পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Questions and Answers About West Bengal

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Questions and Answers About West Bengal. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Questions and Answers About West Bengal ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Questions and Answers About West Bengal || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Questions and Answers About West Bengal

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?

উত্তর :- রানীগঞ্জে।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয় ?

উত্তর :- জলপাইগুড়িতে।

প্রশ্ন :- কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে ?

উত্তর :- হরিণঘাটায়।

প্রশ্ন :- গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি ?

উত্তর :- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।

প্রশ্ন :- বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায় ?

উত্তর :- অশ্বক্ষুরাকৃতি।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি ?



উত্তর :- উত্তর দিনাজপুর জেলার চোপড়া।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয় ?

উত্তর :- পশ্চিমী ঝঞ্ঝা।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি ?

উত্তর :- পাট শিল্প।

প্রশ্ন :- কবে পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রতিষ্ঠাহয়েছিলো?

উত্তর :- ২৬ জানুয়ারী, ১৯৫০।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের আয়তন কত?

উত্তর :- ৮৮,৭৫২ বর্গকিমি।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গে লোকসংখ্যা কত?

উত্তর :- ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এইরাজ্যের লোক সংখ্যা ৯ কোটি ১ লক্ষেরওবেশি।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?

উত্তর :- কোলকাতা।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?

উত্তর :- কোলকাতা।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি?

উত্তর :- ২৩ টি।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলাকোনটি?

উত্তর :- কোলকাতা।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশিলোক বাস করে?

উত্তর :- মেদনীপুর জেলায়।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কমলোক বাস করে?

উত্তর :- দার্জিলিং জেলায়।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী?

উত্তর :- বাঙলা।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের অধিবাসীদের কী বলে?

উত্তর :- বাঙালী।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি?

উত্তর :- বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, সিকিম ওআসাম।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কি কি?

উত্তর :- পূর্বদিকে বাংলাদেশ এবং উত্তরদিকেনেপাল ও ভুটান অবস্থিত।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত?

উত্তর :- মৌসুমী জলবায়ুর অন্তর্গত।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের কোথায় অধিক বৃষ্টিপাতহয়?

উত্তর :- দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কমবৃষ্টিপাত হয়?

উত্তর :- বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গবাসীর প্রধান খাদ্য কি?

উত্তর :- ভাত।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ ও কি কি?

উত্তর :- পশ্চিমবঙ্গে পাঁচটি বিভাগ। যথা-প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ ,জলপাইগুড়ি বিভাগ,মেদিনীপুর বিভাগ,মালদা বিভাগ

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়েরসংখ্যা কত?

উত্তর :- প্রায় ৬০ হাজার।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাকত?

উত্তর :- প্রায় ৬০ হাজার।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গে কলেজের সংখ্যা কত?

উত্তর :- ২০০টি।

প্রশ্ন :- পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?

উত্তর :- গঙ্গা।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।