PSC মিসলেনিয়াস প্রশ্নোত্তর ডাউনলোড | PSC Miscellaneous GK Mocktest in Bengali

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি PSC Miscellaneous GK Mocktest in Bengali PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে PSC মিসলেনিয়াস প্রশ্নোত্তর ডাউনলোড | PSC Miscellaneous GK Mocktest in Bengali

PSC মিসলেনিয়াস প্রশ্নোত্তর ডাউনলোড | PSC Miscellaneous GK Mocktest in Bengali

PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-

1. বায়ু কি ধরনের পদার্থ?

উত্তর- একপ্রকার মিশ্রপদার্থ।

2. ‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন’ কত সালে গঠিত হয়েছিল?

উত্তর- ১৯২০ সালে।

3. মোহালি ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- পাঞ্জাব।

4. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠাতা করেন?

উত্তর- আত্মারাম পান্ডু রঙ্গ।

5. নিব লিক শব্দটির কোন খেলায় ব্যবহৃত হয়?

উত্তর- গল্ফ।

6. সংবিধানের কোন ধারায় ভোট দানের অধিকার গৃহীত হয়েছে?

উত্তর- ৩২৬ ধারা।

7. স্বত্ববিলোপ নীতি প্রত্যাবর্তন করেছিলেন কে?

উত্তর- লর্ড ডালহৌসি।

8. মায়ানমারের মুদ্রার নাম উল্লেখ করো?

উত্তর- কিয়াত।

9. সাইনা নেওয়াল কোন খেলায় যুক্ত?

উত্তর- ব্যাডমিন্টন।

10. লেবুতে কোন অ্যাসিড উপস্থিত থাকে?

উত্তর- সাইট্রিক অ্যাসিড।

11. বােলতা ও পিপড়ের হুলে কোন্ অ্যাসিড থাকে?

উত্তর- ফরমিক অ্যাসিড।

12. সিন্ধু সভ্যতা একটি কি ধরনের সভ্যতা?

উত্তর- নাগরকেন্দ্রিক সভ্যতা।

13. সূর্যের আলােক রশ্মিতে কি কণা উপস্থিত থাকে?

উত্তর- ফোটন।

14. লন্ডন শহরটি কোন্ নদীর তীরে অবস্থান করছে?

উত্তর- টেমস।

15. ‘পেয়ারা’ ফলের ত্বকে কোন্ কোষ উপস্থিত থাকে?

উত্তর- স্কেলেরাইড।

16. একটি কঠিন যােগকলার উদাহরণ উল্লেখ করো?

উত্তর- অস্থি।

17. ‘মেঘে ঢাকা তারা‘ ছবিটির পরিচালক কে?

উত্তর- ঋত্ত্বিক ঘটক।

18. বিশ্বের বৃহত্তম ফুলের নাম উল্লেখ করো?

উত্তর- র‍্যাফ্লেসিয়া।

19. ‘পথের পাঁচালী‘ চলচ্চিত্রটি মুক্তি পায় কত খ্রীস্টাব্দে?

উত্তর- ১৯৫৫ খ্রঃ।

20. সালােকসংশ্লেষের আলােকদশা কোন অংশে অনুষ্ঠিত হয়?

উত্তর- গ্রানা অংশে।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Details:-

File Name:-  PSC Miscellaneous GK Mocktest in Bengali PDF  [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।