বিভিন্ন আন্দোলন সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of Various Movements

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Questions Answers of Various Movements. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন আন্দোলন সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of Various Movements। এই বিভিন্ন আন্দোলন সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of Various Movements || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



বিভিন্ন আন্দোলন সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of Various Movements

  1. ভারতে প্রথম কাপড়ের কল কবে ও কোথায় নির্মিত হয়?

উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে কাউয়াসজী নানভাই দাভর বোম্বাই-এ প্রথম কাপড়ের কল নির্মাণ করেন।

  1. ভারতে প্রথম পাটকল কোথায় নির্মিত হয়?

উঃ কলকাতার কাছে রিষড়ায়।

  1. ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ মাদ্রাজের কাছে পোর্টনাভোতে ১৮২০ খ্রীষ্টাব্দে।

  1. জর্জ অকল্যাণ্ড কে?

উঃ প্রথম পাটকল নির্মাতা।

  1. কাউয়াসজী নানাভাই দাভর কে?

উঃ ভারতে প্রথম কাপড়ের কল নির্মাতা।



  1. দুটি ইংরেজ শিল্প প্রতিষ্ঠানের নাম কর।

উঃ লৌহ ইস্পাত শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প।

  1. নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩৬ সালে।

  1. নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সম্পাদকই বা কে ছিলেন?

উঃ সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী ও সম্পাদক ছিলেন এন জি রঙ্গ।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে ৩রা সেপ্টেম্বর।

  1. সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে কবে বহিষ্কার করা হয়?

উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে।

  1. ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে কে মন্তব্য করেছিলেন ‘সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়’?




উঃ গান্ধীজী।

  1. কে কোন পত্রিকায় প্রথম ইংরেজদের ভারত ছাড়ার আহ্বান জানায়?

উঃ গান্ধীজী তাঁর ‘হরিজন’ পত্রিকায়।

  1. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে ইংরেজের গুলিতে নিহত হন?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে।

  1. বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন?

উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা।

  1. কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।

  1. মীরাট মামলা’ কবে দায়ের করা হয়?

উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়।

  1. ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।

  1. ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ছিলেন কারা?

উঃ শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মুজফফর আমেদ।

  1. All India Peasants’ and Workers’ Parties – এর প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে কোথায় হয়েছিল?

উঃ ১৯২৮ সালে কলকাতায়।

  1. AITUC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রথম অধিবেশনের সভাপতি কে?

উঃ বোম্বাই শহরে। লালা লাজপত রায়।

  1. রুশ বিপ্লব কবে ঘটে?

উঃ ১৯১৭ সালের নভেম্বর মাসে।

  1. অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়?

উঃ ১৯২০ সালের ৩১ শে অক্টোবর।

  1. নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়?

উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।

  1. স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন?

উঃ উত্তর প্রদেশের আর্য সমাজের নেতা।

  1. ‘I have burnt my boats’ – কার উক্তি?

উঃ মহাত্মা গান্ধীর।

  1. গান্ধীজী কত খ্রীষ্টাব্দে ডাণ্ডি অভিযান করেন?

উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ শে মার্চ।

  1. আইন অমান্য আন্দোলন কবে স্থগিত হয়?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৬ই এপ্রিল।




  1. গান্ধী-আরউইন চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।

  1. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উঃ জওহরলাল নেহেরু।

  1. আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?

উঃ লাহোর অধিবেশনে।

  1. সাইমন কমিশনের কতজন সদস্য ছিলেন?

উঃ সাত জন।

  1. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের দাবী বাতিল করে পূর্ণ স্বরাজকে কংগ্রসের লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়?

উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দের লাহোর কংগ্রেসে।

  1. লাহোর কংগ্রেস কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।

  1. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে নাগপুর অধিবেশনে।

  1. কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?

উঃ চৌরিচৌরার ঘটনায়।

  1. কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়?

উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে।

  1. খিলাফৎ আন্দোলনের প্রধান মুসলমান নেতাদের নাম কর?

উঃ মওলানা মোহাম্মদ আলি, মাওলানা শওকত আলি, মওলানা আবুল কালাম আজাদ।

  1. খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

  1. ইংরেজদের দেওয়া কাইজার-ই-স্বর্ণপদক প্রত্যপর্ণ করেছিলেন কে?

