রেলওয়ে গ্রুপ ডি প্রশ্নোত্তর || Railway Group D Questions and Answers in Bengali ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Railway Group D Questions and Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি প্রশ্নোত্তর || Railway Group D Questions and Answers in Bengali ||. নিচে  Railway Group D Questions and Answers in Bengali set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রেলওয়ে গ্রুপ ডি প্রশ্নোত্তর || Railway Group D Questions and Answers in Bengali || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

রেলওয়ে গ্রুপ ডি প্রশ্নোত্তর || Railway Group D Questions and Answers in Bengali ||

  1. কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপের –

(a) সুপরিবাহী

(b) কুপরিবাহী

(c) অন্তরক

(d) অর্ধপরিবাহী

  1. স্ত্রী কন্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন ?

(a) উচ্চ কম্পাঙ্কের জন্য

(b) উচ্চ বিস্তারের জন্য

(c) নিম্ন কম্পাঙ্কের জন্য

(d) দুর্বল স্তর গ্রন্থির জন্য

  1. স্টেথােস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়ােগ তা হল :

(a) শব্দের অনুরণন

(b) শব্দের প্রতিফলন

(c) শব্দের প্রতিসরণ

(d) কোনওটিই নয়

  1. সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে ?

(a) Na

(b) Br

(c) Hg

(d) Ga

  1. ইস্পাতকে কঠিন করার জন্য আমরা যােগ করি :

(a) সিলিকন

(b) কার্বন

(c) ক্রোমিয়াম

(d) ম্যাঙ্গানিজ

  1. ট্রিটিয়াম যে মৌলের আইসােটোপ তা হল :

(a) অক্সিজেন

(b) ক্লোরিন

(c) হাইড্রোজেন

(d) কোনওটিই নয়

  1. রেফ্রিজারেটর – এ শীতল কারক হিসেবে ব্যবহৃত হয় :

(a) অক্সিজেন

(b) নাইট্রোজেন

(c) ফ্রেয়ন

(d) কোনওটাই নয়

  1. ক্ষারীয় দ্রবণে ফিনলপ থ্যালিনের বর্ণ :

(a) নীল

(b) গাঢ় গােলাপী

(c) বেগুনি

(d) সবুজ

  1. মিনামাটা ব্যাধি কোথায় কবে ঘটেছিল ?

(a) 1955 জাপানে

(b) 1986 রাশিয়া

(C) 1984 ভুপাল

(d) কোনটিই নয়

  1. মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাই ইটাই রােগের কারণ :

(a) পারদ

(b) আর্সেনিক

(c) সীসা

(d) ক্যাডমিয়াম

  1. ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা কে ?

(a) ট্যান্সলে

(b) ডারউইন

(c) হেকেল

(d) এলটন

  1. নন বায়ােড়িগ্রডেবল প্রকৃতির আবর্জনা হল :

(a) পলিথিন

(b) আমের ত্বক

(c) চাপের পাতা

(d) লেবুর খােসা

  1. প্লাসটিকের দহনে উৎপন্ন হয় :

(a) জলীয় বাষ্প

(b) নাইট্রিক অক্সাইড

(c) সালফার ডাই অক্সাইড

(d) বিষাক্ত ডাই অক্সিন ।

  1. ফ্লোরােফ্লুরাে কার্বন (CFC) গ্যাস সীমিত করার উদ্দেশ্য প্রথম কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?

(a) মন্ট্রিল

(b) কিরােটো

(c) কোপেনহেগেন

(d) ভিয়েনা

  1. বেশি কিয়ােটো শব্দ শােষণ করে এমন বৃক্ষ হল :

(a) নিম, তেঁতুল, অশােক

(b) আম, জাম, কাঁঠাল

(c) আম, জাম, লিচু

(d) পাইন, ফার, দেবদারু

  1. লিউকোমিয়ার ঔষধ তৈরি হয় :

(a) সর্পগন্ধা উদ্ভিদ থেকে

(b) সিঙ্কোনা উদ্ভিদ থেকে

(c) ধুতুরা উদ্ভিদ থেকে

(d) নয়নতারা উদ্ভিদ থেকে

  1. পরিবেশ সংক্রান্ত মামলায় ফয়সালা করার জন্য কবে গ্রিনবেঞ্চ গঠন করা হয় ?

(a) 1980

(b) 1986

(c) 1886

(d) 1990

  1. নীচের কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় ?

