পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সংক্রান্ত প্রশ্নোত্তর | Question Answer Different Districts of West Bengal

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি Question Answer Different Districts of West Bengal. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সংক্রান্ত প্রশ্নোত্তর | Question Answers Different Districts of West Bengal ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সংক্রান্ত প্রশ্নোত্তর | Question Answer Different Districts of West Bengal || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সংক্রান্ত প্রশ্নোত্তর | Question Answer Different Districts of West Bengal

1) কলকাতায় কত সালে মেট্রো পরিষেবা চালু হয়?

উত্তরঃ- ১৯৮৪।

2) বীরভূম জেলায় কয়টি মহকুমা রয়েছে?

উত্তরঃ- ৩ টি।

3) বিখ্যাত কবি বিষ্ণু দে পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন?

উত্তরঃ- হাওড়া জেলা।

4) উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি?

উত্তরঃ- রায়গঞ্জ।

5) সুন্দরবনের মোট কতগুলি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে?

উত্তরঃ- ১৩টি।

6) কত কিমি বদ্বীপ জুড়ে সুন্দরবন অবস্থিত?

উত্তরঃ- ২৬০ কিমি।

7) মেখলিগঞ্জ মহাকুমা কোন জেলার অন্তর্গত?

উত্তরঃ- কোচবিহার জেলা।

8) নদীয়া জেলায় বেশিরভাগ কোন ধরনের মৃত্তিকা দেখা যায়?



উত্তরঃ- পলি মৃত্তিকা।

9) নদীয়া জেলার সদর শহর এর নাম

উত্তরঃ- কৃষ্ণনগর।

10) বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ- দামোদর।

11) মুর্শিদাবাদ জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত?

উত্তরঃ- পাঁচটি।

12) ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর কয়টি ভাগে বিভক্ত হয়ে যায়?

উত্তরঃ- দুইটি ভাগে।

13) বারাসাত কোন জেলার সদর দপ্তর?

উত্তরঃ- উত্তর ২৪ পরগনা।

14) দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?

উত্তরঃ- বঙ্গোপসাগর।

15) কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়?

উত্তরঃ- ১৯৬৩ সালে।

16) নদীয়া জেলার পূর্বের নাম কি ছিল?

উত্তরঃ- নবদ্বীপ জেলা।

17) মুর্শিদাবাদ নামটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে?

উত্তরঃ- বাংলার নবাব মুর্শিদ কুলি খানের।

18) পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি?

উত্তরঃ- পুরুলিয়া।

19) পশ্চিমবঙ্গের কোন জেলাকে “রাঙামাটির দেশ” বলা হয়?

উত্তরঃ- বীরভূম জেলা কে।

20) বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম কি?

উত্তরঃ- বাঁকুড়া।

21) বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা?

উত্তরঃ- কলকাতা।

22) বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত?

উত্তরঃ- উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।

23) পরগনা শব্দটি এসেছে কোথা থেকে?

উত্তরঃ- ফরাসি শব্দ থেকে।

24) হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত?

উত্তরঃ- দুইটি।
যথা:- ১. হাওড়া সদর মহকুমা ও
২. উলুবেড়িয়া মহকুমা।

25) নদিয়া জেলার জলবায়ু কোন প্রকৃতির?

উত্তরঃ- উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি।

26) মুর্শিদাবাদ জেলার আকৃতি কি রকম?

উত্তরঃ- ত্রিভুজের মত।

27) পুরুলিয়া জেলার মৃত্তিকা কি ধরনের?

উত্তরঃ- পরবর্তী মৃত্তিকা।

28) বীরভূম জেলার কত শতাংশ অধিবাসী কৃষি কাজের সঙ্গে যুক্ত?

উত্তরঃ- ৭৫ শতাংশ।

28) বাঁকুড়ার সদর দপ্তরের নাম কি?

উত্তরঃ- বাঁকুড়া।

29) এশিয়ার বৃহত্তম যক্ষা হাসপাতাল কোথায় অবস্থিত?

উত্তরঃ- ধুবুলিয়ায়।

30) কাকে ভারতের ‘রূঢ়’ বলা হত?

উত্তরঃ- দুর্গাপুরকে।

31) হুগলী জেলার সদর শহরের নাম কি?

উত্তরঃ- চুঁচুড়া।

32) পশ্চিমবঙ্গের কোন এলাকায় শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়?

উত্তরঃ- পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়।

33) কোচবিহার শব্দের অর্থ কি?

উত্তরঃ- কোচ জাতির বাসস্থান।

34) কালিম্পং এর আয়তন কত বর্গ কিমি?

উত্তরঃ- ১,০৫৬.৫ বর্গকিমি।

35) আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয়?

উত্তরঃ- ২০১৪ সালের ২৫ জুন।

36) মিরিক শহর কোথায় অবস্থিত?

উত্তরঃ- দার্জিলিং।

37) জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার কত শতাংশ?

উত্তরঃ- ৭৩.২৫ শতাংশ।

38) ঝাড়গ্রামের গড় বার্ষিক বৃষ্টিপাত কত মিমি?

উত্তরঃ- প্রায় ১,৪০০ মিমি।

39) উত্তর দিনাজপুর জেলা কোন বিভাগের অন্তর্গত?

উত্তরঃ- মালদা।

40) কোন কোন মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত?

উত্তরঃ- বালুরঘাট এবং গঙ্গারামপুর।

41) মালদা জেলা কিসের জন্য বিখ্যাত?

উত্তরঃ- ফজলি আম।

42) কত সালে নবাব সিরাজদ্দৌলা কলকাতা জয় করেছিলেন?

উত্তরঃ- ১৭৫৬ সালে।

43) উওর ২৪ পরগনা জেলার আয়তন কত?

উত্তরঃ- ৪,০৯৪ বর্গকিমি।

44) দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস কি?

উত্তরঃ- মৎস্যচাষ।

45) হাওড়া জেলার জলবায়ু কি ধরনের?

উত্তরঃ- উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।

46) পশ্চিমবঙ্গের কোথায় কোন মহকুমার নেই?

উত্তরঃ- কলকাতা।

47) মালদা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ- মহানন্দ।

48) পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়?

উত্তরঃ- ডঃ বিধান চন্দ্র রায়কে।

49) পশ্চিমবঙ্গে রবারের চাষ কোথায় হয়?

উত্তরঃ- জলপাইগুড়ি।

50) কোন কথা থাকে কলিকাতা নামটির উৎপত্তি হয়েছে?

উত্তরঃ- “কিলকিলা” (অর্থাৎ “চ্যাপ্টা এলাকা”)।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।