আদিম যুগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Primitive Age History Questions and Answers
1. কোনটির ওপর ভিত্তি করে আদিম মানুষের মধ্যে শ্রেণিবিভাগ করা হয়েছিল?
উঃ- মানুষের মস্তিষ্কের আকারগত বৈশষ্ট্যের ওপর ভিত্তি করে।
2. ‘এপ’ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম লেখো?
উঃ- অষ্ট্রালোপেথিকাস
3. ‘হোমোহাবিলিস’ কথাটির অর্থ লেখো?
উঃ- দক্ষ মানুষ
4. লুসির কঙ্কাল আফ্রিকার কোন স্থানে পাওয়া গিয়েছিল?
উঃ- ইথিয়পিয়ার হাদার নামক স্থানে।
5. ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরাতন পাথরের অস্ত্র কোথায় পাওয়া গিয়েছিল?
উঃ- কশমীরের সোয়ান উপত্যকায়।
6. হোমমা ইরেকটাস প্রজাতির নিদর্শন ভারতের কোন কোন অঞ্চলে আবিষ্কৃত হয়েছে?
উঃ- কর্ণাটকের হুন্সগি উপত্যকায়, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসাতে আবিষ্কৃত হয়েছে।
7. প্রথম কোন্ মানুষরা পাথরকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করত?
উঃ- হোমো হাবিলিস
8. কোন্ মানুষেরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল?
উঃ- হোমো ইরেকটাস
9. প্রথম হাতকুঠার বানিয়েছিল কারা?
উঃ- সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষরা বা হোমো ইরেকটাসরা।
10. ‘হোমোস্যাপিয়েন্স’ কথাটির অর্থ লেখো?
উঃ- বুদ্ধিমান মানুষ
11. কোন্ পাথরের যুগের মানুষ খাদ্য সংগ্রাহক ছিল?
উঃ- পুরানো ও মাঝের পাথরের যুগের মানুষ।
12. পুরোনো পাথরের যুগের মানুষরা কোথায় বসবাস করত?
উঃ- খোলা আকাশের নীচে অথবা গুহায়।
13. মানুষ ও তাদের কাজকর্ম নিয়ে যে ইতিহাস রচিত হয় তার নাম কী?
উঃ- মানুষের ইতিহাস
14. বীজ থেকে চারাগাছ হওয়ার রহস্য প্রথম কারা জানতে পারে?
উঃ- আদিম জনগোষ্ঠী মেয়েরা।
15. পৃথিবীর স্থলভাগ লক্ষ লক্ষ বছর আগে কীসের দ্বারা আবৃত ছিল?
উঃ- ঘন জঙ্গল
16. প্রকৃতির ধীর গতিতে পরিবর্তনের ধারা কী নামে পরিচিত?
উঃ- বিবর্তন।
17. মানুষের প্রধান জীবিকা কী ছিল যাযাবর জীবনে?
উঃ- শিকার ও পশুপালন
18. পশুপালন ও কৃষিকাজ করত কোন পাথরের যুগের মানুষ?
উঃ- নতুন পাথরের যুগের।
19. বন-জঙ্গলে লাগা আগুনকে কী বলা হয়ে থাকে?
উঃ- দাবানল।
20. আলতামিরা গুহাটি কোথায় অবস্থিত?
উঃ- ইউরোপের স্পেনে অবস্থিত।
21. ‘ট্যরো-ট্যরো’ কথাটির অর্থ লেখো?
উঃ- ষাঁড়-ষাঁড়।
22. ভীমবেটকা কোন রাজ্যে অবস্থিত?
উঃ- মধ্যপ্রদেশের ভূপালে।
Click Here To Download