উঃ মহাত্মা গান্ধী।

  1. মহাত্মা গান্ধী ভারতের কোন স্থানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?

উঃ বিহারের চম্পারণ জেলায়।

  1. রাউলাট আইন কত খ্রীষ্টাব্দে পাশ হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।

  1. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার আদেশে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে ১৩ই এপ্রিল জেনারেল মাইকেল ও ডায়ারের আদেশে।

  1. দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় নেতা ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?

উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী।

  1. ভারতের রাজনীতিতে সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে?

উঃ মহাত্মা গান্ধী।

  1. কত খ্রীষ্টাব্দে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন?

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দের ২ রা অক্টোবর।

  1. হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?

উঃ অ্যানি বেসান্ত ১৯১৬ খ্রীষ্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা করেন

  1. ভারতীয় হোমরুল লীগ কে কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পুনাতে।

  1. বঙ্গভঙ্গ কখন রদ হয়?

উঃ ১৯১১ সালে।

  1. কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করেন?

উঃ লর্ড হার্ডিঞ্জ।

  1. জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড কবে কোথায় ঘটেছিল?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে।

  1. কে কত খ্রীষ্টাব্দে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে ১লা জানুয়ারি চিত্তরঞ্জন দাশ।




  1. গান্ধীজী কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে।

  1. গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

  1. দেশবন্ধু’ নামে পরিচিত কে?

উঃ চিত্তরঞ্জন দাশ।

  1. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়?

উঃ ১৯০৫ সালের ১৯ শে জুলাই।

  1. চম্পারণ কৃষিবিল কবে পাশ হয়?

উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে পাশ হয়।

  1. কে কবে কোথায় ‘অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে বাবা রামচন্দ্র।

  1. একা বা একতা বিদ্রোহ কবে কোথায় শুরু হয়?

উঃ উত্তরপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর বারাইচ প্রভৃতি স্থানে।

  1. মোপলা বিদ্রোহ কবে সংঘটিত হয়?

উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে।

  1. কে কবে রায় সমিতি গড়ে তোলেন?

উঃ অধ্যাপক এন জি রঙ্গ ১৯২৩ খ্রীষ্টাব্দে।

  1. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।

  1. ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে?

উঃ কৃষ্ণকুমার মিত্র।

  1. কে কবে কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?

উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।

  1. ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক কে?

উঃ মজুফফর আহমেদ।

  1. ‘সোসালিস্ট’ পত্রিকার সম্পাদক কে?

উঃ এস. এ. ডাঙ্গে।

  1. গান্ধী-আরউইন চুক্তি বা দিল্লী চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।

  1. ‘লেনিন বনাম গান্ধী’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়?

উঃ শ্রীপদ অমৃত ডাঙ্গে।

  1. ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়?

উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর।

  1. ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর।

উঃ মুজ্‌ফ্‌ফর আহমেদ, পি. সি. যোশী।

  1. কে কত সালে ‘ফরওয়ার্ড ব্লক’ গঠন করেন?

উঃ ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু।

  1. ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ – উক্তিটি কার?

উঃ গান্ধীজীর।

  1. কে কবে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর রাসবিহারী বসু।

  1. সুভাষচন্দ্র বসু কবে আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?

উঃ ১৯৪৩ খ্রীষ্টাব্দের ২৫ শে আগস্ট।

  1. বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

  1. ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে?

উঃ লালা লাজপৎ রায়।

  1. মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম কী?

উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

  1. ‘বাঘা যতীন’ কার নাম?

উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের।

  1. তাসখন্দে কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

  1. খেদা আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দে।

  1. কবে বঙ্গভঙ্গ রদ করা হয়?

উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে ১২ ই ডিসেম্বর।

  1. তিন কাঠিয়া ব্যবস্থা কবে প্রচলিত ছিল?

উঃ বিহারের চম্পারণে।

  1. কোন বছরে চৌরিচৌরার ঘটনাটি ঘটে?

উঃ ১৯২২ খ্রীষ্টাব্দের ৫ই ফেব্রুয়ারি।

  1. খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম লেখো।

উঃ মহম্মদ আলি, সৌকত আলি।

  1. কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়?

উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে।



Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

[ Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন। ]