ফুড সাব-ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ জিকে | PSC Food SI GK Mock Test in Bengali

ফুড সাব-ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ জিকে | PSC Food SI GK Mock Test in Bengali

1. মরুস্থলি ভারতের কোন রাজ্যে দেখা যায়?

উত্তর:- রাজস্থান

2. জালিকাত্তু খেলাটি ভারতের কোন রাজ্যে জনপ্রিয়?

উত্তর:- তামিলনাড়ুতে

3. আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত?

উত্তর:- নেদারল্যান্ডস

4. জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় কোনটি?

উত্তর:- প্যালিওনটোলজি

5. ভগৎ সিং কত খ্রীস্টাব্দে শহীদ হয়েছিলেন?

উত্তর:- ১৯৩১ খ্রীস্টাব্দে

6. মেডিকেল কলেজ, কলকাতা কত খ্রীস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল?

উত্তর:- 1835

7. এস মিরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত?

উত্তর:- ভার উত্তোলন

8. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

উত্তর:- ফ্যাদোমিটার

9. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা আছে?

উত্তর:- ১৭ নং ধারা

10. “অন্ধ্র কেশরী” – নামে কে পরিচিত?

উত্তর:- টাঙ্গুতুরি প্রকাশম

11. গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী?

উত্তর:- নর্মদা ও তাপ্তি

12. ভারতের কোন শহরকে প্রসাদের শহর বলা হয়?

উত্তর:- কলকাতা

13. পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

উত্তর:- অ্যাঞ্জেল

14. ডুয়ার্স শব্দের অর্থ লেখো?

উত্তর:- দরজা

15. কোন দেশটি BRICS এর সদস্য নয়?

উত্তর:- কানাডা

16. “অপরাজিতা দেবী” কার ছদ্মনাম?

উত্তর:- রাধারানী দেবী

17. The Argumentative Indian – নামক বইটি কার লেখা?

উত্তর:- অমর্ত্য সেন

18. A passage to England – এটি কার লেখা?

উত্তর:- এন সি চৌধুরী

19. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়?

উত্তর:- ২১ শে ফেব্রুয়ারি

20. পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলে?

উত্তর:- প্লাজমা।