পৃথিবীর ৭টি মহাদেশ সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of 7 Continents of the World

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Questions Answers of 7 Continents of the World. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পৃথিবীর ৭টি মহাদেশ সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of 7 Continents of the World। এই পৃথিবীর ৭টি মহাদেশ সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of 7 Continents of the World || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পৃথিবীর ৭টি মহাদেশ সংক্রান্ত প্রশ্নোত্তর | Questions Answers of 7 Continents of the World



প্রশ্নঃ পৃথিবীতে সর্ব মোট কয়টি মহাদেশ আছে?

উত্তরঃ ৭টি। যথাঃ- এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, আন্টার্টিকা মহাদেশ।

  1. এশিয়া মহাদেশঃ

● এর আয়তন- ৪,৪৪,৩০,০০

● পৃথিবীর আয়তনের শতকরা হার- ২৯.৮৩%।

● মোট লোকসংখ্যা- ৪১২.১১ কোটি।

● পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ৬০.৩৪%।

● দেশের সংখ্যা- ৪৭টি।

● জাতিসংঘভূক্ত দেশ- ৪৭টি।

● সর্বোচ্চ স্থান- মাউন্ট এভারেস্ট (৮,৮৫০ মিটার)

● সর্বনিম্ন স্থান- লোহিত সাগর (-৩৯৬.৮ মিটার)

  1. আফ্রিকা মহাদেশঃ

● এর আয়তন- ৩,০০,৪৩,৮৮৪

● পৃথিবীর আয়তনের শতকরা হার- ২০.১৭%।

● মোট লোকসংখ্যা- ১০০.৯৯ কোটি।

● পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ১৪.৭৯%।

● দেশের সংখ্যা- ৫৩টি।

● জাতিসংঘভূক্ত দেশ- ৫৩টি।

● সর্বোচ্চ স্থান- কিলিমাঞ্জারো (৫,৮৯৪ মিটার)

● সর্বনিম্ন স্থান- লেক আসাই (-১৫৬.১ মিটার)

  1. উত্তর আমেরিকা মহাদেশঃ

● এর আয়তন- ২,৪৩,৪৫,৯০৬

● পৃথিবীর আয়তনের শতকরা হার- ১৬.৩৪৩%।

● মোট লোকসংখ্যা- ৫৩.৮৪ কোটি।

● পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ৭.৭৮%।

● দেশের সংখ্যা- ২৩টি।

● জাতিসংঘভূক্ত দেশ- ২৩টি।

● সর্বোচ্চ স্থান- ম্যাককিনলি (৬,১৯৪ মিটার)

● সর্বনিম্ন স্থান- ডেথ ভ্যালি (-৮৫.৯ মিটার)

  1. দক্ষিণ আমেরিকা মহাদেশঃ

● এর আয়তন- ১,৭৭,৫৯,৫৬৫

● পৃথিবীর আয়তনের শতকরা হার- ১১.৯২%।

● মোট লোকসংখ্যা- ৩৯.২৪ কোটি।

● পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ৫.৭৫%।

● দেশের সংখ্যা- ২৩টি।

● জাতিসংঘভূক্ত দেশ- ১২টি।

● সর্বোচ্চ স্থান- অ্যাকামস্কাগুয়া (৭,০১৯ মিটার)

● সর্বনিম্ন স্থান- ভাল্ডেস পেনিন (৩৯.৯ মিটার)

  1. ইউরোপ মহাদেশঃ

● এর আয়তন- ১,০২,৩৭,৫৩৯

● পৃথিবীর আয়তনের শতকরা হার- ৬.৮৭%।

● মোট লোকসংখ্যা- ৭৩.২২ কোটি।

● পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ১০.৭২%।

● দেশের সংখ্যা- ৪৬টি।

● জাতিসংঘভূক্ত দেশ- ৪৬টি।

● সর্বোচ্চ স্থান- মাউন্ট ব্ল্যাঙ্ক (৪,৮০৯ মিটার)

● সর্বনিম্ন স্থান- কাম্পিয়ান সাগর (-২৮.০ মিটার)

  1. ওশেনিয়া মহাদেশঃ

● এর আয়তন- ৮৩৮৭৫০০

● পৃথিবীর আয়তনের শতকরা হার- ৫.৬৩%।

● মোট লোকসংখ্যা- ৩.৫৪ কোটি।

● পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ০.৫২%।

● দেশের সংখ্যা- ১৩টি।

● জাতিসংঘভূক্ত দেশ- ১৩টি।

● সর্বোচ্চ স্থান- কোস্কিয়াস্কো (২,২২৮ মিটার)

● সর্বনিম্ন স্থান- লেক আয়ার (-১৫.৮ মিটার)

  1. আন্টার্টিকা মহাদেশঃ

● এর আয়তন- ১,৩৭,৪৭,৯২৬

● পৃথিবীর আয়তনের শতকরা হার- ৯.২৩%।

● মোট লোকসংখ্যা- ৮ হাজার (অস্থায়ী)।

● দেশের সংখ্যা- ১৯৪টি।

● জাতিসংঘভূক্ত দেশ- ১৯২টি।

● সর্বোচ্চ স্থান- ভিনেসেফ ম্যাসিক (৫,১৪০ মিটার)।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।