Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Railway Group D Questions and Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি প্রশ্নোত্তর || Railway Group D Questions and Answers in Bengali ||. নিচে Railway Group D Questions and Answers in Bengali set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রেলওয়ে গ্রুপ ডি প্রশ্নোত্তর || Railway Group D Questions and Answers in Bengali || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
রেলওয়ে গ্রুপ ডি প্রশ্নোত্তর || Railway Group D Questions and Answers in Bengali ||
- কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপের –
(a) সুপরিবাহী
(b) কুপরিবাহী
(c) অন্তরক
(d) অর্ধপরিবাহী
- স্ত্রী কন্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন ?
(a) উচ্চ কম্পাঙ্কের জন্য
(b) উচ্চ বিস্তারের জন্য
(c) নিম্ন কম্পাঙ্কের জন্য
(d) দুর্বল স্তর গ্রন্থির জন্য
- স্টেথােস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়ােগ তা হল :
(a) শব্দের অনুরণন
(b) শব্দের প্রতিফলন
(c) শব্দের প্রতিসরণ
(d) কোনওটিই নয়
- সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে ?
(a) Na
(b) Br
(c) Hg
(d) Ga
- ইস্পাতকে কঠিন করার জন্য আমরা যােগ করি :
(a) সিলিকন
(b) কার্বন
(c) ক্রোমিয়াম
(d) ম্যাঙ্গানিজ
- ট্রিটিয়াম যে মৌলের আইসােটোপ তা হল :
(a) অক্সিজেন
(b) ক্লোরিন
(c) হাইড্রোজেন
(d) কোনওটিই নয়
- রেফ্রিজারেটর – এ শীতল কারক হিসেবে ব্যবহৃত হয় :
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) ফ্রেয়ন
(d) কোনওটাই নয়
- ক্ষারীয় দ্রবণে ফিনলপ থ্যালিনের বর্ণ :
(a) নীল
(b) গাঢ় গােলাপী
(c) বেগুনি
(d) সবুজ
- মিনামাটা ব্যাধি কোথায় কবে ঘটেছিল ?
(a) 1955 জাপানে
(b) 1986 রাশিয়া
(C) 1984 ভুপাল
(d) কোনটিই নয়
- মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাই ইটাই রােগের কারণ :
(a) পারদ
(b) আর্সেনিক
(c) সীসা
(d) ক্যাডমিয়াম
- ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা কে ?
(a) ট্যান্সলে
(b) ডারউইন
(c) হেকেল
(d) এলটন
- নন বায়ােড়িগ্রডেবল প্রকৃতির আবর্জনা হল :
(a) পলিথিন
(b) আমের ত্বক
(c) চাপের পাতা
(d) লেবুর খােসা
- প্লাসটিকের দহনে উৎপন্ন হয় :
(a) জলীয় বাষ্প
(b) নাইট্রিক অক্সাইড
(c) সালফার ডাই অক্সাইড
(d) বিষাক্ত ডাই অক্সিন ।
- ফ্লোরােফ্লুরাে কার্বন (CFC) গ্যাস সীমিত করার উদ্দেশ্য প্রথম কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
(a) মন্ট্রিল
(b) কিরােটো
(c) কোপেনহেগেন
(d) ভিয়েনা
- বেশি কিয়ােটো শব্দ শােষণ করে এমন বৃক্ষ হল :
(a) নিম, তেঁতুল, অশােক
(b) আম, জাম, কাঁঠাল
(c) আম, জাম, লিচু
(d) পাইন, ফার, দেবদারু
- লিউকোমিয়ার ঔষধ তৈরি হয় :
(a) সর্পগন্ধা উদ্ভিদ থেকে
(b) সিঙ্কোনা উদ্ভিদ থেকে
(c) ধুতুরা উদ্ভিদ থেকে
(d) নয়নতারা উদ্ভিদ থেকে
- পরিবেশ সংক্রান্ত মামলায় ফয়সালা করার জন্য কবে গ্রিনবেঞ্চ গঠন করা হয় ?
(a) 1980
(b) 1986
(c) 1886
(d) 1990
- নীচের কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় ?
