ভারতসভার উদ্দেশ্য ও অবদান | Purpose and Contribution of Bharat Sabha
■ প্রশ্ন:- ভারতসভা কে প্রতিষ্ঠা করেন? এই সভার উদ্দেশ্য ও অবদান আলোচনা করো।
■ উত্তর:- ভারতসভার প্রতিষ্ঠাতা – ভারতসভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
■ ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য:- ভারতসভার প্রতিষ্ঠার মূলত চারটি উদ্দেশ্য ছিল। এগুলি হল—
● (১) দেশে এক শক্তিশালী জনমত গড়ে তোলা।
● (২) হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বভাব গড়ে তোলা।
● (৩) ভারতের বিভিন্ন ভাষাভাষী, জাতি ও ধর্মের লোককে রাজনৈতিক স্বার্থে সংঘবদ্ধ করা।
● (৪) রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জনগণের সংযোগ স্থাপন করা।
■ ভারতসভার অবদান:-
❏ ভূমিকা:- সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারতসভা সরকারের বিভিন্ন প্রতিক্রিয়াশীল ও দমনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে। তাঁদের এই প্রতিবাদী আন্দোলন ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়ে।
● (১) আই.সি.এস. পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৯ বছর করার প্রতিবাদে ভারতসভা সারা ভারত জুড়ে আন্দোলন করে। সুরেন্দ্রনাথ একইসঙ্গে ভারতে ও ইংল্যান্ডে একযোগে আই.সি.এস. পরীক্ষা গ্রহণের দাবি জানান।
● (২) অস্ত্র আইন ও দেশীয় ভাষা সংবাদপত্র আইনের বিরুদ্ধে তিনি ভারতসভার মাধ্যমে ভারত জুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেন। এমনকি ইংল্যান্ডের পার্লামেন্টের কাছেও এ কারণে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তাঁদের আন্দোলনের ফলেই পরবর্তী বড়োলাট লর্ড রিপন দেশীয় ভাষার সংবাদপত্র আইন প্রত্যাহার করে নেন।
● (৩) লর্ড রিপন ইলবার্ট বিল প্রবর্তনের চেষ্টা করলে ইউরোপীয়রা প্রবল প্রতিবাদ করে। সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারতসভার উদ্যোগে ভারতীয়রা ইলবার্ট বিলের সমর্থনে সভা ও প্রচারকার্য চালায়।
■ উপসংহার:- এভাবে ভারতসভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের রাজনৈতিক জাগরণ তথা জাতীয়তাবাদের বিকাশে প্রভূত অবদান রেখেছিল।