PSC জেনারেল নলেজ প্রশ্নোত্তর | PSC Exam General Knowledge Questions Answers
- যদি রক্তের ক্ষারকত্ব বেড়ে যায় তাকে কি বলা হয়ে থাকে?
Ans : অ্যালকেলােসিস।
- ‘সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ কোন শহরে অবস্থিত?
Ans : কলকাতা।
- দুধের বিশুদ্ধতা কোন্ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে?
Ans : ল্যাকটোমিটার।
- শব্দের প্রাবল্য মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?
Ans : অডিও মিটার।
- বিখ্যাত সাহিত্যিক দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম লেখো?
Ans : বেদুইন।
- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
Ans : লর্ড মাউন্টব্যাটেন।
- মানবদেহের কোন অঙ্গ থেকে HCL নির্গত হয়ে থাকে?
Ans : পাকস্থলী।
- সালােকসংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদের কোন কলায় সম্পন্ন হয়?
Ans : মেসােফিল কলা।
- ভাস্কো-ডা-গামা ভারতের কোন্ নৌ বন্দরে এসেছিলেন?
Ans : কালিকট।
- অ্যামিবার গমনাঙ্গ নাম লেখো?
Ans : ক্ষণপদ।
- ভিলাই মানুষের শরীরে কোন অঙ্গ -এ থাকে?
Ans : ক্ষুদ্রান্তে।
- মাকড়সার শ্বাসযন্ত্রের নাম কী?
Ans : লাং বুক।
আরও পড়ুন:-
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
1200+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
250+ ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
- শ্বসনের প্রথম পর্যায়কে কি বলা হয়ে থাকে?
Ans : গ্লাইকোলাইসিস।
- আধুনিক অ্যানাটমির জনক কাকে বলা হয়?
Ans : ভেসালিয়াস।
- ক্লোরােফিল অণুতে কোন ধাতব পদার্থটি বেশি পরিমাণে থাকে?
Ans : ম্যাগনেশিয়াম।
- বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যালের ছদ্মনাম লেখো?
Ans : বিকর্ণ।
- বিখ্যাত চরিত্র হ্যারি পটারের স্রষ্টা কে?
Ans : জে . কে . রাউলিং।
- ‘কালকূট’ কার ছদ্মনামে কে পরিচিত ছিলেন?
Ans : সমরেশ বসু।
- সূর্যশেখর গাঙ্গুলী কোন্ খেলার সাথে যুক্ত ছিলেন?
Ans : দাবা।
- লােকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে?
Ans : পঁচিশ।
- হাতিগুম্ফা লিপি কে রচনা করেছিলেন?
Ans : কলিঙ্গরাজ খারবেল।
আরও পড়ুন:-
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
1200+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
250+ ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
- ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখার নাম কী?
Ans : র্যাডক্লিফ লাইন।
- লাইকেনে কোন ধরনের পুষ্টি থাকে?
Ans : মিথােজীবী।
- রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে?
Ans : পঁয়ত্রিশ।
- বাবরি মসজিদ ধ্বংসের তদন্তে নিযুক্ত কমিশনটির নাম কী?
Ans : লিবারহান কমিশন।
Click Here To Download