(a) ক্ল্যামাইডােমােনাস

(b) আইকরনিয়া

(c) ক্লোরেল্লা

(d) কোনটিই নয়

  1. ইকোসিস্টেমে শক্তির মূল উৎস হল :

(a) উৎপাদক

(b) বায়ােমাস

(c) সূর্যালোেক

(d) খাদ্য

  1. বার্ণিশ রং -এ নীচের কোনটি ব্যবহার করা হয় ?

(a) রেকটিফায়েড স্পিরিট

(b) ইথাইল অ্যালকোহল

(c) গ্লিসারল

(d) মেথিলেটেড স্পিরিট

  1. কম্পিউটারের কী বাের্ডে কতগুলি ফাংশন কী থাকে ?

(a) 14 টি

(b) 13 টি

(c) 11 টি

(d) 12 টি

  1. সালােকসংশ্লেষে আলােক বিশ্লেষণ প্রক্রিয়ার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

(a) রােবিন হিল

(b) হ্যানস ক্রেব

(c) ব্ল্যাকম্যান

(d) রবার্ট হুক

  1. স্কার্ভি রােগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা ?

(a) ভিটামিন B-12

(b) ভিটামিন K

(c) ভিটামিন C

(d) ভিটামিন D

  1. নীচের কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ?

(a) নেফ্রিডিয়া

(b) নেফ্রন

(c) যকৃৎ

(d) অগ্ন্যাশয়

  1. নীচের কোনটি প্রােটোজোয়াঘটিত রােগ ?

(a) কলেরা

(b) জন্ডিস

(c) ম্যালেরিয়া

(d) বসন্ত

  1. পশ্চিমবঙ্গের মালভূমির বেশির ভাগ অংশই কোন জেলায় অবস্থিত ?

(a) মেদিনীপুর

(b) মুর্শিদাবাদ

(c) পুরুলিয়া

(d) বর্ধমান

  1. নীচের কোনটি ‘ আগস্ট অফার’ এর প্রস্তাব ছিল ?

(a) ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা

(b) ডােমিনিয়ন স্ট্যাটাস

(c) প্রাদেশিক স্বায়ত্ত শাসন

(d) কেন্দ্রে প্রতিনিধিত্ব মূলক সরকার

  1. 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়ে ছিলেন ?

(a) রাসবিহারী বসু

(b) ভগৎ সিং

(c) ক্ষুদিরাম বসু

(d) অজিত সিং

  1. নীচের কোনটি ভারতের বায়ােস্ফিয়ার রিজার্ভ নয় ?

(a) মান্নার উপকূল

(b) নন্দাদেবী

(c) ভিতর কণিকা

(d) সুন্দরবন

  1. নীচের কোন সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে ?

(a) চেন্নাই

(b) বিশাখাপত্তনম

(c) হলদিয়া

(d) নিউ তুতিকোরিন

  1. নীচের রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হয়নি ?

(a) নাগাল্যান্ড

(b) ওড়িশা

(c) রাজস্থান

(d) অন্ধ্রপ্রদেশ

  1. উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে :

(a) রাজ্যসভার

(b) লােকসভার

(c) সংসদের

(d) সুপ্রিম কোর্টের

  1. সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

(a) হকি

(b) ফুটবল

(c) বাস্কেটবল

(d) ব্যাডমিন্টন

  1. কোন সংস্থার স্লোগান ‘ প্রস্তুত থাকো’ ?

(a) রেড ক্রস

(b) স্কাউট অ্যান্ড গাইডস

(c) অ্যামনেস্টি ইন্টার ন্যাশনাল

(d) ইন্টারপোেল

  1. রাজ্যসভার কোনও সদস্য তার ইস্তফাপত্র জমা দেন :

(a) স্পিকারকে

(b) দলীয় প্রধানকে

(c) রাজ্যসভার সভাপতিকে

(d) প্রধানমন্ত্রীকে



উত্তরপএ

(b) 2. (a) 3. (b) 4. (c) 5. (b) 6. (c) 7. (c) 8. (b) 9. (a) 10. (c) 11. (d) 12. (a) 13. (d) 14. (a) 15. (d) 16. (d) 17. (b) 18. (c) 19. (c) 20. (d) 21. (d) 22. (a) 23. (c) 24. (b) 25. (c) 26. (c) 27. (b) 28. (a) 29. (c) 30. (a) 31. (a) 32. (a) 33. (b) 34. (b) 35. (c)

