Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি questions answers about Rabindranath Tagore set pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (questions answers about Rabindranath Tagore) Pdf. নিচে about Rabindranath Tagore set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (questions answers about Rabindranath Tagore) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (questions answers about Rabindranath Tagore) pdf
কিছু নমুনাঃ-
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত খ্রিঃ?
উওরঃ- ১৮৬১ সালে
- কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম- শতবার্ষিকী পালিত হয় ?
উওরঃ- ১৯৬১সালে।
- রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন ?
উওরঃ- ১৮৮০সালে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি ?
উওরঃ- বৌঠাকুরানির হাট।
- ভানুসিংহ কার ছদ্মনাম ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- শেষের কবিতা কি ধরনের গ্রন্থ ?
উওরঃ- উপন্যাস।
- রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কবে ?
উওরঃ- ১৯১৩খ্রিঃ।
- সাহিত্যে নোবেল পুরুস্কার পান প্রথম কোন ভারতীয় ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath tagore)
- এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
উওরঃ- গীতাঞ্জলি।
- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি –এর ইংরেজি অনুবাদ কে করেন ?
উওরঃ- W.B.Yeats.
- রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন
উওরঃ- ১৯১৯সালে।
- বাংলায় টি এস এলিয়েটের কবিতার প্রথম অনুবাদক
উওরঃ- বিষ্ণু দে
- রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ?
উওরঃ- বসন্ত।
- রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সবাধিক বিখ্যত সেটি কোনটি ?
উওরঃ- গীতাঞ্জলি।
- নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কতৃক রচিত নয় ?
উওরঃ- কৃষ্ণ কান্তের উইল।
- কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?
উওরঃ- দলন – চাঁপা।
- নিচের কোনটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ?
উওরঃ- চতুরঙ্গ
- চতুরঙ্গ গ্রন্থটি একটি
উওরঃ- উপন্যাস।
- কোনটি রবীন্দ্রনাথ থাকুরে গ্রন্থ নয়
উওরঃ- সঞ্চিয়তা।
- কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়
উওরঃ- বীরাঙ্গনা।
- সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- খেয়া রবীন্দ্রনাথের একটি
উওরঃ- কাব্য গ্রন্থ।
- কোনটি নাটক ?
উওরঃ- ডাকঘর।
- চিএা রবীন্দ্রনাথের একটি
উওরঃ- কাব্য গ্রন্থ।
- রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক ?
উওরঃ- রক্তকরবী।
- রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল
উওরঃ- ডাকঘর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি ?
উওরঃ- ইউরোপ – প্রবাসী পএ।
- রবীন্দ্রনাথ ঠাকুর কোন পএিকাটিতে আভিনন্দন বানী দিয়েছিলেন ?
উওরঃ- ধূমকেতু।
- নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লিখা ?
উওরঃ- ক্ষুধিত পাষাণ।
- রবীন্দ্রনাথের নিঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলদ্ধি কি ?
উওরঃ- ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়।
- দেনা পাওনা উপন্যাস ও দেনা পাএনা ছোট গল্পের লেখক যথাক্রমে
উওরঃ- শরৎচন্দ্র [ও রবীন্দ্রনাথ ঠাকুর]
- রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী– এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন।
উওরঃ- আইনস্টাইল।
- নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র ?
উওরঃ- রক্ত করবী।
- রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি কি ?
উওরঃ- মহেন্দ্র ও বিনোদিনী।
- রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন তিনটি গল্পে মুসলমান চরিত্র রয়েছে ?
উওরঃ- ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা।
- রবীন্দ্রনাথের কব্য জীবনের বিস্তৃতি ঘটে কখন ?
উওরঃ- নাই
- বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীত রচয়িতা কে ?
উওরঃ- যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণকরেন কবে ?
উওরঃ- ১৯৪১সালে।
- রবীন্দ্রনাথের রক্তকরবী কোন শ্রেণীর নাটক ?
উওরঃ- সাংকেতিক।
- রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন ?
উওরঃ- ভিক্টোরিয়া ও কামপো।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে ?
উওরঃ- হৈমন্তী।
- বিশ্ব ভারতী কে প্রতিষ্ঠা করেন ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি ?
উওরঃ- বনফুল।
- পদাবলী লিখেছেন
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নায়িকা ?
উওরঃ- সমাপ্তি।
- চতুরঙ্গ উপন্যাসটি কার রচনা ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ?
উওরঃ- ঘরে–বাইরে।
- ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হলো কি
উওরঃ- ব্রিটিশ ভারতের রাজনীতি।
- গল্পগুচ্ছ কার লেখা ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম ?
উওরঃ- জীবনের জলছবি।
- রবীন্দ্রনাথের কাব্য গ্রন্থ কোনটি ?
উওরঃ- বীরাঙ্গনা।
- শেষের কবিতা উপন্যাসের নায়ক কে ?
উওরঃ- অমিত রায়।
- রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি ?
উওরঃ- চণ্ডালিকা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয় ?
উওরঃ- ১৩ বছর বয়সে।
- কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয় ?
উওরঃ- পনের।
- রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন
উওরঃ- ১৯০১ সালে।
- রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন ?
উওরঃ- নদী।
62 কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?
উওরঃ- কৃষ্ণ কুমারি।
- সোনার তরী কব্য কার রচনা ?
উওরঃ- রবীন্দ্রনাথের।
- বিসর্জন কার রচনা ?
