বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা প্রশ্নোত্তর | Questions Answers from Various Exams of Last Year

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Questions Answers from Various Exams of Last Year. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা প্রশ্নোত্তর | Questions Answers from Various Exams of Last Year ||. এই বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা প্রশ্নোত্তর | Questions Answers from Various Exams of Last Year || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা প্রশ্নোত্তর | Questions Answers from Various Exams of Last Year

  1. কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়?

Answer : ১৯৩০

  1. মহাবীর কার কাছে সন্যাস ধর্ম গ্রহণ করেন?

Answer : গোসাল

  1. ধাতুর যে পাতলা ত্বক মিষ্টি সাজাতে সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো?

Answer : রুপা

  1. কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো-



Answer : সোডিয়াম

  1. দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি?

Answer : কবি কাজী নজরুল ইসলাম

  1. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি?

Answer : জ্যোতিরিন্দ্র বসু

  1. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?

Answer : ভিটামিন বি-১২

  1. মুর্শিদাবাদের হাজার দুয়ারী নির্মান করেন কে?

Answer : নবাব নাজিম হুমায়ুন জাহ

  1. তানপুরা বাদ্য যন্ত্রে কটি তার থাকে?

Answer : ৪ (4) টি

  1. মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক কে?

Answer : মেহেবুব খান

  1. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা?

Answer : দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

  1. শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে?

Answer : ৪ঠা ফেব্রুয়ারী (4th February)।

  1. “Forge your Future” বইটি কার লেখা?

Answer : এ. পি. জে. আব্দুল কালাম

  1. শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?

Answer : ভলিবল

  1. ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম “বুসেফালাস” যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন?

Answer : আলেকজান্ডার

  1. আসফ খানের কন্যা অনজুমান বানু বেগম ইতিহাসে কি নাম বিখ্যাত?

Answer : মুমতাজ

  1. স্বাধীন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?

Answer : থমাস আর্মহাস্ট ( প্রথম ভারতীয় – সুব্রত মুখার্জী )

  1. আগেকার দিনে রানীরা বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত থাকতেন। এই দুর্দশার কথা ভেবে মহারাজা সাওয়াই প্রতাপ সিং বিখ্যাত স্থপতিকার লাল চাঁদ ওস্তাদ কে দিয়ে কোন বিখ্যাত সৌধ বানান?

Answer : হাওয়া মহল

  1. ১৫৮৩ সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কোন শহরের নামের অর্থ “ঈশ্বরের শহর” (“City of God”)?

Answer : এলাহাবাদ

  1. “Dalhousie…Through My Eyes” – বইটির লেখক কে?

Answer : তথাগত রায়

  1. ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?

Answer : মোরারজি দেশাই।

  1. কোন দেশ সব থেকে বেশি নোবেল পেয়েছে এখনো পর্যন্ত?

Answer : আমেরিকা

  1. কোন দিনে “Ask a question” দিবস পালন করা হয়?

Answer : ১৪ ই মার্চ (14th March)

  1. একটি তাসের প্যাকেটের কোন তাসের King এর কোনো মুছ (Moustache) নেই?

Answer : Hearts

  1. আকবর-নামার রচয়িতা কে?

Answer : আবুল ফজল

  1. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?

Answer : ফ্যাদোমিটার (fathometer)

  1. ভারতের কোন দুটি রাজ্য শুধুমাত্র অপর একটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?

Answer : সিকিম (পচিমবঙ্গের সাথে), মেঘালয় (আসামের সাথে)

  1. ২০১৮ সালের অস্ট্রেলিয়াই কমনওয়েলথ গেমসে ভারতের পক্ষ থেকে পতাকা বহন কে করবে?

Answer : পি. ভি. সিন্ধু

  1. মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে?

Answer : ২৩ জোড়া

  1. ভারতের কোন শহরে প্রথম ইনসেক্ট মিউজিয়াম (Insect Museum) চালু হলো?

Answer : কোয়েম্বাটুরে

  1. ভারতের ইতিহাসের জনক (Father of Indian History) কাকে বলা হয়?

উত্তরঃ মেগাস্থিনিস

  1. দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন?

উত্তরঃ নাসিরুদ্দিন খসরু খাঁ

  1. কোন দেশে সব থেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে?

উত্তরঃ ফিনল্যাণ্ড

  1. সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে?

উত্তরঃ গোয়া

  1. সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছেন?

উত্তরঃ ক্যাথারিন হেপবার্ন

  1. দ্রুততম সামুদ্রিক প্রাণী কোনটি?

উত্তরঃ ব্ল্যাক মার্টিন

  1. পৃথিবীতে বসবাসকারি সব থেকে বড় প্রাণী কোনটি?

উত্তরঃ নীল তিমি

  1. ১ টঙ্কা = কত জিতল ?

উত্তরঃ ৪৮ (48)

  1. মানবদেহের সব থেকে বড় অঙ্গ (Organ) কোনটি?

উত্তরঃ ত্বক (Skin)

  1. সব থেকে কম সংখ্যক পৌরসভা ভারতের কোন জেলাতে রয়েছে?

উত্তরঃ কলকাতা

  1. লিচু ফলের উৎপত্তি কোন দেশে?

উত্তরঃ চীন

  1. তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি?

উত্তরঃ সিংহ

  1. STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি?

উত্তরঃ নিউ দিল্লী (STD কোড ০১১)

  1. কোন শহরের ডাকনাম “The Big Apple” ?

উত্তরঃ নিউ ইয়র্ক

  1. ক্লোরোফিলে কোন ধাতু থাকে?

উত্তরঃ ম্যাগনেসিয়াম

  1. পঞ্চমবেদ কাকে বলা হয়?

উত্তরঃ মহাভারত

  1. “আরাম হারাম হ্যায়” – এই উক্তিটি কার?

উত্তরঃ পণ্ডিত জহরলাল নেহেরু

  1. চেঙ্গিস খাঁ কে ছিলেন?

উত্তরঃ চেঙ্গিস খাঁ ছিলেন ইতিহাসে এক কুখ্যাত যোদ্ধা। “চেঙ্গিস” কথাটির আক্ষরিক অর্থ কি?

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।