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. প্রস্থ ও চওড়ার দিক থেকে চার প্রকার রেল লাইন —

➡ ব্রডগেজ – 5 ফুট 6 ইঞ্চি বা 1.676 মিটার
➡ মিটারগেজ – 3 ফুট 3 ইঞ্চি বা 1 মিটার
➡ ন্যারোগেজ – 2 ফুট 6 ইঞ্চি বা 0.762 মিটার
➡ স্পেশাল গেজ – 2.031 ফুট 6 বা 0.61 মিটার

  1. ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ? —

➡ 1832 সালে

  1. ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ?—

➡ 1853 সালের 16ই এপ্রিল । লর্ড ডালহৌসির আমলে 34 কিমি পথ যাওয়া হয় 400 জন যাত্রী নিয়ে।

  1. ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ? —

➡ নিউ দিল্লি

  1. প্রথম রেলওয়ে ব্রীজ কতসালে করা হয় ? —

➡ 1854 সালে মুম্বাই-থানে রুটে ‘ধাপুরিয়া ভায়াডাক্ট’ ব্রীজ

  1. রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে ? —
    ➡ 1905 সালে
  2. স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী কে ছিলেন ? —

➡ জন মাথাই

  1. প্রথম রেলওয়ে টানেল কোথায় হয় ? —

➡ মুম্বাইয়ের পার্সিক টানেল

  1. প্রথম পাতাল রেল কত সালে শুরু হয় ? —

➡ 24শে অক্টোবর, 1984 সালে কোলকাতা মেট্রো

  1. প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কবে কোথায় শুরু হয় ? —

➡ 1926 সালে নিউ দিল্লীতে

  1. প্রথম বৈদুতিন ট্রেন কত সালে কোথায় শুরু হয় ? —

➡ 1925 সালের 3রা ফেব্রুয়ারি। বোম্বের ভিক্টোরিয়া টারমিনাস থেকে কুরলা পর্যন্ত (9.5 মাইল)

  1. ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ? –

➡ উত্তরপ্রদেশের গোরক্ষপুর (1366.3 মিটার)

  1. ভারতের “দীর্ঘতম নামের” স্টেশনের নাম কি ? —

➡ ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা, চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন

  1. ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড —

➡ মুঘলসরাই (উত্তরপ্রদেশ)

  1. ভারতের বৃহত্তম রেলওয়ে ক্রসিং —

➡ ইটারসি (মধ্যপ্রদেশ)

  1. ভারতের বৃহত্তম রেলওয়ে সেতু —

➡ ভেম্বানাদ (কেরল)

  1. ভারতের বৃহত্তম ডায়মন্ড ক্রসিং —

➡ নাগপুর (মহারাষ্ট্র)

  1. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ন্যারোগেজ) —

➡ ঘুম (2257 মি., দার্জিলিং)

  1. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ব্রডগেজ) —

➡ কাজিগুন্দ (1722 মি., কাশ্মীর)

  1. ভারতের প্রথম রেল ডাক সেবা চালু হয় —

➡ 1907 সালে

  1. ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা কত সালে চালু হয় ? —

➡ 1891 সালে (প্রথম শ্রেনী), 1907 সালে (অন্যান্য শ্রেনী)

  1. সর্বাধিক দুরত্ব অতিক্রম করে কোন ট্রেন ? —

➡ বিবেক এক্সপ্রেস (4273 কিমি), ডিব্রুগড় থেকে কন্যাকুমারী

  1. ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার-

➡ সুরেখা যাদব

  1. ভারতের প্রথম মনোরেল কবে চালু হয় ? —

➡ 2014 সালে 2রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে

  1. ভারত ও পাকিস্থানের মধ্যে চলাচল করে —

➡ সমঝোতা এক্সপ্রেস

  1. ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে —

➡ মৈত্রী এক্সপ্রেস

  1. ভারতের প্রথম রেল জাদুঘর —

➡ নিউ দিল্লি

  1. ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অবস্থিত —

➡ পুনেতে

  1. সিগন্যাল ইন্সিটিউট অ্যান্ড টেলিকমি উনিকেশান ইন্সিটিউট অবস্থিত —

➡ সেকেন্দ্রাবাদে

  1. ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবস্থিত —

➡ নাসিকে

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here