উওরঃ- রবীন্দ্রনাথের।
- বিসর্জন কাব্যনাট্যে কোন নদীর উল্লেখ আছে ?
উওরঃ- নাই।
- কোনটি নাটক ?
উওরঃ- ডাকঘর।
- কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কব্য গ্রন্থ নয় ?
উওরঃ- অগ্নিবীণা।
- সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত ?
উওরঃ- বলাকা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা
উওরঃ- চার অধ্যায়।
- কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি
উওরঃ- কাব্য গ্রন্থ।
- কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?
উওরঃ- রাজবন্দীর জবানবন্দী।
- শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোট খাট বর্গির উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ ?
উওরঃ- সমাপ্তি।
- সেদিন উতলা প্রনে, হৃদয় মগন গানে,কবি এক জাগে, কত কথা পুস্প প্রায়, বিকশি তুলিতে চায় কত অনুরাগে –কোন কবিতার চরণ ?
উওরঃ- সমাপ্তি।
- সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা ?
উওরঃ- বলাকা।
- মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে এই চরণটি কার লিখা ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- সম্মুখে শান্তি পারাবার ভাসাও তরী হে করণধার তুমি হবে চির সাথী লও লও হে ক্রোড়পতি অসিমের পথে জ্যোতি ধ্রুবতারার’’ উদ্ধতাংশটুকুর রচয়িতা কে ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না বলেছেন
উওরঃ- রবীন্দ্রনাথ।
- ‘এ জগতে হায়; সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। উপযুক্ত চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ ?
উওরঃ- দুই বিঘা জমি।
- যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভাল –মন্দ মিলায়ে সকলি এবার পুজোয় তারি আপনাবে দিতে চাই বলি। চরণটির রচয়িতা
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- একবার মনে হইলে ফিরিয়া যাই জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি … নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল ফিরিয়া ফল কি এপৃথিবীতে কে কাহার ? কার লেখা ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- ‘মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না‘ – কার কথা ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল সে মরে নাই – উক্তিটি কোন গল্প লেখকের ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই – উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়াযায় ?
উওরঃ- রবীন্দ্রনাথ।
- ‘ছোট প্রান; ছোট ব্যথা; ছোট ছোট দুঃখ – কথা’ ছোট গল্প সম্পর্কে এ কার মন্তব্য?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- ‘মামা আমার ছুটি হয়েছে কি ? ছুটি গল্পে ফটিকের এই উক্তি দ্বারা তার মনের কোন ভাবের অভিব্যক্তি ঘটেছে ?
উওরঃ- ছুটি হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে।
- আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ‘এ পংন্তির রচয়িতা কে ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- ‘কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল – উদ্ধৃতাংশটুকু রবি ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে ?
উওরঃ- কাবুলিওয়ালা।
- ‘গ্রহণ করেছ যত; ঋণী করেছ তত আমায়‘। উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা‘ উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য ?
উওরঃ- অমিত রায়।
- ‘কাদম্বিণী মরিয়াই প্রমান করল; সে মরে নাই‘ এ অংশুটুকু গল্প থেকে নেয়া হয়েছে ?
উওরঃ- জীবিত ও মৃত
- ‘আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে’ উদ্ধতাংশটি কোন কবির কোন কবিতার অংশ ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath tagore).
- ‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রান; মরণে তাহাই তুমি করে গেলে দান’’। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন ?
উওরঃ- চিত্তরঞ্জন দাস।
- তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি ‘’রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা ?
উওরঃ- শেষ লেখা।
- হায়রে; তাহার বউমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর একেবারে এমন বাজখাই খাদে নামিল কেমন করিয়া ? উদ্ধৃতাংশটুকুর প্রবন্ধকার কে ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- ‘নমো নমোঃ নমোঃ সুন্দরী মম জননী ‘’বঙ্গভুমি ‘উদ্ধৃতাংশের লেখক
উওরঃ- রবীন্দ্রনাথ।
- ‘এ যে দুর্লভ; এ যে মানবী; ইহার রহস্যের কি অন্ত আছে‘’- এই উক্তিটি কার ?
উওরঃ- রবীন্দ্রনাথ।
- ‘একখানি ছোট ক্ষেত; আমি একেলা‘ রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ ?
উওরঃ- সোনার তরী।
- ‘গগনে গর্জে মেঘ’ ঘন বর্ষা। কূলে একা বসে আছি; নাহি ভরসা। – পঙত্তিটি কার লেখা ?
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
- বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রাথনা বিপদে আমি না যেন করি ভয়। – উদ্ধৃতাংশটুকুর রচয়িতা কে ?
উওরঃ- রবীন্দ্রনাথ
- অধমের মধুমায়া নিষ্ফল বুলি আনন্দে নাচিছে পুত্র;স্নেহমোহে ভুলি সে ফল দিয়োনা তারে ভোগ করিবারে কেড়ে লও ; ফেলে দাও ; কাঁদাও তাহারে । কবিতাংশটির মূল কবিতা ও রচয়িতা
উওরঃ- গান্ধারীর আবেদন – রবীন্দ্রনাথ ঠাকুর।
- নিচের কবিতাংশটি কোন কবির রচনা ? নীল নভহঘণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে।
উওরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
“questions answers about Rabindranath Tagore Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- questions answers about Rabindranath Tagore pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here