(a) ক্ল্যামাইডােমােনাস
(b) আইকরনিয়া
(c) ক্লোরেল্লা
(d) কোনটিই নয়
- ইকোসিস্টেমে শক্তির মূল উৎস হল :
(a) উৎপাদক
(b) বায়ােমাস
(c) সূর্যালোেক
(d) খাদ্য
- বার্ণিশ রং -এ নীচের কোনটি ব্যবহার করা হয় ?
(a) রেকটিফায়েড স্পিরিট
(b) ইথাইল অ্যালকোহল
(c) গ্লিসারল
(d) মেথিলেটেড স্পিরিট
- কম্পিউটারের কী বাের্ডে কতগুলি ফাংশন কী থাকে ?
(a) 14 টি
(b) 13 টি
(c) 11 টি
(d) 12 টি
- সালােকসংশ্লেষে আলােক বিশ্লেষণ প্রক্রিয়ার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
(a) রােবিন হিল
(b) হ্যানস ক্রেব
(c) ব্ল্যাকম্যান
(d) রবার্ট হুক
- স্কার্ভি রােগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা ?
(a) ভিটামিন B-12
(b) ভিটামিন K
(c) ভিটামিন C
(d) ভিটামিন D
- নীচের কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ?
(a) নেফ্রিডিয়া
(b) নেফ্রন
(c) যকৃৎ
(d) অগ্ন্যাশয়
- নীচের কোনটি প্রােটোজোয়াঘটিত রােগ ?
(a) কলেরা
(b) জন্ডিস
(c) ম্যালেরিয়া
(d) বসন্ত
- পশ্চিমবঙ্গের মালভূমির বেশির ভাগ অংশই কোন জেলায় অবস্থিত ?
(a) মেদিনীপুর
(b) মুর্শিদাবাদ
(c) পুরুলিয়া
(d) বর্ধমান
- নীচের কোনটি ‘ আগস্ট অফার’ এর প্রস্তাব ছিল ?
(a) ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
(b) ডােমিনিয়ন স্ট্যাটাস
(c) প্রাদেশিক স্বায়ত্ত শাসন
(d) কেন্দ্রে প্রতিনিধিত্ব মূলক সরকার
- 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়ে ছিলেন ?
(a) রাসবিহারী বসু
(b) ভগৎ সিং
(c) ক্ষুদিরাম বসু
(d) অজিত সিং
- নীচের কোনটি ভারতের বায়ােস্ফিয়ার রিজার্ভ নয় ?
(a) মান্নার উপকূল
(b) নন্দাদেবী
(c) ভিতর কণিকা
(d) সুন্দরবন
- নীচের কোন সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে ?
(a) চেন্নাই
(b) বিশাখাপত্তনম
(c) হলদিয়া
(d) নিউ তুতিকোরিন
- নীচের রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হয়নি ?
(a) নাগাল্যান্ড
(b) ওড়িশা
(c) রাজস্থান
(d) অন্ধ্রপ্রদেশ
- উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে :
(a) রাজ্যসভার
(b) লােকসভার
(c) সংসদের
(d) সুপ্রিম কোর্টের
- সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
(a) হকি
(b) ফুটবল
(c) বাস্কেটবল
(d) ব্যাডমিন্টন
- কোন সংস্থার স্লোগান ‘ প্রস্তুত থাকো’ ?
