে P, J এর কে হয়
(A) মা
(B) ঠাকুর-মা
(C) কাকিমা
(D) অনির্ণেয়
উওর:-(B) ঠাকুর-মা
- সিরিজ টি সম্পূর্ণ করো : 45, 47, 53, 65, 85, ?
(A) 115
(B) 145
(C) 130
(D) 105
উওর:-(A) 115
- B 2 M E J % R 5 @ N D I P 4 © T 3 9 F U 1 $ 6 H J A 7 ® G Q # – প্রদত্ত এরেঞ্জমেন্ট এ চিন্হ গুলি বাদ দিলে ডানদিক থেকে 12 তম স্থানে নিম্নের কোনটি রয়েছে ?
(A) 3
(B) 4
(C) 9
(D) F
উওর:-(A) 3
- নিম্নের কোনটি ভিন্ন ?
(A) 18 – 26
(B) 30 – 37
(C) 54 – 62
(D) 77 – 85
উওর:-(B) 30 – 37
- যদি কোনো নিৰ্দিষ্ট কোডে ROAM হয় 44, HMP হয় 43 তবে BONE এর কোড কি হবে ?
(A) 34
(B) 33
(C) 39
(D) 36
উওর:-(B) 33
- ছুতোর মিস্ত্রি : আসবাবপত্র :: ?
(A) বই : লেখক
(B) ম্যাগাজিন : সম্পাদক
(C) রাঁধুনি : স্যুপ
(D) বাঁধ : ইঞ্জিনিয়ার
উওর:-(C) রাঁধুনি : স্যুপ
- নিম্নের কোনটি বেমানানান ?
(A) হাতি
(B) সিংহ
(C) বাঘ
(D) ভাল্লুক
উওর:-(A) হাতি
- যদি × = + , – = ÷ , ÷ = – , + = × হয় , তাহলে নিচের কোনটি সঠিক ?
(A) 16 + 5 – 10 × 4 ÷ 3 = 9
(B) 16 – 5 × 10 ÷ 4 + 3 = 12
(C) 16 + 5 × 10 ÷ 4 – 3 = 9
(D) 16 × 5 ÷ 10 ÷ 4 – 3 = 19
উওর:-(A) 16 + 5 – 10 × 4 ÷ 3 = 9
- 34, 18, 10, ?
(A) 8
(B) 5
(C) 7
(D) 6
উওর:-(D) 6
- সাংকেতিক ভাষায় “FORT” কে 6151820 লেখা হলে, “COURT” লেখা হবে কিভাবে?
(A) 315128120
(B) 315211820
(C) 316192118
(D) 351211819
উওর:-(B) 315211820
- IMFORMATION – প্রদত্ত শব্দের অক্ষর গুলি দিয়ে নিম্নের কোনটি তৈরি করা যাবে না
(A) NATION
(B) INFRA
(C) RATION
(D) MATER
উওর:-(D) MATER
- যদি SUN = 27 হয় তবে MOON = ?
(A) 57
(B) 49
(C) 62
(D) 51
উওর:-(D) 51
- সিরিজ টি সম্পূর্ণ করো : 88, 22, 25, 5, 9, 3/2, ?
(A) 10/2
(B) 13/2
(C) 6
(D) 12
উওর:-(B) 13/2
- সঠিক চিহ্ন বসাও : 12 * 3 * 4 * 8 * 0
(A) -,+,+,=
(B) ÷,+,÷,=
(C) -,-,-,=
(D) ÷,+,-,=
উওর:-(D) ÷,+,-,=
- নিম্নের কোনটি অন্যদের থেকে ভিন্ন ?
(A) 45
(B) 51
(C) 39
(D) 85
উওর:-(D) 85
- TRADITIONAL – শব্দ টির অক্ষর দিয়ে নিম্নের কোন শব্দ টি তৈরি করা যাবে ?
(A) NATION
(B) RADIO
(C) ANIMAL
(D) DIRTY
উওর:-(B) RADIO
- A,B,C,D এবং E এর প্রত্যেকের ওজন ভিন্ন। D এর ওজন A এবং E এর থেকে বেশি এবং B, C এর থেকে হালকা, তবে এদের মধ্যে সবথেকে বেশি ওজন কার ?
(A) D
(B) B
(C) C
(D) অনির্ণেয়
উওর:-(D) অনির্ণেয়
- সিরিজ সম্পূর্ণ করো : a _ c a a b _ a _ b c a a b _ a _ b _ a ?
(A) c b a c b a
(B) b c a c a c
(C) a c b a c a
(D) b b a c a a
উওর:-(B) b c a c a c
- বিবৃতি : (I) কিছু বন্যপ্রাণী হলো মাংসাশী (II) সব বন্যপ্রাণী হলো সিংহ । সিদ্ধান্ত : (I) সমস্ত মাংসাশী হলো সিংহ (II) কিছু সিংহ হলো মাংসাশী ?
(A) (i) সিদ্ধান্ত সঠিক
(B) (ii) সিদ্ধান্ত সঠিক
(C) (i) ও (iii) উভয় সিদ্ধান্ত সঠিক
(D) (ii) অথবা (iii) কোনো সিদ্ধান্ত সঠিক নয়
উওর:-(B) (ii) সিদ্ধান্ত সঠিক
- একজন বালিকাকে দেখিয়ে, বিপিন বলল, “তার মা হয় আমার শ্বাশুড়ির একমাত্র মেয়ে।” বিপিন মেয়েটির কে হবে ?
(A) কাকা
(B) বাবা
(C) ভাই
(D) মেয়ে
উওর:-(B) বাবা
- যদি ACNE কে লেখা হয় 3, 7, 29, 11 তাহলে BOIL কিভাবে লেখা হবে ?
(A) 5, 29, 19, 27
(B) 5, 29, 19, 25
(C) 5, 31, 21, 25
(D) 5, 31, 19, 25
উওর:-(B) 5, 29, 19, 25
- বিবৃতি : সমস্ত বাস হলো বাড়ি, কিছু বাড়ি হলো হ্রদ। সিদ্ধান্ত : (I) কিছু বাস হলো হ্রদ (II) কিছু হ্রদ হল বাস (III) কিছু হ্রদ হলো বাড়ি (IV) কিছু বাড়ি হলো বাস
(A) সবগুলি সত্য
(B) শুধু (I) ও (III) সত্য
(C) শুধুমাত্র (I) ও (II) সত্য
(D) শুধু (III) ও (IV) সত্য
উওর:- (A) সবগুলি সত্য
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Name:- Reasoning and Math MCQ Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
আরও পড়ুনঃ-
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।