রেলওয়ে পরীক্ষার প্রশ্নোত্তর | Railway Recruitment Exam Question Answer

রেলওয়ে পরীক্ষার প্রশ্নোত্তর | Railway Recruitment Exam Question Answer

1. পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়?
(a) টেস্টিস
(b) অন্ডথলি
(c) প্রস্টেট গ্রন্থি
(d) কোনটাই নয়

উত্তর:- (a) টেস্টিস

2. কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার ক্ষমতা কে কি বলে?
(a) শক্তি
(b) জরতা
(c) চাপ
(d) কোনটাই নয়

উত্তর:- (a) শক্তি

3. পশ্চিমবঙ্গের সীমারেখা কটিদেশের সাথে রয়েছে?
(a) 3
(b) 4
(c) 5
(d) কোনটাই নয়

উত্তর:- (a) 3

4. কোন দুটি ভাস্কুলার বান্ডল তৈরি করে?
(a) ফ্লোয়েম কোলেনকাইমা
(b) প্যারেনকাইমা কোলেনকাইমা
(c) জাইলেম এবং ফ্লোয়েম
(d) কোনটাই নয়

উত্তর:- (c) জাইলেম এবং ফ্লোয়েম

5. কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে কোনটি স্থানচ্যুত হয়?
(a) হাইড্রোজেন
(b) দস্তা
(c) তামা
(d) কোনটাই নয়

উত্তর:- (c) তামা

6. একটি বস্তুর গতি কেশবতী বল হয় যখন তার বেগ?
(a) সর্বনিম্ন
(b) সর্বাধিক
(c) ধ্রুবক
(d) কোনটাই নয়

উত্তর:- (c) ধ্রুবক

7. পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয়?
(a) ন্যানোমিটার
(b) মিলিমিটার
(c) মাইক্রোমিটার
(d) কোনটাই নয়

উত্তর:- (a) ন্যানোমিটার

8. ইরম শর্মিলা চানু কোথাকার লৌহমানবী রূপে অধিক খ্যাত?
(a) ত্রিপুরা
(b) মনিপুর
(c) মিজোরাম
(d) কোনটাই নয়

উত্তর:- (b) মনিপুর

9. সবচেয়ে বড় পরমাণু?
(a) F
(b) LI
(c) H
(d) কোনটাই নয়

উত্তর:- (b) LI

10. গভীর ঘন মাধ্যমে বাঁকানো আলোক রশ্মী কে কি বলে?
(a) প্রতিফলন
(b) প্রতিসরণ
(c) বিচ্ছুরণ
(d) কোনটাই নয়

উত্তর:- (b) প্রতিসরণ।