(a) রেড ক্রস
(b) স্কাউট অ্যান্ড গাইডস
(c) অ্যামনেস্টি ইন্টার ন্যাশনাল
(d) ইন্টারপোেল
- রাজ্যসভার কোনও সদস্য তার ইস্তফাপত্র জমা দেন :
(a) স্পিকারকে
(b) দলীয় প্রধানকে
(c) রাজ্যসভার সভাপতিকে
(d) প্রধানমন্ত্রীকে
উত্তরপএ |
(b) 2. (a) 3. (b) 4. (c) 5. (b) 6. (c) 7. (c) 8. (b) 9. (a) 10. (c) 11. (d) 12. (a) 13. (d) 14. (a) 15. (d) 16. (d) 17. (b) 18. (c) 19. (c) 20. (d) 21. (d) 22. (a) 23. (c) 24. (b) 25. (c) 26. (c) 27. (b) 28. (a) 29. (c) 30. (a) 31. (a) 32. (a) 33. (b) 34. (b) 35. (c) |
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- প্রস্থ ও চওড়ার দিক থেকে চার প্রকার রেল লাইন —
➡ ব্রডগেজ – 5 ফুট 6 ইঞ্চি বা 1.676 মিটার
➡ মিটারগেজ – 3 ফুট 3 ইঞ্চি বা 1 মিটার
➡ ন্যারোগেজ – 2 ফুট 6 ইঞ্চি বা 0.762 মিটার
➡ স্পেশাল গেজ – 2.031 ফুট 6 বা 0.61 মিটার
- ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ? —
➡ 1832 সালে
- ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ?—
➡ 1853 সালের 16ই এপ্রিল । লর্ড ডালহৌসির আমলে 34 কিমি পথ যাওয়া হয় 400 জন যাত্রী নিয়ে।
- ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ? —
➡ নিউ দিল্লি
- প্রথম রেলওয়ে ব্রীজ কতসালে করা হয় ? —
➡ 1854 সালে মুম্বাই-থানে রুটে ‘ধাপুরিয়া ভায়াডাক্ট’ ব্রীজ
- রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে ? —
➡ 1905 সালে - স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী কে ছিলেন ? —
➡ জন মাথাই
- প্রথম রেলওয়ে টানেল কোথায় হয় ? —
➡ মুম্বাইয়ের পার্সিক টানেল
- প্রথম পাতাল রেল কত সালে শুরু হয় ? —
➡ 24শে অক্টোবর, 1984 সালে কোলকাতা মেট্রো
- প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কবে কোথায় শুরু হয় ? —
➡ 1926 সালে নিউ দিল্লীতে
- প্রথম বৈদুতিন ট্রেন কত সালে কোথায় শুরু হয় ? —
➡ 1925 সালের 3রা ফেব্রুয়ারি। বোম্বের ভিক্টোরিয়া টারমিনাস থেকে কুরলা পর্যন্ত (9.5 মাইল)
- ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ? –
➡ উত্তরপ্রদেশের গোরক্ষপুর (1366.3 মিটার)
- ভারতের “দীর্ঘতম নামের” স্টেশনের নাম কি ? —
➡ ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা, চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন
- ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড —
➡ মুঘলসরাই (উত্তরপ্রদেশ)
- ভারতের বৃহত্তম রেলওয়ে ক্রসিং —
➡ ইটারসি (মধ্যপ্রদেশ)
- ভারতের বৃহত্তম রেলওয়ে সেতু —
➡ ভেম্বানাদ (কেরল)
- ভারতের বৃহত্তম ডায়মন্ড ক্রসিং —
➡ নাগপুর (মহারাষ্ট্র)
- ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ন্যারোগেজ) —
➡ ঘুম (2257 মি., দার্জিলিং)
- ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ব্রডগেজ) —
➡ কাজিগুন্দ (1722 মি., কাশ্মীর)
- ভারতের প্রথম রেল ডাক সেবা চালু হয় —
➡ 1907 সালে
- ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা কত সালে চালু হয় ? —
➡ 1891 সালে (প্রথম শ্রেনী), 1907 সালে (অন্যান্য শ্রেনী)
- সর্বাধিক দুরত্ব অতিক্রম করে কোন ট্রেন ? —
➡ বিবেক এক্সপ্রেস (4273 কিমি), ডিব্রুগড় থেকে কন্যাকুমারী
- ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার-
➡ সুরেখা যাদব
- ভারতের প্রথম মনোরেল কবে চালু হয় ? —
➡ 2014 সালে 2রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে
- ভারত ও পাকিস্থানের মধ্যে চলাচল করে —
➡ সমঝোতা এক্সপ্রেস
- ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে —
➡ মৈত্রী এক্সপ্রেস
- ভারতের প্রথম রেল জাদুঘর —
➡ নিউ দিল্লি
- ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অবস্থিত —
➡ পুনেতে
- সিগন্যাল ইন্সিটিউট অ্যান্ড টেলিকমি উনিকেশান ইন্সিটিউট অবস্থিত —
➡ সেকেন্দ্রাবাদে
- ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবস্থিত —
➡ নাসিকে
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here